Learn Past Tense Through Bengali

Learn-past-tense-Bangla

Past Tense - অতীত কাল

যে ক্রিয়া বা কাজ পূর্বে সংঘটিত হয়ে গেছে, তার কালকে Past Tense বলে।

Past Tense কে আবার চার ভাগে ভাগ করা হয়।

  1. Past Indefinite Tense
  2. Past Continuous Tense
  3. Past Perfect Tense
  4. Past Perfect Continuous Tense

1. Past Indefinite Tense

অতীত কালের কোন কাজ বোঝাতে বা অতীতের কোন অভ্যাস বোঝাতে, যার ফল বিদ্যমান নেই তাকে Past Indefinite Tense বা Simple Past Tense বলে।

চলুন দেখে নিই বাংলা বাক্য কিভাবে চিনব।

** এই Tense এ বাংলা ক্রিয়ার শেষে ল, লে, লাম ইত্যাদি যুক্ত থাকে।

যেমন-
আমি কাজটি করেছিলাম।
তোমরা কাজটি করেছিলে।
তারা কাজটি করেছিল।

ইংরাজি বাক্যের গঠনঃ
Subject + Past form of Verb + Object

I did the work.
আমি কাজটি করেছিলাম।

এখানে do এর past form হয়েছে did. এই ভাবে Past Indefinite Tense সবসময় verb এর past form বসবে।

উদাহারনঃ

আমরা গত বছর কলকাতা গিয়েছিলাম।
We visited kolkata last year.

তারা বাজারের দিকে হাঁটতে লাগলো।
They started walking towards the market.

পথে রামের সাথে দেখা হল।
I met ram on the way.

প্রশ্নটার উত্তর কেউ দিতে পারলো না।
Nobody could answer the question.

সে স্কুলে গিয়েছিল।
He went to school.

বাবা আমাকে ভালো উপদেশ দিয়েছিল।
Father gave me good advice.

2. Past Continuous Tense - ঘটমান অতীত কাল

অতীত কালে কোনো কাজ হচ্ছিল বা চলছিল এরূপ বোঝালে verb-এর Past Continuous Tense হয়। 

অতীতকালে কোন কাজ কিছুক্ষণ ধরে চলছিল এরূপ বোঝালে Past continuous tense হয়।

গঠন প্রণালি: Subject-এর পর person ও number অনুসারে was বা were বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়। 


Structure: Subject + was/were + main verb + ing + বাকি অংশ। 


বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন, চ্ছিল, চ্ছিলে, চ্ছিলেন, ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, এদের যে কোন একটি যোগ থাকে।

আমি ভাত খাইতেছিলাম বা খাচ্ছিলাম। – I was eating rice.
সে স্কুলে যাইতেছিল বা যাচ্ছিল। – He was going to school.
তারা ফুটবল খেলিতেছিল বা খেলছিল। – They were playing football.
আমি একা একা গান গাইতেছিলাম। – I was singing song alone.

3. Past Perfect Tense

অতীত কালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তা Past Perfect Tense হয় এবং যেটি পরে হয়েছিল তা Simple Past Tense হয়।

গঠন প্রণালি: Subject-এর পর had বসে এবং মূল verb-এর past participle form ব্যবহূত হয়। 

Structure: Subject + had + Past participle form of main verb + বাকি অংশ। 

আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি আসল।
He had come home before I ate rice.

আমি স্কুলে যাওয়ার পূর্বে সে মারা গেল।
He had died before I went to school.

ঘণ্টা পড়ার পূর্বে তারা স্টেশনে পৌঁছল।
They had reached the station before the bell rang.

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল।
The patient had died before the doctor came.

ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল।
The doctor had come before the patient died.

বিছানায় শুতে যাবার পূর্বে আমি দরজাটা বন্ধ করিলাম।
I had shut the door before I got into bed.

 

4. Past Perfect Continuous Tense

অতীত কালে সংঘটিত দুটি কাজের মধ্যে পূর্বে সংঘটিত কাজটি কিছু সময় যাবত চলছিল এরূপ বোঝালে verb-এর Past Perfect Continuous Tense হয়। 

অতীতকালে কোন কাজ কোন বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝালে Past perfect continuous tense হয়। এখানে যদি দুটি ক্রিয়া উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে চলছিল তা Past perfect continuous tense হয়।

গঠন প্রণালি: Subject-এর পর had been বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়। 
Structure: Subject + had been + main verb + ing + বাকি অংশ। 

সে যখন আসিল তখন আমি ভাত খাইতেছিলাম – I had been eating rice when he came.

ঘণ্টা পড়ার পূর্বে আমরা খেলিতেছিলাম – we were playing before the bell rang.

আমি যখন তার সাথে দেখা করতে গেলাম তখন সে বই পড়িতেছিল – He had been reading book when I went to met with him/her.

তুমি যখন তোমার বন্ধুর বাড়িতে গিয়েছিলে তখন তোমার মা তোমার জন্য অপেক্ষা করিতেছিল – Your mother had been waiting for you when you went to your friend’s home.

সে যখন খেলা দেখছিল তখন আমি ঘুমিতেছিলাম – I had been sleeping when he saw the game.
ট্রেনটি ছাড়ার পূর্বে আমরা খেলা করছিলাম – We had been playing before the train started.

আমি যখন তার সঙ্গে দেখা করতে গেলুম তখন সে উপন্যাস পড়ছিল –She had been reading a novel when I went to meet her.

বাংলায় খুব সহজে Tense শিখে রাখুন

  1. Present Tense
  2. Past Tense          
  3. Future Tense

3 thoughts on “Learn Past Tense Through Bengali”

Leave a comment