30 Days English Speaking Challenge

30 Days English speaking Challenge – আজ থেকে আমরা শুরু করলাম এক নতুন সিরিজ। এই কোর্সটি তাদের জন্য যারা একদমই ইংরেজি বলতে পারেন না বা যারা নতুন ইংরেজি বলতে বা শিখতে শুরু করেছেন। এই ৩০ দিনের ইংরেজি কোর্সটি তাদেরকে খুব সহজে ইংরেজি বলতে এবং ইংরেজি শিখতে সাহায্য করবে। আমি চেষ্টা করব যতটা সহজে ইংরেজি বলতে শেখানো যায়। ক্লাসগুলি মন দিয়ে করুন আর অভ্যাস করুন। তাহলে আপনি অবশ্যই ইংরেজি বলতে শিখে যাবেন।

English speaking Challenge - Class 01

প্রথম ক্লাসে আমরা শিখব এমন ১০১টি ইংরেজি বাক্য যা মাত্র দুটি করে ওয়ার্ড দিয়ে তৈরি। এগুলি একদম বাছাই করা ইংরেজি ছোট ছোট বাক্য। এই বাক্যগুলি স্পোকেন ইংলিশে সব সময় ব্যবহার হয়। এই বাক্যগুলি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। এই বাক্যগুলি খুব সহজ তাই আপনি খুব সহজে শিখতে পারবেন এবং মনে রাখতে পারবেন। এগুলি জানলে কিংবা শিখলে আপনি দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের লেসন –

Daily Use English Words

30 Days English speaking Challenge: এই শব্দগুলি আপনার কাছে সহজ মনে হবে, কিন্তু অনেকেই আছেন বিশেষ করে যারা নতুন ইংরেজি শিখছেন তারা এই সহজ ইংরেজি শব্দগুলির ব্যবহার ভুল করে ফেলেন। তাছাড়া শুধু শব্দ জানলেই তো আর ইংরেজি বলা যায় না। তার জন্য জানতে হবে কিভাবে শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হয়? মানে আপনি যে শব্দ শিখবেন সেগুলিকে বাক্যে ব্যবহার করাও জানতে হবে। তবেই আপনি অনর্গল ইংরেজি বলতে শিখবেন। আজকে আমি আপনাকে শেখাব কিভাবে শব্দকে বাক্যে ব্যবহার করা হয়। তাছাড়া আজ আপনাকে আমি এমন কিছু বাক্য শেখাব যেগুলি ইংরেজি বলতে গেলে প্রতিদিন ব্যবহার হয়। এই শব্দ এবং বাক্যগুলি জানলে আপনি দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন। তারসাথে আরও নতুন নতুন বাক্য নিজে থেকে তৈরি করা শিখে যাবেন। এতে আপনার ইংরেজির অনেক উন্নতি হবে।

ইংরেজি শিখতে গেলে যেগুলি জানা অবশ্যই দরকারঃ

My – আমার
এটা আমার বাইক। This is my bike.
আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। I’ll do my best.
সে আমার ভাই। He is my brother.
এবার আমার পালা। It’s now my turn.

Myself – আমি নিজেই, নিজেকে, নিজের
আমি নিজের জন্য এটি কিনেছি। I bought this for myself.
আমি নিজেই ভ্রমণ করেছি। I traveled by myself.
আমাকে আমার পরিচয় দিতে দিন। Let me introduce myself.
আমি নিজে এই ডগহাউস তৈরি করেছি। I built this doghouse by myself.

Our – আমাদের
এটা আমাদের গাড়ি। This is our car.
চল আমাদের ঘর পরিষ্কার করি। Let’s clean our room.
সে আমাদের প্রস্তাব গ্রহণ করেছিল। He accepted our offer.
তুমি কি আমাদের ক্লাবে যোগ দেবে? Will you join our club?
আমি আমাদের ক্লাসে সবচেয়ে লম্বা। I am the tallest in our class.

For more watch the video:

60 Most Common Questions in English

30 Days English speaking Challenge: ইংরেজিতে অনর্গল কথা বলতে গেলে আপনাকে শিখতে হবে ইংরেজিতে প্রশ্ন করা। মানে কিভাবে ইংরেজিতে প্রশ্ন করতে হয় সেটা আপনাকে অবশ্যই শিখতে হবে। ইংরেজি বলার সময় প্রশ্ন না করতে পারলে আপনার conversation দীর্ঘ হবে না। ইংরেজিতে প্রশ্ন করতে পারলে আপনি অনর্গল ইংরেজি বলতে পারবেন। তাই আজকে আমি আপনাকে শেখাব এমন কিছু ইংরেজি প্রশ্ন যেগুলি ইংরেজিতে কথা বলতে গেলে বার বার ব্যবহার হয়। এগুলি জানলে আপনার স্পোকেন ইংলিশের অবশ্যই উন্নতি হবে।

How to use let in English?

