Spoken English Sentences for kids
Daily Use English Sentences for Kids:
জুটি বেঁধে কাজ কর। | Work in pairs. |
সংলাপ টি পড়। | Read the dialogue. |
একটি ছবি আঁক। | Draw a picture. |
আজকের জন্য এটুকুই। | That’s all for today. |
তুমি অনেক উন্নতি করেছ। | You’ve improved a lot. |
আমার গলা ব্যথা। | I have a sore throat. |
একটি অনুমান কর। | Have a guess. |
বোর্ডের দিকে তাকাও। | Look at the board. |
জোরে, দয়া করে! | Louder, please! |
তুমি কি অসুস্থ ছিলে? | Have you been ill? |
উত্তর কে জানে? | Who knows the answer? |
হাত নিচে নামাও। | Put your hands down. |
তুমি কি বুঝতে পেরেছ? | Did you get it? |
কথাবলা বন্ধ কর। | Stop talking! |
তুমি কী তৈরী? | Are you ready? |
আজ কে অনুপস্থিত? | Who is absent today? |
বইগুলি তোমার ব্যাগে রাখ। | Put the books in your bag. |
শব্দটি নকল কর। | Copy the word. |
ব্যাপারটা কি ছিল? | What was the matter? |
তোমার বই দূরে রাখ। | Put away, your books. |
ভিতরে এস। | Come in. |
তুমি কি বললে? | What did you say? |
সবাই মনোযোগ দাও। | Pay attention, everybody. |
তোমার বই বন্ধ কর। | Close your books. |
দয়া করে, আবার বল। | Say it again, please. |
এখন সবাই একসাথে। | All together now. |
আমাদের প্রচুর সময় আছে। | We have plenty of time. |
একটি পরীক্ষা পাস কর। | Pass a test. |
তোমার ডেস্ক পরিষ্কার কর। | Clear off your desk. |
কথাগুলো খুলে বল। | Unscramble the words. |
ইংরেজি শিখতে গেলে যেগুলি জানা অবশ্যই দরকারঃ
English Sentences for daily use
Daily Use English Sentences for Kids:
ক্লাসে অংশগ্রহণ কর। | Participate in the class. |
সঠিক উত্তরটি নির্বাচন কর। | Choose the correct answer. |
পৃষ্ঠা উল্টাও। | Turn the page. |
তোমার বই গুছিয়ে রাখ। | Pack up your books. |
তোমার সঙ্গীকে জিজ্ঞাসা করো | Ask your partner. |
বোর্ডে লিখ। | Write on the board. |
শূন্যস্থান পূরণ কর। | Fill in the blank. |
তুমি একটা ভাল কাজ করেছ। | You did a great job. |
বাহিরে যাও। | Go out. |
দয়া করে, আমার পরে বল। | Repeat after me, please. |
তুমি প্রায় পেয়ে গেছ। | You’ve almost got it. |
পাঠটি পড়। | Read the lesson out. |
তোমার সাহায্যের জন্য ধন্যবাদ। | Thanks for your help. |
একটি কাগজের টুকরো বের কর। | Take out a piece of paper. |
সাহায্যের জন্য বল। | Ask for help. |
দয়াকরে, উঠে দাঁড়াও। | Stand up, please. |
তুমি ঠিক আছো তো? | Are you OK? |
কে পড়তে চাইবে? | Who would like to read? |
হাত উপরে তোলো। | Raise your hand. Put your hands up. |
অন্যকে বিরক্ত করবে না। | Don’t disturb others. |
আগামীকাল দেখা হবে। | See you tomorrow. |
বসে পড়। | Sit down, please. |
Sentences You Can Use Everyday
তোমরা সবাই প্রস্তুত তো? | Are you all ready? |
তোমার নামের বানান কর। | Spell your name. |
একটি প্রশ্নের উত্তর দাও। | Answer a question. |
শুনে বলো। | Listen and repeat. |
আমি কিছুক্ষণের মধ্যে ফিরে আসব। | I’ll be back in a moment. |
অন্য চেষ্টা কর। | Have another try. |
লিখে রাখ। লিখে নাও। | Take notes. |
একটি প্রশ্ন জিজ্ঞেস কর। | Ask a question. |
ছবিটির দিকে তাকাও। | Look at the picture. |
একটা বাক্য তৈরী করো। | Make a sentence. |
তুমি কি শেষ করেছ? | Have you finished? |
তোমার নাম বল। | Say your name. |
কোন প্রশ্ন? | Any questions? |
চল আজকের পাঠ শুরু করি। | Let’s begin today’s lesson. |
আরেকবার, দয়া করে। | One more time, please. |
আমার মাথা ব্যাথা করছে। | I have a headache. |