60 Most Common Questions in English – আপনি কি ইংরেজিতে অনর্গল কথা বলতে চান? তাহলে আপনাকে শিখতে হবে ইংরেজিতে প্রশ্ন করা। মানে কিভাবে ইংরেজিতে প্রশ্ন করতে হয় সেটা আপনাকে অবশ্যই শিখতে হবে। ইংরেজি বলার সময় প্রশ্ন না করতে পারলে আপনার conversation দীর্ঘ হবে না। ইংরেজিতে প্রশ্ন করতে পারলে আপনি অনর্গল ইংরেজি বলতে পারবেন। তাই আজকে আমি আপনাকে শেখাব এমন কিছু ইংরেজি প্রশ্ন যেগুলি ইংরেজিতে কথা বলতে গেলে বার বার ব্যবহার হয়। এগুলি জানলে আপনার স্পোকেন ইংলিশের অবশ্যই উন্নতি হবে।
30 Days English speaking Challenge
আজকে আমাদের স্পোকেন ইংলিশের তিন নম্বর ক্লাস, এর আগের দুটি ক্লাস মিস করে থাকলে অবশ্যই দেখে নেবেন। 30 Days English speaking Challenge – এই ৩০টি স্পোকেন ইংলিশ ক্লাস করলে আপনি ইংরেজিতে কথা বলতে শিখে যাবেন। তাই মন দিয়ে ক্লাসগুলি করুন এতে আপনার ইংরেজির অনেক উন্নতি হবে।
ইংরেজি শিখতে গেলে যেগুলি জানা অবশ্যই দরকারঃ
Learn 60 Most Common Questions in English
আপনাকে কেউ বলল যে – সে একটা জায়গায় বেড়াতে যাবে। তখন আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন –
তুমি কি ট্রেনে যাবে?
Will you go by train?
আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন এবং দেখলেন এক জায়গায় ঝামেলা হচ্ছে, তখন সেখানে দাঁড়িয়ে থাকা কাউকে এইভাবে জিজ্ঞেস করতে পারেন –
তুমি কি কারণটা জানো?
Do you know the reason?
আপনি কোন একটা জায়গা খুঁজে পাচ্ছে না – তখন কাউকে এইভাবে জিজ্ঞেস করতে পারেন –
জাদুঘর কোথায়?
Where’s the museum?
আমরা জানি কোনকিছু পারা অর্থে আমরা Can কে ব্যবহার করে থাকি, সেটা খেলা হতে পারে, সাঁতার কাটা, গাড়ি চালানো ইত্যাদি হতে পারে, যেমন –
তুমি কি গাড়ী চালাতে পারো?
Can you drive a car?
তুমি কি করছো?
What are you doing?
এতে কতক্ষণ সময় লাগবে?
How long will it take?
তুমি কি আরও ধীরে চালাতে পারো?
Could you drive more slowly?
গল্পটা কি?
What is the story?
আমি কি এটা খেতে পারি?
Can I eat this?
সে কী বলেছিলো?
What did he say?
তুমি কি আমাদের ক্লাবে যোগ দেবে?
Will you join our club?
এটা কখন শুরু হয়?
When does it begin?
ফুলদানিটা কে ভেঙেছে?
Who broke the vase?
সে কি ইংরেজি বলতে পারে?
Can he speak English?
এক কাপ চা হলে কেমন হয়?
How about a cup of tea?
মুভিটা কি ভালো ছিল?
Was the movie good?
তুমি কি এর উত্তর দিতে পারবে?
Can you answer this?
কি হচ্ছে?
What is going on?
লেকের গভীরতা কত?
How deep is the lake?
তুমি মিথ্যা বলো কেন?
Why do you lie?
তুমি কি আমাকে পথটা বলতে পারবে?
Could you tell me the way?
Basic Questions for conversations
ব্যথা কোথায়?
Where is the pain?
তুমি কি এটা সামলাতে পারবে?
Can you handle it?
তুমি কি কিনেছিলে?
What did you buy?
তুমি কি আসতে পারবে?
Can you come?
তুমি সেখানে কার সাথে দেখা করেছিলে?
Who did you meet there?
বাসের ভাড়া কত?
What’s the bus fare?
তুমি ঠিক আছো তো?
Are you all right?
আপনি কি ওটা আবার বলবেন?
Could you repeat that?
সমস্যাটা কি?
What is the problem?
আমরা কি একান্তে কথা বলতে পারি?
Can we talk in private?
সে কি এ বিষয়ে কিছু বলেছে?
Did he say anything about it?
তুমি কি সেখানে যাবে?
Will you please go there?
তুমি কখন ফিরলে?
When did you return?
তুমি কি মেইল করে এটি পাঠাবে?
Will you send it by mail?
কে দরজা খোলা রেখে গেল?
Who left the door open?
তুমি কি আমাদের সাথে যাবে?
Will you go with us?
তুমি কি রান্না করতে পছন্দ কর?
Do you like cooking?
তুমি কখন যাবে?
When will you leave?
তোমার কি কোনো আঠা আছে?
Do you have any gum?
আজ কি বৃষ্টি হবে?
Will it rain today?
Daily use most common Questions
তোমার কি জ্বর আছে?
Do you have a fever?
ডেস্কে কি আছে?
What is in the desk?
তুমি কি পিয়ানো বাজাতে পারো?
Can you play the piano?
তুমি কি সম্পর্কে কথা বলছ?
What’re you talking about?
আমরা কোথায় দেখা করব?
Where will we meet?
তুমি কি টাকা চাও?
Do you want money?
সে কি আসবে?
Will she come?
তুমি কি চাও?
What do you want?
সে কি আবার ব্যর্থ হয়েছে?
Has he failed again?
তোমার কি দরকার?
What do you need?
তুমি কি বাইরে যাওনি?
Didn’t you go out?
কি ব্যাপার?
What’s the matter?
তুমি কি এটা খুঁজে দিতে পার?
Can you find it?
ক ‘টা বাজে?
What time is it?
সে কি এখনো এসেছে?
Has he come yet?
তুমি কি তুষার পছন্দ কর?
Do you like snow?
তুমি কি তাকে আমন্ত্রণ জানিয়েছিলে?
Did you invite him?
তুমি কি কথা বলা বন্ধ করবে?
Will you stop talking?
তুমি কখন পড়াশোনা কর?
When do you study?
কাল কি গরম পড়বে?
Will it be hot tomorrow?
আপনি এটা কখন কিনলেন?
When did you buy it?
আমি কি টিভিটা চালু করতে পারি?
Can I turn on the TV?
কেন জিজ্ঞেস করছ?
Why do you ask?
আমি কি তোমার পেন্সিল ব্যবহার করতে পারি?
Could I use your pencil?
60 Most Common Questions in English – আপনার যদি ইংরেজিতে কথা বলার ইচ্ছে থেকে থাকে, তাহলে এই প্রশ্নগুলি অবশ্যই মন দিয়ে শিখুন। কারন এই প্রশ্নগুলি প্রতিদিন ব্যবহার হয় আমাদের জীবনে। এইজানা থাকলে আপনি অবশ্যই ইংরেজি বলতে পারবেন। আপনি অনায়াসে আরও অনেক এই ধরনের প্রশ্ন নিজে থেকে তৈরি করতে পারবেন। এতে আপনার ইংরেজির অনেক উন্নতি হবে। তবে একটা কথা বলে রাখি –ইংরেজি বলতে গেলে অবশ্যই প্রতিদিন অভ্যাস করতে হবে। না হলে ইংরেই বলা সম্ভব নয়।