Basic Spoken English For Daily Use

Learn 50 most common spoken English sentences for daily use. আজকে আমি আপনাকে ৫০টিরও বেশী ছোট ছোট বাক্য শেখাব। যা এবার প্রশ্ন করতে পারেন কেন আপনি এগুলি শিখবেন? অনেকেই মনে করেন ইংরেজি গ্রামার জানলেই সব বাক্য নিজে থেকে তৈরি করতে পারবেন এবং সহজেই সঠিক ইংরেজি বলতে পারবেন। তাই শুধু গ্রামার শেখা উচিত। আসলে কিন্তু তা নয়। আপনাকে গ্রামারের পাশাপাশি অনেক বাক্য শিখতে হবে যেগুলি Native Speaker রা প্রতিদিন ব্যবহার করে থাকেন। গ্রামার আপনাকে পারফেক্ট করবে আর বাক্য আপনাকে বলতে শেখাবে।

বাজে বকো না!
Don’t talk nonsense!

তাকে কেউ ভালোবাসে না।
No one loves him.

তার কোন জ্ঞান নেই।
He has no sense.

এগুলি Negative Sentence বা ‘না বাচক’ বাক্যের উদাহারন। কারন বাক্যগুলিতে বাংলায় ‘না, নেই’ এবং ইংরেজিতে ‘no’ বা ‘not’ এর ব্যবহার করা হয়েছে।

আবার ‘no’ বা ‘not’ ব্যবহার না করেও Negative Sentence তৈরি করা যায়। যেমন –
আকাশে মেঘ নেই।
The sky is cloudless.
Cloudless – মেঘমুক্ত, নির্মেঘ
এই বাক্যটিকে আমরা এইভাবেও বলতে পারতাম।
There is no cloud in the sky.

বইটি পাওয়া যাচ্ছে না।
The book is missing.

“It” এর ব্যবহার

বৃষ্টি হচ্ছে।
It is raining.

সকাল হয়েছে।
It is morning.

এখন দশটা বেজেছে।
It is 10 o’clock now.

বলা সহজ।
It is easy to say.

এখন কি বৃষ্টি পড়ছে?
Is it raining now?

'Who' এর ব্যবহার

ওখানে কে?
Who is there?

তুমি কে?
Who are you?

সে কে?
Who is he?

কে কাজটি করেছে?
Who has done this?
or,
Who did the work?

তুমি কাকে চাও?
Whom do you want?

‘Which’ এর ব্যবহার

আবার যখন কোন বস্তু সম্পর্কে কিছু জিজ্ঞাসা করব তখন ‘Which’ এর ব্যবহার করব। যেমন –
কোনটি নতুন?
Which is new?

কোনটি পুরানো?
Which is old?

তুমি কোনটি নেবে?
Which will you take?

‘What’ এর ব্যবহার

যখন আমরা ‘কি’ দিয়ে প্রশ্ন করব তখন ‘what’ কে ব্যবহার করব।
এটা কি?
What is this?

এগুলি কি?
What are these?

সে কি করেছিল?
What did he do?

তুমি এখন কি করবে?
What will you do now?

‘When’ এর ব্যবহার

যখন আমরা সময় সম্পর্কে কিছু জানতে চাইব তখন ‘when’ কে ব্যবহার করব।
তুমি কখন খাও?
When do you eat?

কখন অন্ধকার হবে?
When will it be dark?

সে কখন এসেছিল?
When did he come?

সে কখন ঘুমায়?
When does he sleep?

‘Where’ এর ব্যবহার

যখন আমরা কোন Place সম্পর্কে কিছু জানতে চাইব তখন ‘where’ কে ব্যবহার করব। যেমন –
সে কোথায়?
Where is he?

আমি কোথায় দাঁড়াব?
Where shall I stand?

সে কোথায় যাচ্ছে?
Where is he going?

সে কোথায় থাকে?
Where does he live?

‘How’ এর ব্যবহার

পরিমান, সংখ্যা বা শারীরিক অবস্থা, কিংবা কোন ব্যক্তি বা বস্তু সম্পর্কে জানতে ‘How’ কে ব্যবহার করা হয়। যেমন –
তুমি কেমন আছ?
How are you?

তোমার বাবা কেমন আছে?
How is your father?

মেরি কেমন আছে?
How is Mary?

কতজন মারা গেছে?
How many died?

বাংলা বাক্যে যখন ‘কত’ কথাটি থাকে তখন যদি এর দ্বারা সংখ্যা, পরিমাপ, পরিমান, দুরত্ব ইত্যাদি বোঝায়। আপনি “How” কে ব্যবহার করতে পারেন।
তার বয়স কত?
How old is he?

কত গভীর?
How deep?

কি সুন্দর!
How lovely!

এটা কত বড়?
How big is it?

এটা কত দূর?
How far is it?

‘Why’ এর ব্যবহার

বাংলা বাক্যে যখন “কেন” কথাটি থাকবে, তখন আপনি “Why” ব্যবহার করে ইংরেজি করতে পারেন। এর দ্বারা কারন বোঝায়।
আমি কেন?
Why me?

কেন নয়?
Why not?

আমরা জানি কেন।
We know why.

কেন আমি এখানে?
Why am I here?

কেন জিজ্ঞাসা করছ?
Why do you ask?

তুমি মিথ্যা কেন বলো?
Why do you lie?

এটা অন্ধকার কেন?
Why is it dark?

Short Sentences For Daily Use

ওখানে যেও না।
Don’t go there.

গলার স্বর চড়িও না।
Don’t raise your voice.

চলো আমরা যাই।
Let us go.

এখানে অপেক্ষা কর।
Wait here.

ঐ দিকে দেখ।
Look there.

এক পাও নড়বে না।
Don’t move a step.

সে অনেক কথা।
It’s a long story.

আসল কথা বল।
Come to the point.

এখন সময় কত হল?
What time is it now?

তুমি কাঁদছ কেন?
Why are you weeping?

তুমি কি যাবে না?
Will you not go?