Learn 70 Classroom English Sentences
Classroom English Sentences for Kids – আজকে আমরা শিখব ছোট ছোট ইংরেজি বাক্য, যেগুলি ক্লাসে ব্যবহার করা হয়। বা বলতে পারেন Classroom English, ইংরেজি বলতে গেলে এই ধরনের ছোট ছোট বাক্য আপনার শেখা উচিত। তবেই আপনি fluently English বলতে পারবেন। ধরে নেওয়া যাক আপনার বাড়ীতে কোন বাচ্চা আছে, তাকে আপনি পড়ান, তখন এই বাক্যগুলি ব্যবহার করুন তাহলে আপনার যেমন ইংরেজির অভ্যাস হবে ঠিক তেমনি বাচ্চাটিও শুনে শুনে ইংরেজি বলতে শিখে যাবে। এতে সবাই লাভবান হবে। আর ইংরেজি শেখার সবচেয়ে ভালো পদ্ধতি।
ইংরেজি শিখতে গেলে যেগুলি জানা অবশ্যই দরকারঃ
Classroom English Sentences for Kids
চল আজকের পাঠ শুরু করি।
Let’s begin today’s lesson.
ছবিটির দিকে তাকাও। ছবিটি দেখো।
Look at the picture.
বোর্ডের দিকে তাকাও।
Look at the board.
শুনে বলো।
Listen and repeat.
তুমি অনেক উন্নতি করেছ।
You’ve improved a lot.
তুমি একটা ভাল কাজ করেছ।
You did a great job.
বোর্ডে লিখ।
Write on the board.
অনেক সময় আমরা বলি – দুজনে মিলে কাজটি কর বা,
জুটি বেঁধে কাজ কর।
Work in pairs.
কে পড়তে চাইবে? কে পড়তে চাও?
Who would like to read?
উত্তর কে জানে?
Who knows the answer?
আজ কে অনুপস্থিত?
Who is absent today?
ব্যাপারটা কি ছিল?
What was the matter?
কি বললে? তুমি কি বললে?
What did you say?
আমাদের প্রচুর সময় আছে।
We have plenty of time.
কথাগুলো খুলে বল।
Unscramble the words.
Unscramble – জট ছাড়িয়ে বোধগম্য করে তোলা, এক কথায় কোন কথা সহজ করে বলা।
পৃষ্ঠা উল্টাও।
Turn the page.
একটি কাগজের টুকরো বের কর।
Take out a piece of paper.
লিখে রাখ। লিখে নাও।
Take notes.
কথাবলা বন্ধ কর।
Stop talking!
Classroom English for teachers
দয়াকরে, উঠে দাঁড়াও।
Stand up, please.
বসে পড়।
Sit down, please.
তোমার নাম বল।
Say your name.
তোমার নামের বানান কর।
Spell your name.
দয়া করে, আবার বল।
Say it again, please.
দয়া করে, আমার পরে বল।
Repeat after me, please.
পাঠটি পড়।
Read the lesson out.
সংলাপ টি পড়।
Read the dialogue.
হাত উপরে তোলো।
Raise your hand.
Put your hands up.
হাত নিচে নামাও।
Put your hands down.
বইগুলি তোমার ব্যাগে রাখ।
Put the books in your bag.
তোমার বই দূরে রাখ।
Put away, your books.
সবাই মনোযোগ দাও।
Pay attention, everybody.
একটি পরীক্ষা পাস কর।
Pass a test.
ক্লাসে অংশগ্রহণ কর।
Participate in the class.
তোমার বই গুছিয়ে রাখ।
Pack up your books.
তোমার বইয়ের ১০ নম্বর পাতাটি খোল।
Open your books at page 10.
আরেকবার, দয়া করে।
One more time, please.
একটা বাক্য তৈরী করো।
Make a sentence.
জোরে, দয়া করে!
Louder, please!
আমি কিছুক্ষণের মধ্যে ফিরে আসব।
I’ll be back in a moment.
আমার গলা ব্যথা।
I have a sore throat.
আমার মাথা ব্যাথা করছে।
I have a headache.
তুমি কি শেষ করেছ?
Have you finished?
তুমি কি অসুস্থ ছিলে?
Have you been ill?
অন্য চেষ্টা কর।
Have another try.
একটি অনুমান কর।
Have a guess.
বাহিরে যাও।
Go out.
শূন্যস্থান পূরণ কর।
Fill in the blank.
একটি ছবি আঁক।
Draw a picture.
অন্যকে বিরক্ত করবে না।
Don’t disturb others.
তুমি কি বুঝতে পেরেছ?
Did you get it?
শব্দটি নকল কর।
Copy the word.
Classroom English sentences
ভিতরে এস।
Come in.
তোমার বই বন্ধ কর।
Close your books.
তোমার ডেস্ক পরিষ্কার কর।
Clear off your desk.
সঠিক উত্তরটি নির্বাচন কর।
Choose the correct answer.
তোমার সঙ্গীকে জিজ্ঞাসা করো
Ask your partner.
সাহায্যের জন্য বল।
Ask for help.
একটি প্রশ্ন জিজ্ঞেস কর।
Ask a question.
তুমি কী তৈরী?
Are you ready?
তুমি ঠিক আছো তো?
Are you OK?
তোমরা সবাই প্রস্তুত তো?
Are you all ready?
কোন প্রশ্ন?
Any questions?
একটি প্রশ্নের উত্তর দাও।
Answer a question.
এখন সবাই একসাথে।
All together now.
তুমি প্রায় পেয়ে গেছ।
You’ve almost got it.
তোমার সাহায্যের জন্য ধন্যবাদ।
Thanks for your help.
আজকের জন্য এটুকুই।
That’s all for today.
আগামীকাল দেখা হবে।
See you tomorrow.