Must এবং Have to এর সঠিক ব্যবহার

Correct use of Must and Have to | Must এবং Have to এর সঠিক ব্যবহার

Must এবং Have to এর সঠিক ব্যবহার

তোমাকে এটা করতে হবে। আজকে আমাকে যেতেই হবে। আপনাকে নিয়মগুলো মেনে চলতে হবে। তোমাকে ইংরাজি শিখতেই হবে। এই ধরনের বাক্যগুলো যখন আমাদেরকে ইংরাজি বলতে বা করতে হয়, তখন must ব্যবহার করব, না Have to ব্যবহার করব এই নিয়ে খুব confuse হয়ে যান অনেকে। তাই আজ আমরা শিখব must এবং have to এর সঠিক ব্যবহার।  অনেকেরই মনে করেন must এবং have to এর অর্থ এবং ব্যবহার একই। কিন্তু না, তা পুরোপুরি এক নয়। তাহলে চলুন ভাল করে শিখে নিই must এবং have to এর ব্যবহার।

প্রথমেই আমাদের জানতে হবে must এবং have to এর বাংলা অর্থ কি?
Must- অবশ্যই/ বাধ্য হওয়া
Have to- করতে হবে/ করতেই হবে
এখানে একটা কথা মনে রাখতে হবে যে, কোন কাজ অবশ্য করণীয় বুঝাতে must এবং Have to ব্যবহার হয়ে থাকে । মানে আপনার কাছে সেটা করা ছাড়া আর কোন পছন্দ বা option থাকবে না, আপনাকে কাজটি করতেই হবে। যদিও must এবং have to উভয়েই present tense এর বাধ্যবাদকতা বোঝায় তাও এরা উভয়েই যেন future tense নির্দেশ করে।

চলুন প্রথমে জেনে নিন Must কখন ব্যবহার করা হয়?

Must
Must দ্বারা যে কাজ করার কথা বলা হয় সেই কাজের বাধ্যবাধকতা আসে Subject বা কর্তার নিজের ভিতর থেকে, বাইরের কোন কিছু তাকে প্রভাবিত করে না।

আমি অবশ্যই বিষয়টি সম্পর্কে জানব।
I must know about the matter.

এখানে নিজের ইচ্ছেতেই আমি জানতে চাই, কেউ আমাকে জোর করছে না, তাই এখানে must ব্যবহার হবে।

Have To
Have to দ্বারা যে কাজ করার কথা বলা হয়, সেই কাজের বাধ্যবাধকতা আসে বাইরের দিক থেকে Subject বা কর্তার নিজের দিক থেকে নয়।
যেমন – সমাজ, ক্লাশ, অফিস, বিশ্ববিদ্যালয়, নিয়ম, ইত্যাদি থেকে, Subject বা কর্তার নিজের দিক থেকে নয়। অর্থাৎ যে কাজটির কথা বলা হয় সেটা Subject নিজ ইচ্ছায় সিদ্ধান্ত নেয় না।
উদাহারন-
আমাকে বাঙ্কে সময়মত পৌঁছাতে হবে।
I have to reach at bank in time.

আমাকে বাঙ্কে সময়মত পৌঁছাতে হবে। কিন্তু এখানে এটা আমার নিজের ইচ্ছে নেই কেউ আমাকে জোর করেছে যে আমাকে যেতে হবে সময় মত। তাই এখানে have to ব্যবহার হয়েছে।

Must এবং have to এর আরও কিছু ব্যবহার উদাহারন সহ শিখে নিইঃ

নিশ্চয়তা প্রকাশ করতে must এর ব্যবহার করা হয়।
উদাহারন-
বেড়ানোর পর তুমি অবশ্যই ক্লান্ত হয়ে পড়বে।
You must be tired after your journey.

আমি অবশ্যই কঠোর পরিশ্রম করব কারণ আমি প্রথমে হতে চাই।
I must study harder because I want to stand first.

