100 Two Words English Sentences

100 Two Words English Sentences: আজকে আমি আপনাকে শেখাব মাত্র ২-৩ টি Word দিয়ে তৈরি এমন ১০০টি বাক্য। যারা নতুন ইংরেজি শিখছেন তাদের কাছে এটি একটি স্পেশাল ক্লাস। এগুলি শিখে রাখলে আপনার স্পোকেন ইংলিশের অনেক উন্নতি হবে। তারসাথে আপনি দ্রুত ইংরেজি বলতে শিখবেন। এবং ইংরেজি আপনার কাছে অনেক সহজ মনে হবে। স্পোকেন ইংলিশে এই বাক্যগুলি সব সময় ব্যবহার হয়। তাই আপনি এই বাক্যগুলি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক –

ইংরেজি শিখতে গেলে যেগুলি জানা অবশ্যই দরকারঃ

Two Words English Sentences

100 Two Words English Sentences:

1All right.ঠিক আছে।
2Allow me.আমাকে অনুমতি দাও।
3Ask her.তাকে জিজ্ঞাসা কর।
4Ask yourself.নিজেকে জিজ্ঞাসা করুন।
5Bad luck.দুর্ভাগ্য।
6Be calm.শান্ত হও।
7Be quiet.শান্ত হও।
8Bring food.খাবার আনো।
9Catch it.এটা ধরো।
10Cheer up.উৎসাহিত করা। আনন্দ করুন।
11Come fast.তাড়াতাড়ি এসো।
12Come on.চলে এসো।
13Doesn’t matter.ব্যাপার না। কিছু যায় আসে না।
14Don’t blame.দোষ দিও না।
15Don’t bother.বিরক্ত করবে না।
16Don’t hesitate.দ্বিধা করবেন না। খেতে বসে অনেকেই লজ্জা করা করেন। তো তার লজ্জা দূর করা জন্য আপনি এটা বলতে পারেন।
17Don’t stop.থামবে না।
18Don’t talk.কথা বলবে না।
19Enjoy yourself.নিজেকে উপভোগ কর।
20Find her.তাকে খোঁজ। Female অর্থে আমরা ইংরেজি বাক্যে ‘her’ কে ব্যবহার করে থাকি।
21Find him. (male)তাকে খুঁজে বের করুন। (পুরুষ)
22Finish it.শেষ কর।
23Follow him. (male)তাকে অনুসরণ করুন। (পুরুষ)
24Follow me.আমাকে অনুসরণ কর।
25Follow them.তাদের অনুসরণ কর।

Daily Use English Sentences

100 Two Words English Sentences:

26Forgive me.আমাকে ক্ষমা কর।
27Give it up.বাদ দাও। ছেড়ে দাও।
28Good evening.শুভ সন্ধ্যা।
29Good luck.শুভকামনা রইল।
30Good morning.সুপ্রভাত, শুভ সকাল।
31Good night.শুভ রাত্রি।
32Have your food.তোমার খাবার খাও।
33He arrived on time. He arrived in time.তিনি যথাসময়ে এসেছিলেন।
34I am on my way.আমি আমার পথে।
35I apologize.আমি ক্ষমা প্রার্থনা করছি।
36It’s alright.ঠিক আছে।
37It’s great.এটা দারুণ।
38It’s ok.ঠিক আছে।
39Join me.আমার সাথে এসো।
40Just now.এক্ষুনি।
41Keep in touch.যোগাযোগ রেখো। অনেক সময় কারো সাথে দেখা হলে তার থেকে আমরা মোবাইল নাম্বার নিই। তখন তাকে বলি – যোগাযোগ রেখো।
42Keep left.বাম দিক ঘরে।
43Keep right.ডান দিক ধরে।
44Leave it.এটা ছেড়ে দাও।
45Let’s meet.চলো দেখা করি।
46Look around.চারপাশে তাকাও।
47Love me.আমাকে ভালোবাসো।
48Marry me.আমাকে বিয়ে কর।
49Next time.পরের বার।
50No problem.কোন সমস্যা নেই।

Daily Use Two Words English Sentences

100 Two Words English Sentences:

51Not her. (Female)তাকে না।
52Not him. (Male)তাকে নয়।
53Not me.আমি না।
54Now read.এখন পড়।
55OK OK – ঠিক আছে। অনেক সময় কোন জিনিস পছন্দ না হলেও সেটা বলা যায় না যে সেটা পছন্দ নয়। তখন আমরা বলি – OK OK
56Okay then.ঠিক আছে তাহলে।
57Only two.মাত্র দুটি।
58On-offকখনো কখনো
59Promise me.আমাকে কথা দাও।
60Put on. পরে নাও।
61Right here.এখানেই।
62Right there.ঠিক সেখানেই।
63Run fast.দ্রুত দৌড়।
64Runaway.পালিয়ে যাও।
65See ahead.সামনে দেখুন।
66See you.দেখা হবে।
67Smile please.দয়া করে হাসুন।
68So so ঠিক ঠাক
69Speak gently.ভদ্রভাবে কথা বল।
70Stay awake.জেগে থাক।
71Stop that.এটা বন্ধ কর।
72Stop this.এটা বন্ধ কর।
73Take off.খুলে ফেলা। ছাড়া। প্লেন যখন মাটি ছেড়ে উপরে ওঠে, এই পদ্ধতিটিকে বলে Take off.
74Talk slowly.ধীরে কথা বল।
75Tell something.কিছু বল।

Shorts Sentences in Bengali

100 Two Words English Sentences:

76Thank you.ধন্যবাদ।
77That’s alright.ঠিক আছে।
78That’s amazing.এটা আশ্চর্যজনক।
79That’s true.সেটা সত্য।
80That’s wonderful.এটা চমৎকার।
81Think again.আবার চিন্তা কর।
82Think twice.আবার ভাব।
83Too good.খুব ভাল।
84Too much.অনেক বেশি।
85Turn around.ঘুরে দাঁড়াও।
86Turn left.বাম দিকে ঘুরুন।
87Turn right.ডান দিকে ঘুরুন।
88Very good.খুব ভালো।
89Very well.খুব ভাল।
90Walk ahead.সামনের দিকে হাঁটা।
91Walk away.দূরে চলে যান।
92Walk behind.পিছনে হাঁটা।
93Walk slowly.আস্তে হাঁটো।
94Watch out.সতর্ক থেকো। সাবধান।
95Write it.এটা লেখ।
96You have this.তোমার এটা আছে।
97Your turn.তোমার পালা।
98Don’t comeএসো না।
99Stop thereওখানেই থামো।
100It’s oursএটা আমাদের।
101Drive slowlyআস্তে গাড়ি চালান।
102Wait outsideবাইরে অপেক্ষা করো।