How to Ask Questions in English

How to Ask Questions in English – ইংরেজিতে প্রশ্ন করতে না পারলে কখনোই Fluently English বলা সম্ভব নয়। তাই আজকে আমি কিভাবে খুব সহজে ইংরেজিতে প্রশ্ন করা হয়। তার সাথে শিখব Wh-Question Words, যেমন – What, Who, Which, When, Where, How ইত্যাদির ব্যবহার। এগুলি শিখলে Spoken English অনেক সহজ হয়ে যাবে।

ইংরেজি শিখতে গেলে যেগুলি জানা অবশ্যই দরকারঃ

Wh-Question Words

How to ask Questions in English

এটা কি?What is this?
সে কোথায়?Where is he?
কখন লাঞ্চ হবে?When is lunch? 
তোমার মন খারাপ কেন?Why are you sad?
সে কে?Who is she?
আপনার বয়স কত?How old are you?
কোনটা আমার?Which one is mine?
ওটা কার বই?Whose book is that?
ক ‘টা বাজে?What time is it?
তারা কোথায় যাচ্ছে?Where are they going?
এটা কখন শেষ হবে?When will it end?
কেন তিনি চলে গেলেন?Why did he leave?
খেলা কে জিতেছে?Who won the game?
তুমি কতটা লম্বা?How tall are you?
কোন রং সেরা?Which color is best?
এটা কার থলে?Whose bag is this?
তোমার নাম কি?What’s your name?
বাথরুম কোথায়?Where’s the bathroom?
ক্লাস কখন শুরু হয়?When does class start?
পাখিরা কেন গান গায়?Why do birds sing?
তোমার বন্ধু কে?Who is your friend?
এটার দাম কত?How much does it cost?
উত্তর কোন দিকে?Which way is north?
এটা কার ধারণা ছিল?Whose idea was that?
আপনি কি খেয়েছেন?What did you eat?
সে কোথায় গেল?Where did she go?
তোমার জন্মদিন কবে?When is your birthday?
আকাশ নীল কেন?Why is the sky blue?
এই কেকটা কে বানিয়েছে?Who made this cake?
এটা কত দূর?How far is it?

Daily Use Questions for Beginners

How to ask Questions in English

কোন ড্রেসটা সুন্দর লাগছে?Which dress looks nice?
কার পালা?Whose turn is it?
আবহাওয়া কেমন?What’s the weather like?
তোমার বাড়ি কোথায়?Where’s your house?
মুভিটা কখন শুরু হয়?When does the movie start?
আপনি হাসছেন কেন?Why do you laugh?
তোমাকে কে ডেকেছে?Who called you?
তুমি কত দ্রুত দৌড়াতে পারো?How fast can you run?
কোন দল জিতবে?Which team will win?
তুমি কি চাও?What do you want?
তোমার পেন্সিল কোথায়?Where’s your pencil?
তুমি কখন পৌছেছ?When did you arrive?
তোমার দেরী হল কেন?Why are you late?
তোমার শিক্ষক কে?Who is your teacher?
সেখানে কতজন আছে?How many are there?
কোন বইটা আপনার?Which book is yours?
তোমার পছন্দের খাবার কি?What’s your favorite food?
নিকটতম এটিএম কোথায়?Where’s the nearest ATM?
পরবর্তী ট্রেনটি কখন আসবে?When is the next train?
কেন পাতা ঝরে?Why do leaves fall?
এই গানটা কে গেয়েছে?Who sang this song?
এতে কতক্ষণ সময় লাগবে?How long will it take?
কোন মুভি দেখতে হবে?Which movie to watch?
তোমার ব্যাগে কি?What’s in your bag?
নিকটতম ক্যাফে কোথায়?Where’s the nearest cafe?
সভাটি কখন হবে?When is the meeting?
কুকুর ঘেউ ঘেউ করে কেন?Why do dogs bark?
তোমার নায়ক কে?Who is your hero?
তোমার বাড়ি কত বড়?How big is your house?
কোন রেস্টুরেন্ট সেরা?Which restaurant is best?