70 Spoken English Sentences

70 Spoken English Sentences: অনেক চেষ্টা করেও ইংরেজি বলতে পারছেন না? তাহলে এই ভিডিওটি আপনাকে হেল্প করবে। তাহলে দেখে নেওয়া যাক কি করলে আপনি দ্রুত ইংরেজি বলতে শিখবেন? প্রথম দিকে ইংরেজি শেখার সময় আপনাকে ছোট ছোট বাক্যের উপর খুব গুরুত্ব দিতে হবে। বিশেষ করে সেই বাক্যের উপর যেগুলি প্রতিদিন আমাদের জীবনে কথা বলার সময় ব্যবহার হয়। বাক্যগুলি ছোট এবং সহজ সরল হলে আপনি তাড়াতাড়ি শিখতে পারবেন। এতে আপনার ইংরেজি শেখার ইচ্ছে অনেক বেড়ে যাবে। কিন্তু আপনি যদি বড় বড় বাক্যে প্রথম দিকে জোর দেন। তাহলে ইংরেজি কঠিন মনে হবে এবং ইংরেজি শেখার ইচ্ছেটাই চলে যাবে। একবার ছোট ছোট বাক্য শিখতে পারলে – আপনি নিজেই বড় বড় বাক্য তৈরি করতে পারবেন। ইংরেজি অভ্যাস না করলে শিখতে পারবেন না। তাই নিয়মিত অভ্যাস করুন। আপনি জানেন কি ছোট ছোট বাক্য দিয়ে সুন্দর করে ইংরেজি বলা যায়?

ইংরেজি শিখতে গেলে যেগুলি জানা অবশ্যই দরকারঃ

Daily Use Spoken English Sentences

70 Spoken English Sentences

আমি চা পছন্দ করি। I like tea.
S+V+O
আমি ওকে পছন্দ করি। I like him.
প্রত্যেকে সেটা দেখেছিলো। Everyone saw it.
এটা Past Tense – তাই এখানে V2 কে বসাতে হবে।
S+V2+O
তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে – বাক্যটি Past Tense এ হলে Verb এর Past form কে বসাতে হবে।
আমি ফিরে এলাম। I came back.

এটি গুরুত্বপূর্ণ না। It is not important.
এটা Negative Sentence – S+V+not+O
আমার তেষ্টা পায়নি। I am not thirsty.
আমি কাঁদি না। I don’t cry.

আপনারা কি ডাক্তার? Are you doctors?
এটা Interrogative Sentence বা প্রশসুচক বাক্য, ইংরেজি বলতে আপনাকে অবশ্যই প্রশ্ন করাও শিখতে হবে।
তোমার হাতে সময় আছে? Do you have time?
কে খেয়েছে? Who ate?
তাহলে? Then what?

English Sentences for Beginners

70 Spoken English Sentences

জন রেগে গেছিলো।John got angry.
আমি সেটা শুনেছি।I’ve heard that.
আমাকে ছেড়ে দাও।Leave me.
সে খুব অসুস্থ।He is very sick.
জন নাক ডাকে।John snores. Snore – নাক ডাকা
আমাকে তলোয়ারটা দাও।Give me the sword.
আমি পড়তে পারি।I can read.
তুমি কথা বলতে পারো।You may speak.
এটা ব্যবহার করো।Use this.
তুমি পড়তে পারো?Can you read?
আমি খেলাধুলায় খারাপ।I’m bad at sports.
আমি কাশছিলাম।I was coughing.
আমাকে ছেড়ে দিন।Let me go.
ওটা আমার ভাই।That’s my brother.
কেউই এটা জানতো না।No one knew it.
সে লাফ দিলো।He jumped.
এটা নতুন।This is new.
আমি একলা হয়ে যাবো।I’ll get lonely.
জন হাসলো।John smiled.
কিছুই পাল্টালো না।Nothing changed.
শীত আসছে।Winter is coming.
জন ভেতরে এলো।John came inside.
আমরা ডিম খেয়েছি।We ate eggs.
আমার একটা মেয়ে আছে।I have a daughter.
এটা তাকে দাও।Give it to him.
জন শ্বাস নিল।John inhaled.
এটা ভুল।It’s just wrong.
এটা চমৎকার হবে। It’ll be wonderful.
জনের উপর নজর রাখো।Watch John.
কী হয়েছে?What’s happened?

Bangla to English speaking course

70 Spoken English Sentences

জোরে বলো।Speak up.
ওটা আমার।That is mine.
সে একটু বেশিই তাড়াতাড়ি খায়।He eats too fast.
এখানে বসো।Sit here.
আমার কাছে প্রমাণ আছে।I have evidence.
আবার এসো।Come again.
এই নাও তোমার ব্যগ।Here is your bag.
বিদায়।Goodbye.
আমি এখানে খাচ্ছি।I’m eating here.
অপেক্ষা করবে না।Don’t wait.
অনুগ্রহ করে এখানেই থাকুন।Please stay here.
সে রেগে গেছিলো।She got angry.
ওটার বয়স কত?How old is that?
আমি দৌড়াতে পারি।I can run.
আমাকে মিথ্যা বলবে না।Don’t lie to me.
সে চিৎকার করছে।He is yelling.
তুমি ডেকেছিলে? You called?
এখানেই থামুন।Stop right here.
আর কিছু? Anything else?
আপনি কেমন আছেন?How are you?
জন নিরাশ্রয়।John is homeless.
তাই বুঝি? Is that so?
আমার সময় আছে।I have time.
আমার ওই ব্যাগটা চাই।I want that bag.
জন হাততালি দিলো।John clapped.
আমি বাড়িতে আছি।I’m in the house.
জন আসছে।John is coming.
এর দাম কত?What does it cost?
আমরা ডাক্তার।We are doctors.
আমার শীত করছে।I feel cold.
অবশ্যই।Of course.