Learn Correct use of Preposition

আজকে আমরা শিখব Preposition এর ব্যবহার। সঠিক ইংরেজি বলতে গেলে কিংবা লিখতে গেলে আপনাকে জানতে হবে Preposition এর সঠিক ব্যবহার। এতে আপনার English Grammar এ অনেক দক্ষতা বাড়বে। আমি যে নিয়ম গুলি আপনাকে শেখাব সেগুলি জানলে Preposition এর ব্যবহার জীবনে কোনদিন ভুল হবে না। আমি চেষ্টা করব যতটা সহজে বোঝানো যায়।

Preposition (পদান্বয়ী অব্যয়): যে Word, Noun বা pronoun এর পূর্বে বসে বাক্যের অণ্য অংশের সাথে ঐ Noun বা Pronoun এর সম্পর্ক গঠন করে, তাকে Preposition বলে।

যেমন –
At, In
By, With
On, Over, Above
Beside, Besides
Between, Among
Since, For, From

Learn Correct use of Preposition

At, In

At, In
গ্রাম বা ছোট শহরের নামের আগে At বসে।
বড় শহর হলে তার নামের আগে in বসে।
যেমন –
সে কোন্ডাপুরে বাস করে।
He lives at Kondapur. (একটি unknown ছোট শহর)

সে হায়দ্রাবাদে বাস করে।
He lives in Hyderabad. (এটি একটি বড় এবং Popular শহর)

কিন্তু ‘শহরে’ বা ‘গ্রামে’ বললে in বসে। যেমন –
in a town কিংবা in a village.
সে গ্রামে বাস করে।
He lives in a Village.

সে শহরে বাস করে।
He lives in a Town.

কিছু কিছু সময়ের আগে At, In কে ব্যবহার করা হয়
যেমন –
At dawn, at noon, at 4 a.m., at 10 p.m.
আবার –
In the morning, in the afternoon, in a week, in a month, in a year
এখানে একটি ব্যাতিক্রম আছে, সেটা হল – at night
# Morning, Noon, afternoon, evening ইত্যাদির আগে in বসালে the ব্যবহার করতে হবে।

তাহলে আমরা শিখলাম – দুপুর এবং রাতের ক্ষেত্রে at বসবে। যেমন – at noon, at night
# নির্দিষ্ট সময়ের আগে At বসে।
যেমন – at 4 p.m., at 6 o’clock

# বার বা তারিখের নামের আগে on বসে।
যেমন- On Sunday, On Monday

# মাস বা বছরের নামের আগে in বসে।
যেমন – in 1984, in November

# কোন কিছু ভেতরে বোঝালে in বসে।
সে ঘরের মধ্যে আছে।
He is in the house.

Into

# গতিতে বাইরে থেকে কিছু ভেতরে এলে into ব্যবহার হয়।
সে ঘরের মধ্যে দৌড়ে এল।
He came running into the house.

# অবস্থার পরিবর্তন বোঝালে into হয়।
যেমন – জল জমে বরফ হয়।
Water freezes into ice.

By, With

# কোন কাজ ব্যাক্তি বা প্রাণীর দ্বারা করা বোঝালে by ব্যবহার হবে, কিন্তু কোন বস্তুর দ্বারা করা বোঝালে with হবে।
তার দ্বারা বাঘটি নিহত হয়েছিল।
The tiger was killed by him.

সে লাঠির দ্বারা সাপ মেরেছিল।
He killed the snake with a stick.

তবে কিছু কিছু ক্ষেত্রে বস্তুর দ্বারা হলেও by বসে। যেমন –
By bus, by train, by car ইত্যাদি

On, Over, Above

# কোন কিছু উপরে বোঝালে কিন্তু ছুঁয়ে থাকলে On বসবে।
# উপরে কিন্তু ছুঁয়ে না থাকলে Over বসবে। (বেশ কিছুটা উপরে)
# অনেক উপরে থাকলে Above বসবে।

কাপটি টেবিলে রাখ।
Put the cup on the table.

পাখাটি আমার মাথার উপর ঘুরছে।
The fan is moving over my head.

মেঘগুলি আমাদের মাথার উপরে।
The clouds are over our heads.

