35 Daily use English sentences with Bengali meaning
The post is presenting daily use English sentences with Bengali meaning valuable information but also try to cover the following subject:
-English sentences with Bengali meaning
-Spoken English Bangla
-Basic English Phrases
অনেকেই মনে করেন ইংরেজি গ্রামার জানলেই খুব সহজে ইংরেজি বলা যায়। আসলে কিন্তু এটা ঠিক নয়। কারন গ্রামার আপনাকে Perfect করে। কিন্তু বাক্য আপনাকে ইংরেজি বলতে শেখায়। এমন অনেক বাক্য আছে যেগুলি শুনে শুনে শিখতে হয়। তাই ইংরেজি শোনার অভ্যাস করুন। এবং কিছু কিছু মনে রাখার চেষ্টা করুন। তাহলেই আপনি দ্রুত ইংরেজি বলতে শিখবেন। আজকে আমি আপনাকে কিছু বাক্য শেখাব যা আপনার প্রতিদিন কাজে লাগবে।
আমি অত্যন্ত খুশি। / আমি খুব খুশি।
I’m so happy.
# এখানে ‘so’ কে ব্যবহার করা হয়েছে ‘অত্যন্ত’ বা ‘খুব’ বোঝাতে।
খুব কম লোকই তাই মনে করে।
Few people think so.
# আবার এখানে ‘so’ কে ব্যবহার করা হয়েছে ‘তাই’ বোঝাতে।
ইংরেজিতে একটা word কে নানাভাবে ব্যবহার করা হয়ে থাকে এবং তাদের অর্থও নানা রকম হয়। ইংরেজি বলার সময় এগুলি আপনাকে খুব ভালো করে খেয়াল করতে হবে।
তারা আমাকে তা বলেনি।
They didn’t tell me so.
# এখানে ‘so’ এর অর্থ ‘তা’
তিনি খুব স্মার্ট, তাই সবাই তাকে পছন্দ করে।
He’s very smart, so everybody likes him.
তার বয়স প্রায় চল্লিশ।
He is about forty.
আগামীকাল কেমন হবে?
How about tomorrow?
এটা নিয়ে চিন্তা করবি না।
Don’t worry about it.
সে চলে যাচ্ছে।
She is about to leave.
# মানে সে প্রায় চলে যাচ্ছে।
এক কাপ চা হলে কেমন হয়?
How about a cup of tea?
যখন কোন কাজ খুব কঠিন মনে হয়, অনেক সময় আমরা সেই কাজটা ছেড়ে দিই শেষ না করে। খুব সহজ কথায় বললে এটাকে বলে – হাল ছেড়ে দেওয়া।
আমরা একটা কথা খুব ব্যবহার করি –
হাল ছাড়বেন না!
Don’t give up!
Give up – হাল ছেড়ে দেওয়া। এটা একটা ‘Phrasal Verb’
আমি হাল ছেড়ে দিলাম – উত্তরটা বল!
I give up – tell me the answer!
এইভাবে প্রতিদিনের জীবনে word বা phrase গুলি ব্যবহার করুন। তাড়াতাড়ি ইংরেজি বলতে শিখবেন।
এটা তোমার উপর নির্ভর করছে।
It’s up to you.
আমার কিছু কাগজ দরকার।
I need some paper.
আমার কিছু ইংরাজির বই আছে।
I have some English books.
আমি আরো কিছুটা কফি চাই।
I’d like some more coffee.
তারা সবাই সেখানে গেল।
All of them went there.
তাদের সবাই গরীব নয়।
All of them are not poor.
আমি তাদের কাউকে পছন্দ করি না।
I don’t like any of them.
Could কে নানাভাবে বাক্যে ব্যবহার করা হয়
আমি কি তোমাকে সাহায্য করতে পারি?
Could I help you?
Could হল ‘can’ এর simple past form এবং এটি একটি Modal Verb
Could কে নানাভাবে বাক্যে ব্যবহার করা হয় – যেমন
আমি কি মিঃ জনের সাথে কথা বলতে পারি?
Could I speak to Mr. John, please?
# এখানে Permission অর্থে ব্যবহার করা হল।
তুমি কি আমাকে 10 ডলার ধার দিতে পার?
Could you lend me 10 dollars?
# এখানে Request করা অর্থে ব্যবহার হল।
সে এখন যে কোনও সময় আসতে পারে।
He could arrive anytime now.
# এখানে ‘Could’ কে Possibility অর্থে ব্যবহার করা হয়েছে।
Could কে নানাভাবে বাক্যে ব্যবহার করা হয়, ইংরেজি বলতে গেলে আপনাকেও খুব ভালো ভাবে এর ব্যবহার শিখতে হবে।
‘না’ বলা শিখুন
জীবনে চলতে গেলে ‘না’ আপনাকে বলতেই হবে। তাই ‘না’ বলা শিখুন। আমি কয়েকটি উদাহরন দিলাম, আশা করি কাজে লাগবে।
কেউ জানে না।
No one knows.
আমার কাছে টাকা নেই।
I have no money.
কেউ যুদ্ধ পছন্দ করে না।
No one likes war.
আমার আজ অফিস নেই।
I have no office today.
তার বিরোধিতা করবে না।
Don’t oppose him.
Oppose – বিরোধিতা করা, বাধা দেওয়া
Learn More Daily Use English Sentences
আমি তাকে দৌড়াতে দেখলাম।
I saw him running.
সে তার জন্য রান্না করে।
She cooks for him.
আমি কখনই তার সাথে দেখা করি নি।
I’ve never met him.
তুমি কি একমাত্র সন্তান?
Are you an only child?
আমি কেবল দুই ঘন্টা ঘুমিয়েছি।
I only slept two hours.
আমি কেবল পাঁচ ডলার খরচ করেছি।
I only spent five dollars.
সে আমাকে দুটি বই ধার দিয়েছিল।
He lent me two books.
‘Lent’ হল past and past participle of ‘lend’
সকাল ছয়টা বাজে।
It’s six o’clock in the morning.
সে তোমার চেয়ে দু’বছরের বড়।
She is two years older than you.