আমাকে ব্যাপারটা সম্পর্কে অবশ্যই জানতে হবে।
I must know about the matter.

তোমার মেজাজ নিয়ন্ত্রন করা উচিত।
You must try to bridle your temper.

তোমার লোকটিকে চেনা উচিত।
You must know the man.

তার নিয়মগুলো অনুসরণ করা আবশ্যক।
She must follow the rules.

কোন কাজ অবশ্য করণীয় বা বাধ্যবাধকতা বুঝাতে must ব্যবহার করা হয়ে থাকে।
উদাহারন-
তাকে অবশ্যই এই কাজ করতে হবে।   
He must do this.

তোমাকে অবশ্যই বাড়ি যেতে হবে।
You must go home.

তাকে অবশ্যই অনেক পড়াশোনা করতে হবে।
He must study a lot.

যদি বাক্য বা Sentence টি negative বা নাবাচক হয় তাহলে must এর পরে not বসে বা সংক্ষেপে mustn’t  হয়।
উদাহারন-
তুমি কখনই এটা করবে না।
You must not do this.

তোমার এখানে পান করা উচিত নয়।
You mustn’t drink here.

তুমি তাকে অনুসরন করবে না।
You mustn’t follow him.

বাক্যে সম্ভাবনা বুঝাতে must এর ব্যবহার করা হয়ে থাকে।
উদাহারন-

    She must be sick.
    You must be happy.
    She must be tired.
    He must be unhappy.

চলুন এবার Have to এর ব্যবহার শিখি 
আমি আগেই বলেছিলাম-
Have to দ্বারা যে কাজ করার কথা বলা হয়, সেই কাজের বাধ্যবাধকতা আসে বাইরের দিক থেকে, Subject বা কর্তার নিজের দিক থেকে নয়।
কোন কাজের বাধ্যবাধকতা বুঝাতে have to এর ব্যবহার হয়ে থাকে।
উদাহারন-
তুমি যাওয়ার আগে অবশ্যই তোমার কাজটা শেষ করবে। 
You have to finish your work before you go.

তোমাকে অবশ্যই একদিনের মধ্যে বাড়ির কাজটি সম্পূর্ণ করতে হবে।
You have to complete your homework within one day.

আর একটা জিনিস এখানে মনে রাখা উচিত যে, বাংলা বাক্যের শেষে যদি “তে হবে” থাকে তখন have to বা has to বসে Person অনুযায়ী।
চলুন কিছু উদাহারন দেখা যাক-

আমাকে সেখানে যেতে হবে।
I have to go there.

তোমাকে চিঠিটা পড়তে হবে।
You have to read the letter.

তোমাকে একটা গল্প লিখতে হবে।
You have to write a story.

আমাকে তাকে সাহায্য করতে হবে।
I have to help her.

তাকে আইন মেনে চলতে হবে।
He has to obey the law.

আমাকে কাপড় ধুতে হবে।
I have to wash my clothes.

Subject বা কর্তা যদি 3rd Person Singular Number হয় তাহলে have to না হয়ে has to হবে।

কখনো কখনো ক্রিয়াকে আরও জোরালো করার জন্য must এবং have to একসাথে বসে।
যেমন-
আমাকে কাজটা করতেই হবে।
I must have to do the work.

আমাকে কথা রাখতেই হবে।
I must have to keep my word.

যদি বাক্যে কর্তা বা subject না থাকে তাহলে ক্রিয়া বা verb কে জোরালো করার জন্য must have to be বসে কিন্তু verb এর past participle হয়।

সন্ত্রাসবাদকে নিয়ন্ত্রণ করতেই হবে।
Terrorism must have to be controlled.

আইনের শাসন প্রতিষ্ঠা করতেই হবে।
The rule of law must have to be established.

যাইহোক আশা করি আপনাদের must এবং have to এর সঠিক ব্যবহার সম্পর্কে বোঝাতে পেরেছি।

1 thought on “Must এবং Have to এর সঠিক ব্যবহার”

Leave a comment