100 Questions & Answers in English

100 Questions & Answers in English: আপনি কি ইংরেজি বলতে পারেন না? আজকের ক্লাসটি আপনাকে দ্রুত ইংরেজি শিখতে সাহায্য করবে। আজকে আমি আপনাকে শেখাব বাছাই করা ৫০টি ছোট ছোট Daily use Question & Answer Sentences. ইংরেজি বলতে গেলে এগুলি আপনাকে জানতেই হবে। নাহলে আপনি ইংরেজি বলতে পারবেন না। কারন এই প্রশ্ন-উত্তর গুলি প্রতিদিন ব্যবহার হয় স্পোকেন ইংলিশে। এই প্রশ্ন-উত্তর গুলি অবশ্যই শিখে রাখুন, তাহলে আপনি অনর্গল ইংরেজি বলতে পারবেন।

ইংরেজি শিখতে গেলে যেগুলি জানা অবশ্যই দরকারঃ

100 Daily use Question & Answer

100 Questions & Answers in English:

ওটা কেমন ছিল?How’s that?
ওটা খুব ভালো ছিল।That was great.
  
আমি কেন?Why me?
কারন তুমি দক্ষ।Because you are skilled.
  
এখন কি?What now?
এখন আমাদের খেতে হবে।Now we have to eat.
  
কেন নয়?Why not?
কারন এটা জটিল। Because it’s complicated.
  
কে এটা করেছিল?Who did it?
এটা টম করেছিল। Tom did it.
  
এরপর কে?Who’s next?
এরপর জন। Then John.
  
এটা কার?Whose is this?
এটা টমের। It’s Tom’s.
  
কেন তাকে?Why him?
কারন সে এটা ভালো জানে।Because he knows it well.
  
এটা কী?What’s this?
এটা সোনা। This is gold.
  
কি জন্য?For what?
কারন দোকান বন্ধ। Because the shop is closed.
  
কখন আসতে হবে?When to come?
কাল আসতে হবে।Please come tomorrow.
  
তুমি কেন?Why you?
কারন আমি জানি। Because I know.
  
কেন ব্যবহার করতে হবে?Why to use?
কারন এটা ভালো।Because it’s good.
  
আমরা কেন?Why us?
কারন তোমরা আত্মীয়। Because you are relatives.
  
কেন পড়াশুনা করতে হবে?Why to study?
ভালো চাকরি পাবার জন্য। To get a good job.
  
কেন যেতে হবে?Why to go?
সেখানে অনেক কাজ আছে। There is a lot of work.
  
কত ঘনঘন?How often?
বছরে দুবার। Twice a year.

Most Common Questions & Answers

100 Questions & Answers in English:

তারপর কি?Then what?
তারপর যেতে হবে।Then you have to go.
  
কে খেয়েছে?Who ate?
সে খেয়েছে।He ate.
  
এটা কে?Who is it?
আমার বন্ধু।My friend.
  
কে এসেছিলো?Who came?
টম এসেছিল। Tom came.
  
আমি কে?Who am I?
তুমি একজন ডাক্তার।You are a doctor.
  
সে কে?Who is he?
সে একজন অভিনেতা।He is an actor.
  
তারা কারা?Who are they?
তারা আমার বন্ধু।They are my friends. 
  
তাতে কি?So what?
তাতে কিছু নয়। It is nothing.
  
এমন কেন?Why so?
কারন এটাই নিয়ম।Because it is the rule.
  
কি পড়াশুনা করতে হবে?What to study?
এবার ইংরেজি পড়তে হবে। Now you have to study English.
  
কত দূর?How far?
অনেক দূর।Far away. 
  
তারপর কবে?Then when?
তারপর পরের মাসে। Then next month.
  
বয়স কত?How old?
দশ বছর।Ten years.
  
এখন কেন?Why now?
কারন তাড়া আছে। Because there is a hurry.
  
কি খবর?What’s up?
খবর ভালো। The news is good.
  
আর কি?What else?
আর কিছু নয়। Nothing else.
  
কি হয়েছে?What happened?
কিছু হয়নি।Nothing happened.

100 Spoken English Questions & Answers

100 Questions & Answers in English:

কি ব্যাপারে?What about?
চাকরির ব্যাপারে। About job.
  
কি বিরক্তিকর?How annoying?
সত্যি এটা বিরক্তিকর। It’s really annoying.
  
কি যদি?What if?
কিছু না। Nothing. 
  
কতগুলো?How many?
প্রায় দশটি। About ten.
  
তাদের কেন?Why them?
কারন তারা জানে। Because they know.
  
কতক্ষণ?How long?
রাত পর্যন্ত। Till night. 
  
ওটা কী?What’s that?
ওটা আমার চাবি। That’s my key.
  
উনি কে?Who’s that?
সে আমার সহকর্মী। He is my colleague.
  
কিভাবে যাব?How to go?
ট্রেনে করে যাব। We will go by train.
  
ওটা কী?What’s that?
ওটা আমার বাক্স। That’s my box.
  
কখন থেকে?From when?
কাল থেকে। From tomorrow. 
  
কে জানে?Who knows?
সে জানে। He knows.
  
এখন কে?Who now?
এখন সে।Now he.
  
কত?How much?
একটার দাম দশ টাকা।One is ten rupees.
  
আর কিছু?Anything else?
না, আর কিছু নয়।No, nothing else.
  
কে পাত্তা দেয়?Who cares?
কেউ পাত্তা দেয় না। Nobody cares.
  
কে হাসছে?Who is laughing?
টম হাসছে। Tom is laughing.