অনেকের কাছে Let এর ব্যবহার কঠিন বলে মনে হয়। তাই আজকে আমরা শিখব ইংরেজিতে Let এর ব্যবহার কখন করতে হয় আর কিভাবে করতে হয়। Let কে তখন ব্যবহার করবো যখন আমরা কাউকে বলবো যে,
আমাকে খেলতে দাও।
আমাকে আসতে দাও।
তাকে কিছু খেতে দিন।

এই ধরনের বাক্য গুলি ইংরেজি করার সময় Let কে ব্যবহার করা হয়। বাংলা বাক্যের শেষে “দাও, দিন” কথাটি যুক্ত থাকলে, তার ইংরেজি করার জন্য Let কে ব্যবহার করা হয়।
অর্থাৎ কাউকে কিছু করার অনুমতি দেওয়া বা নেওয়ার জন্য ইংরেজিতে Let কে ব্যবহার করা হয়।
Let – দ্বারা কাউকে কোন কাজের অনুমতি দেওয়া হয় এবং let-এর পরের verb-টি অবশ্যই simple form হবে।
Let দিয়ে Sentence Structure সাধারণত এই রকম হয়ে থাকে –
Let + me + verb এর present form + object
তবে বাক্যের Subject – Me, Us, Her, Him, Them ইত্যাদি হয়ে থাকে।

100 Daily use short sentences

100 English Questions & Answers

Daily use English Words

100 Daily use English Sentences

50 Daily use English words

Use of Modal Verbs

30 Days English speaking Challenge: ইংরেজি শিখতে গেলে কিংবা বলতে গেলে যেটা জানা খুবই প্রয়োজন তাহল Modal Verb, এরা Main Verb কে সাহায্য করে বলেই এদের কে Helping Verb ও বলে।

কেন এদেরকে Modal Verb বলা হয়?
These Verbs are called ‘Modal Verbs’ because they work according to the Mood of the Subject.
Subject বা কর্তার Mood অনুযায়ী এরা কাজ করে বলে এদেরকে Modal Verbs বলে।

For more watch the video:

Questions & Answers for Daily use

100 Daily use English Sentences

Daily use English Words

30 Days English speaking Challenge: Fluently English বলতে গেলে আপনাকে অবশ্যই vocabulary বাড়াতে হবে। Vocabulary বেশী না জানা থাকলে আপনি কখনোই অনর্গল ইংরেজি বলতে পারবেন না। তাই আজকে আমি আপনাকে প্রায় ১০০ টি ইংরেজি শব্দ শেখাব, যেগুলি আপনি ইংরেজি বলার সময় প্রতিদিন ব্যবহার করতে পারবেন। তাই অবশ্য শব্দগুলি মন দিয়ে শিখবেন। তবে শুধু ইংরেজি ওয়ার্ড জানলেই আপনি অনর্গল ইংরেজি বলতে পারবেন না। তার সাথে জানতে হবে ওয়ার্ড গুলিকে কিভাবে বাক্যে ব্যবহার করতে হয়। আজকে আমি আপনাকে শব্দগুলির পাশাপাশি কিছু বাক্যও শেখাব যেগুলি জানলে আপনার স্পোকেন ইংলিশের অনেক উন্নতি হবে। কারন এই বাক্যগুলি প্রায়ই ব্যবহার ইংরেজি বলার সময়।

Basic Spoken English sentences

English words with Bengali Meaning

How to use Helping Verbs?

100 English Questions & Answers

100 Basic Spoken English Sentences

Spoken English Vocabulary

Use of Do Does Did

30 Days English speaking Challenge

তুমি কি এখানে থাকো?
সে কি এখানে থাকে?
তুমি কি এখানে থাকতে?
এই ধরনের প্রশ্ন আমাদের সব সময়ই করতে হয় ইংরেজি বলতে গেলে। প্রথমে আমাদের জানতে হবে যে – কখন, কোথায় Do, Does, Did ব্যবহার করা হয়? Do, Does, Did এর সমস্ত ব্যবহার নিয়ে আমি আগেই একটা ভিডিও দিয়েছিলাম পারলে একবার দেখে নিতে পারেন। আজকে আমরা শিখব শুধুমাত্র কিভাবে প্রশ্ন করা হয় মানে Interrogative Sentence তৈরি করা হয়?

Do এবং Does ব্যবহার করা হয় Present Indefinite Tense এ। যদি Subject – I, we, you থাকে মানে First Person এবং Second Person থাকে তাহলে Do এর ব্যবহার হবে, আর যদি Subject Third Person Singular Number থাকে মানে He, she, It ইত্যাদি থাকে তাহলে Does এর ব্যবহার হবে। এটা তো গেল Grammar এর নিয়ম। আর এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। নাহলে ভুল হবেই।

Do, Does এর Past form হল ‘Did’, Did ব্যবহার করা Past Indefinite Tense এ।
তবে Did ব্যবহার করা হয় সব Person এর ক্ষেত্রেই, এখানে Subject – First Person না Second Person না Third Person Singular Number তা বিবেচনা করা হয় না। সবার ক্ষেত্রেই Did ব্যবহার করা হয়। এটা মনে রাখতে হবে।

50 Most common Questions

English Sentences for Kids

100 Sentences used in Daily life

Daily use Spoken English Words

101 Daily use Questions-Answers

Basic Helping Verbs

100 Daily use English Sentences

How to use WH-Words + Ever

Correct use of Preposition

Daily use English Sentences