Beside, Besides

Beside – পাশে
Besides – ছাড়া / ব্যতীত
আমার পাশে বস।
Sit beside me.

সে বাংলা ছাড়াও হিন্দি জানে।
He knows Hindi besides Bengali.

Between, Among

# দুইয়ের মধ্যে বোঝালে Between বসবে।
# দুইয়ের বেশির মধ্যে বোঝালে Among বসবে।

আপেল গুলি দু ভায়ের মধ্যে ভাগ করে দাও।
Divide the apples between the two brothers.

আপেল গুলি সবার মধ্যে ভাগ করে দাও।
Divide the apples among all.

Since, For, From

বাংলা বাক্যে যখন – যেহেতু, থেকে ইত্যাদি থাকবে তখন আমরা since ব্যবহার করব।
যেমন-
আমি জুলাই থেকে এখানে আছি।
I’ve been here since July.
Since July – মানে জুলাই থেকে।
আবার-
আমি এখানে আছি 2:30 থেকে।
I’ve been here since 2:30.

গতকাল থেকে বৃষ্টি হচ্ছে।
It’s been raining since yesterday.

Since এর নিয়ম

Since = Stating Point
S for Since
আবার
S for Start মানে Stating Point
গতকাল থেকে, জুলাই থেকে, 2:30 থেকে মানে এই থেকে কথাটির ইংরেজি হবে since
তাই –
Since yesterday, since July, since 2:30 হবে।
কিন্তু যদি বলতাম –
আমি এখানে ২ ঘণ্টা ধরে অপেক্ষা করছি। তাহলে তার ইংরেজি হবে –
I’ve been waiting here for 2 hours.
২ ঘণ্টা ধরে, for 2 hours
বাংলা বাক্যে যদি – ২ ঘণ্টা ধরে, ৫ দিন ধরে ইত্যাদি থাকে তাহলে আমরা ‘for’ ব্যবহার করব।
আর যদি বাংলা বাক্যে ‘থেকে’ থাকে তাহলে ‘Since’ ব্যবহার করব।

কারন আমরা কখনো বলি না –
গতকাল ধরে শীত পড়ছে।
আমরা বলি-
গতকাল থেকে শীত পড়ছে।
It has been cold since yesterday.
আশা করি আপনার কাছে পরিস্কার হয়ে গেছে।

Since দিয়ে কিছু উদাহরণ

রবিবার থেকেই বৃষ্টি হচ্ছে।
It has been raining since Sunday.

তাঁর মারা যাওয়ার দশ বছর কেটে গেছে।
It’s been ten years since he died.

আমি ছোটবেলা থেকেই তাকে চিনি।
I’ve known him since I was a child.

যেহেতু আমি অসুস্থ ছিলাম তাই আমি যাইনি।
Since I was sick, I didn’t go.

তাহলে আমরা শিখলাম – বাংলা বাক্যে যখন – যেহেতু, থেকে ইত্যাদি থাকবে তখন আমরা since ব্যবহার করব।

From

Point of time মানে ‘নির্দিষ্ট সময়’ বোঝাতে Since এবং From দুটোই ব্যবহার করা যেতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে Perfect Tense এ Since ব্যবহার করা হয়। আর From কে যেকোন Tense এ ব্যবহার করা যেতে পারে।
যেমন –
রবিবার থেকে আমাদের ছুটি শুরু হবে।
Our holiday will start from Sunday.

সোমবার থেকে সে ছুটিতে ছিল।
He was on leave from Monday.

Of, From

যখন কোন পদার্থ থেকে কোন বস্তু তৈরি হয়, তার আগে of কিংবা from ব্যবহার হয়। যদি পদার্থটির কোন পরিবর্তন না হয় তাহলে of বসবে। আর যদি পরিবর্তন হয় তাহলে from বসবে।
যেমন –
এই নেকলেসটি সোনার তৈরি।
This necklace is made of gold.

আঙ্গুর থেকে মদ তৈরি হয়।
The wine is made from grapes.

আশা করি এবার আপনি Preposition খুব ভালো ভাবে ব্যবহার করতে পারবেন।