শিখবেন নাকি কিভাবে ইংরেজিতে ঝগড়া করতে হয়?
Sentences to Express Anger: অনর্গল ইংরেজিতে কথা বলতে গেলে আপনাকে শিখতে হবে নানা বিষয়ের উপর ছোট ছোট বাক্য। যে বাক্যগুলি আমরা সব জায়গায় সব সময় ব্যবহার করতে পারি। এতে আপনার স্পোকেন ইংলিশের উন্নতি দ্রুত হবে। আজকে আমি আপনাকে শেখাব এমন কিছু বাক্য যা আমরা রাগ করলে কিংবা ঝগড়ার সময় ব্যবহার করে থাকি। মানে আজ এই বাক্যগুলি শিখলে আপনি ইংরেজিতে রাগ দেখাতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের লেসন –
ইংরেজি শিখতে গেলে যেগুলি জানা অবশ্যই দরকারঃ
How to show anger in English?
Sentences to Express Anger:
জাহান্নমে যাও। | Go to hell. |
তুমি সীমার মধ্যে থাক। | Be within your limits. |
এসে কিছু কর। | Come and have something. |
মিথ্যা বলবে না। | Don’t lie. |
আমার সাথে ঝামেলা করবে না। | Don’t mess with me. |
তর মুখ আমাকে আর দেখাবি না। | Don’t show your face again. |
বাজে কথা বলবি না। | Don’t talk nonsense. |
এখান থেকে চলে যাও। | Get lost from here. |
কি করে তুমি এত অসাবধান হতে পার? | How can you be so careless? |
তোমার একথা বলার সাহস হয় কি করে? | How dare you say so? |
আমি তোমার সাথে কথা বলতে চাই না। | I don’t want to talk to you. |
তোমার সাথে আমার কোনকিছু লেনাদেনা নেই। | I have nothing to do with you. |
আমি তোমার মতো অনেককেই দেখেছি। | I have seen many like you. |
আমি জানি তুমি মিথ্যা বলবে না। | I know you will not lie. |
আমি তোমার হাড় ভেঙে দেব। | I will break your bones. |
আমি তোমার উপর নজর রাখব। | I will keep an eye on you. |
Sentences To Show Anger
Sentences to Express Anger:
আমি তোমাকে কখনই ক্ষমা করব না। | I will never forgive you. |
আমি তোমাকে ছাড়ব না। | I will not spare you. |
আমি তোমাকে দেখাব আমি কে। | I will show you who I am. |
আমি তোমার উপর প্রতিশোধ নেব। | I will take revenge on you. |
আমি তোমাকে আছাড় মারব। | I will thrash you. |
আমি তোমার ঘাড় মুড়ে দেব। | I will wring your neck. |
এখন অনেক দেরি হয়ে গেছে। | It is too late now. |
এটা যেন না আবার ঘটে। | It must not happen again. |
মুখটা সামলে কথা বলবে। | Mind your language. |
নিজের কাজে মন দাও। | Mind your own business. |
তুমি আমার সবচেয়ে বড় শত্রু। Y | ou are my worst enemy. |
কথা দাও তুমি আগে ঘরে আসবে। | Promise you will come home earlier. |
জোরে কথা বল। | Speak aloud. |
তুমি নিজেকে কি মনে কর? | What do you think of yourself? |
তুমি আমাকে শেখানোর কে? | Who are you to teach me? |
তুমি অবশ্যই এখুনি ঘুমাতে যাবে। | You must go to sleep now. |
তুমি আর আমাকে শেখাতে হবে না। | You needn’t teach me. |
তুমি আর এটি করবে না। | You will not do it again. |