Uses of May and Might in Bengali

Uses of May and Might in bengali

সম্ভাবনা অর্থে May এবং Might ব্যবহার করা হয়, আবার অনুমতি বোঝাতেও May ব্যবহার করা হয়।  আবার কখনো wish বা ইচ্ছা অর্থে May ব্যবহার করা হয়ে থাকে। Might হল May এর Past form, তবে কোন সৌজন্য প্রকাশ করতে Present এবং Past Tense এ Might ব্যবহার করা হয়ে থাকে।

Learn the uses of May and Might through Bengali. খুব সহজে ইংলিশ গ্রামার শিখুন বাংলায়।

May এবং Might কোথায় ব্যবহার করা হয়?

Uses of May and Might in Bangla

সম্ভাবনা অর্থে বা সুযোগের কথা বলতে :

যেমন:
তুমি যেতে পারো।
You may go.

আমি ভুলে যেতে পারি।
I may forget.

সে সফল হতে পারে।
He may succeed.

সে অফিসে হতে পারে।
He might be in the office.

আমি আহত হতে পারতাম।
I might have been hurt.

তুমি তার চাবিটি হারিয়ে থাকবে।
You may have lost his key.

সে কাল সকালে আসতে পারে।
He might come tomorrow morning.

আমি আজ স্কুলে যেতে পারতাম।
I might go to school.

এটা সত্যি হতে পারে।
It may be true.

অনুমতি অর্থে:

আমি কি ভেতরে আসতে পারি?
May I come in?

তুমি এখন বাড়ি যেতে পারো।
You may go home now.

এক কাপ চা পেতে পারি কি?
May I have a cup of tea?
May I get a cup of tea?

তুমি ভেতরে আসতে পারো।
You may come in.

না, তুমি আসতে পারো না।
No, you may not.

আমি কি তোমাকে সাহায্য করতে পারি?
May I help you?

ইচ্ছা অর্থেঃ

তুমি সুখী হও।
You may be happy.

ঈশ্বর আপনার সহায় হোন।
May god help you?

তুমি দীর্ঘজীবী হও।
May you live long.

অনুরোধ করার সময় কিংবা অনুমতি নেবার সময় May ব্যবহার করা হয়।

May I help you?
আমি কি আপনাকে সাহায্য করতে পারি?

May I talk to you?
আমি কি তোমার সাথে কথা বলতে পারি?

May এবং Might এর মধ্যে পার্থক্য কি?

যখন কোন ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকে তখন Might ব্যবহার করা হয়ে থাকে। মানে কোন ঘটনা ঘটতে পারে কিন্তু তার সম্ভাবনা খুব কম এই অর্থে Might ব্যবহার করা হয়ে থাকে।

It may rain today.
আজ বৃষ্টি হতে পারে।

It might rain today. (এটাতে সম্ভাবনা খুব কম)
আজ বৃষ্টি হতে পারে।

না বাচক বাক্যে May এবং Might ব্যবহার করা হয়।

যেমন –
He may not come today.
সে আজ নাও আসতে পারে।

He may not answer the question.
তিনি প্রশ্নের উত্তর নাও দিতে পারেন।

I might not go.
আমি নাও যেতে পারি।

It might not be possible.
এটা সম্ভব নাও হতে পারে।

Can’t এবং May not এর মধ্যে পার্থক্য কি?

অপেক্ষাকৃত কম সম্ভাবনা বোঝাতে May not ব্যবহার করা হয়।
যেমন-
He may not come to school.
সে স্কুলে নাও আসতে পারে।

আর কোন কিছু ঘটা একেবারেই সম্ভব নয় বোঝাতে can’t ব্যবহার করা হয়।
যেমন-
He can’t be playing.
সে খেলতে পারে না।

আবার
He can’t be reading.
সে পড়তে পারে না।

May এবং Might এর আরও কিছু ব্যবহার

May I go?
আমি কি যেতে পারি?

May I eat?
আমি কি খেতে পারি?

You may go.
তুমি যেতে পার।

It may rain.
বৃষ্টি হতে পারে।

May I begin?
আমি কি শুরু করতে পারি?

May I smoke?
আমি কি ধূমপান করতে পারি?

You may sit.
আপনি বসতে পারেন।

May I ask why?
আমি কি জিজ্ঞেস করতে পারি কেন?

May we go now?
আমরা কি এখন যেতে পারি?

I may be wrong.
আমার ভুল হতে পারে।

May I eat this?
আমি কি এটি খেতে পারি?

May I sit here?
আমি কি এখানে বসতে পারি?

May I use this?
আমি কি এটি ব্যবহার করতে পারি?

You may refuse.
আপনি অস্বীকার করতে পারেন।

May I go to bed?
আমি কি বিছানায় যেতে পারি?

May I leave now?
আমি কি এখন চলে যেতে পারি?

May I try it on?
আমি কি এটি চেষ্টা করতে পারি?

It may rain soon.
শীঘ্রই বৃষ্টি হতে পারে।

May I call later?
আমি কি পরে ফোন করতে পারি?

May I see your ID?
আমি আপনার আইডি দেখতে পারি?

How may I help you?
আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

May I borrow a pen?
আমি কি কলম ধার নিতে পারি?

 

এবার চলুন Might এর ব্যবহার শেখা যাক

She might come.
সে আসতে পারে।

He might not be happy.
সে খুশি নাও হতে পারে।

I might be a few minutes late.
আমার কয়েক মিনিট দেরী হতে পারে।

I might be taller than you.
আমি তোমার চেয়ে লম্বা হতে পারি।

It might be true.
এটা সত্য হতে পারে।

He might be useful to us.
সে আমাদের কাছে দরকারী হতে পারে।

He might be back.
সে ফিরে আসতে পারে।

I might say yes.
আমি হ্যাঁ বলতে পারি।

It might happen.
এটা ঘটতে পারে। /এটা হতে পারে।

আপনি যদি ইংরেজি গ্রামারে দুর্বল হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে খুব সহজে ইংরেজি গ্রামার শিখতে পারবেন। আমরা সব সময় চেষ্টা করি খুব সহজে এবং কম সময়ে ইংরেজি শেখাতে। এখান থেকে আপনি খুব সহজে স্পোকেন ইংলিশ শিখতে পারবেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

1 thought on “Uses of May and Might in Bengali”

Leave a comment