Each Either Neither এর ব্যবহার

হয় সে যায় নাহলে আমি যাই।
Either she goes or I go.

উভয়ই সুন্দর নয়।
Neither is beautiful.

একেকজন একেক রকম।
Each one is different.

স্পোকেন ইংলিশ বলতে গেলে আমাদের এই ধরনের বাক্যগুলি সব সময় প্রয়োজন পড়ে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন এই সমস্ত বাক্যগুলির ইংরেজি ঠিকঠাক করতে পারেন না। যারফলে তার ইংরেজি আটকে যায় না হলে ভুল ইংরেজি করেন। যদিও এগুলির ইংরেজি খুবই সহজ। ভুল হবার একটাই কারন – তাহল আমাদের এই ধরনের বাক্যগুলি অভ্যাস না করা।

Distributive Pronoun

উপরেরে বাক্যগুলিতে আমরা Each, Neither, Either ব্যবহার করেছি। জানেন কি এদেরকে কি বলে? এদেরকে বলা হয় Distributive Pronoun.

যে Pronoun কিছু ব্যাক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে আলাদা আলাদা করে বোঝায় তাকে Distributive Pronoun বলে।
যাইহোক আজকে আমরা শিখব Each, Neither, Either এর ব্যবহার।

Each, Neither, Either এর ব্যবহার

Either – দুইয়ের মধ্যে এক

হয় সে যায় নাহলে আমি যাই।
Either she goes or I go.

Either এবং Neither সব সময় দুটি ব্যাক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহার করা হয়। Either মানে হল – দুয়ের মধ্যে যেকোন একটি। আর Neither মানে হল দুয়ের মধ্যে একটিও নয়

হয় সে বা আমাকে অবশ্যই যেতে হবে।
Either he or I must go.

আমি তাদের কাউকেই চাই না।
I don’t want either of them.

তুমি হয় আমার সাথে বা আমার বিপক্ষে থাকবে।
You’re either with me or against me.

# এখানে একটা জিনিস মনে রাখতে হবে – এখানে Verb সব সময় Singular হবে।

আমিও ঘুমাতে পারিনি।
I couldn’t sleep either.

আমিও ব্যস্ত নই।
I’m not busy either.

আমি এটাও করতে পারি না।
I can’t do that either.

তারা এটি পছন্দ করে না।
They don’t like this either.

Neither - দুটোর মধ্যে কোনোটাই নয়

মাছ বা মাংসও নয়।
Neither fish nor flesh.

ভালবাসা কেনা বা বেচা যায় না।
Love is neither bought nor sold.

সে বা তার বন্ধুরা ফিরে আসেনি।
Neither he nor his friends came back.

কলম বা পেন্সিল উভয়ই প্রকাশ করতে পারে না।
Neither pen nor pencil can express.

আমরা কেউই এটির কথা ভুলে যাইনি।
Neither of us forgot about it.

সেখানে খাবার বা পানীয় ছিল না।
There was neither food nor drink.

তাদের কারও টিকিট ছিল না।
Neither of them had their tickets.

তাদের বাড়ি বড় বা ছোট নয়।
Their house is neither big nor small.

তাদের কাউকেই খুশি দেখাচ্ছে না।
Neither of them looks happy.

আমি মদ বা ধূমপান করি না।
I neither drink nor smoke.

Each – প্রত্যেক / প্রতিটা

Each – প্রত্যেক / প্রতিটা বা বলতে পারেন – অনেকের মধ্যে প্রত্যেকটিকে বোঝাতে each ব্যবহার করা হয়।

আমরা একে অপরকে জানি।
We know each other.

তোমরা কি একে অপরকে চেন?
Do you know each other?

আমরা একে অপরকে ভালবাসি।
We love each other.

তারা একে অপরকে ঘৃণা করে।
They hate each other.

তারা কি একে অপরকে ভালবাসে?
Do they love each other?

আসুন একে অপরকে সাহায্য করি।
Let’s help each other.

আমি তোমাদের প্রত্যেককেই চিনি।
I know each one of you.

প্রতিটি কোণে একটি গর্ত কর।
Drill a hole in each corner.

প্রতিটি মানুষের তার সীমাবদ্ধতা আছে।
Each man has his limitations.

তার প্রতিটি হাতে বোতল ছিল।
She had a bottle in each hand.

প্রতিটি বাচ্চাকে একটি আপেল দিন।
Give an apple to each child.

তাহলে আপনারা শিখলেন কিভাবে Each, Neither, Either এর ব্যবহার করা হয়। আশা করি আর আপনাদের ইংরেজি বলার সময় সমস্যা হবে না। এবার আপনারা নিজেরাই এই ধরনের শত শত বাক্য তৈরি করতে পারবেন। চেষ্টা করুন এই বাক্যগুলি অভ্যাস করতে কারন এগুলি না বলতে পারলে আপনি কখনোই ভালো speaker হতে পারবেন না।