Basic English words for beginners

Basic English words for beginners: ইংরেজি শেখা অনেকেই কঠিন বলে মনে করেন। যদি সঠিক পদ্ধতি মেনে ইংরেজি শেখা যায় তাহলে আপনি খুব সহজে ইংরেজি শিখতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাকে শেখাব এমন কিছু English Words যেগুলি আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। এই Word গুলি আপনাকে দ্রুত ইংরেজি শিখতে সাহায্য করবে।

ইংরেজি শিখতে গেলে যেগুলি জানা অবশ্যই দরকারঃ

English Words for Everyday Life

Basic English words for beginners

Be – হওয়া
সৎ হও।
Be honest.
 
Have – আছে
আমার একটা বাইক আছে।
I have a bike.
 
Do – করা
তোমার কাজ কর।
Do your work.
 
Say – বলা
কিছু বল।
Say something.
 
Go – যাওয়া
সেখানে যাও।
Go there.
 
Come – আসা
এখানে এসো।
Come here.
 
Can – পারা (ability) 
সে এটা করতে পারে।
He can do it.
 
Got – পাওয়া
আমি একটা নতুন বই পেয়েছি। 
I got a new book.
 
Write – লেখা
এটা এখানে লেখ।
Write it here.
 
Right – ঠিক
এটা ঠিক।
It is right.
 
Make – তৈরি করা
কিছুটা কারী বানাও। 
Make some curry.
 
Know – জানা
সে সেটা জানে।
He knows that.
 
Will – ব, বে (Future)
আমি এটা করব। 
I will do it.
 
Thought – চিন্তা, ভাবা
আমি ভাবলাম সে আসবে।
I thought he will come.
 
Take – নেওয়া
সেইগুলো নাও। 
Take those.
 
Saw – দেখা
আমি তাকে কাল দেখেছিলাম।
I saw him yesterday.
 
Want – চাই
আমি কিছু খাবার চাই।
I want some food.
 
Look – দেখা
এখানে দেখ।
Look here.

English Vocabulary for Beginners

Basic English words for beginners

Use – ব্যবহার
আমার গাড়ি ব্যবহার কর। 
Use my car.
 
Find – খোঁজা
আমার চাবি খোঁজ। 
Find my keys.
 
Give – দেওয়া
আমি তাকে টাকা দিই। 
I give him money.
 
Tell – বলা
আমাকে গল্পটা বল। 
Tell me the story.
 
Call – ডাকা
পুলিশ ডাক।
Call the police.
 
Work – কাজ
আমি এখানে কাজ করি।  
I work here.
 
May – অনুমতি (Permission)
আমি কি ভেতরে আসতে পারি?
May I come in?
 
From – থেকে
সে ঢাকা থেকে এসেছে।
He is from Dhaka.
 
Or – অথবা
তুমি এটা না ওটা চাও। 
You want this or that.
 
When – কখন
সে কখন যাবে?
When will he go?
 
Too – খুব বেশী
এটা খুব বেশী।
It’s too much.
 
No – না
কোন কারণ দেখছি না। I see no reason.
 
All – সব
আমি সব নেব।
I will take all.
 
Are – হয় (You, We, They)
আমরা হলাম সৈনিক। 
We are soldiers.
 
At – তে
সে বাড়িতে আছে।
He is at home.
 
Away – দূরে
তার থেকে দূরে থাকুন। 
Stay away from him.
 
By – দ্বারা
বাসে করে যাও। 
Go by bus.

Daily Use English Words

Basic English words for beginners

Come – আসা
সে আজকে আসবে।
He will come today.
 
Help – সাহায্য করা
গরীব লোকটিকে সাহায্য কর। 
Help the poor man.
 
On – উপরে
বইটা টেবিলের উপরে রাখ।
Keep the book on the table.
 
Other – অন্য
এছাড়া অন্য কোন কাজ নেই।
There is no other work.
 
Our – আমাদের
এটা আমাদের পরিকল্পনা। 
This is our plan.
 
Out – বাইরে
বেরিয়ে যাও। 
Get out.
 
Under – নিচে
বিড়ালটা খাটের নিচে।
The cat is under the bed.
 
Up – উপরে
উপরে যাও। 
Go up.
 
Me – আমাকে
আমাকে এক কাপ চা দাও। 
Give me one cup of tea.
 
This – এই
এই কেকটা সুস্বাদু।
This cake is tasty.
 
Try – চেষ্টা করা 
এই সমাধানের চেষ্টা কর।
Try to solve this.
 
Cruel – নিষ্ঠুর
সে একজন নিষ্ঠুর মানুষ।
He is a cruel man. 
 
Quite (কোয়াইট) – বেশ
এটা বেশ কঠিন কাজ ছিল। 
It was quite a difficult job.
 
Dark – অন্ধকার, গাঢ়
তার কালো চুল আছে।
She has dark hair.
 
Fine – সুক্ষ, সুন্দর, জরিমানা
এটা সুন্দর কাজ করছিল। 
It was working fine.
এটা সূক্ষ্ম কাজ ছিল। 
It was fine work.
 
Silly – নির্বোধ, মূর্খ
সেটা একটি নির্বোধ ভুল ছিল।
That was a silly mistake.
 
Most – অধিকাংশ, সবচেয়ে
এটা ছিল সবচেয়ে সুন্দর সকাল।
It was a most beautiful morning.
আমি বেশিরভাগ ধরণের মাছ পছন্দ করি।
I like most types of fish.