Learn Small Sentences For Daily Use in English
আজকে আমি আপনাকে শেখাব – ছোট ছোট বাক্য যা সব জায়গায় কাজে লাগবে। Learn small sentences for daily use. এই বাক্যগুলি জানলে আপনি যে কোন জায়গায় খুব সহজে ইংরেজি বলতে পারবেন। আর এই বাক্যগুলি এত ছোট যে আপনি খুব সহজে মনে রাখতে পারবেন। অনর্গল ইংরেজি বলতে এই বাক্যগুলি অবশ্যই শিখে রাখুন এবং সময় পেলে বাড়ি থেকে অফিস সব জায়গায় ব্যবহার করুন।
ছোট বাক্যগুলিকে অবহেলা না করে গুরুত্ব দিন
অনেক খুব ছোট ছোট বাক্য আছে যেগুলি ইংরেজি বলতে অনেক সাহায্য করে। আমরা অনেকেই বাক্যগুলি ছোট বলে গুরুত্ব দিই না। সত্যি বলতে কি? ছোট ছোট বাক্য আপনাকে দ্রুত ইংরেজি বলতে সাহায্য করে। তাছাড়া সব সময় ইংরেজি বলতে বড় বড় বাক্যের প্রয়োজন হয় না। অনেকেই মনে করেন ইংরেজি বলতে গেলে অনেক বড় বড় বাক্য বলতে হবে। এই ধারনাটা একদমই ভুল। কারন ছোট ছোট বাক্যকে সাজিয়েই বড় বাক্য হয়। ছোট ছোট বাক্য আপনার ইংরেজিকে অনেক সুন্দর করে তোলে। তাই সব সময় ছোট ছোট বাক্যগুলিকে অবহেলা না করে গুরুত্ব দিন।
যেমন-
কাল দেখা হবে।
See you tomorrow.
হ্যাঁ, নিশ্চই।
Yes, of course.
অনেক বেশি বা খুব বেশী।
Too much.
No, not at all.
না একদমই না।
Never mind.
কিছু মনে করো না।
Nothing more.
আর কিছুনা।
Nothing special.
বিশেষ কিছু না।
Stop here.
এখানে থামো।
Don’t stop.
থামবে না।
Stop lying.
মিথ্যা বলা বন্ধ কর।
Please stop.
দয়া করে থামো।
বা
বন্ধ করুন।
Speak up!
বলতে থাক!
বা
জোরে বল।
Don’t speak.
কথা বল না।
Speak to me.
আমার সাথে কথা বল।
Let me speak.
আমাকে কথা বলতে দাও।
Who’s speaking?
কে কথা বলছে?
Speak clearly.
স্পষ্ট কথা বলুন।
বা
পরিষ্কারভাবে কথা বল।
Listen to me.
আমার কথা শোনো।
Keep listening.
শুনতে থাক।
Listen carefully.
মন দিয়ে শুনুন।
Wait here.
এখানে অপেক্ষা কর।
Come here.
এখানে আসুন।
Take it.
এটি নাও।
Wait outside.
বাইরে অপেক্ষা কর।
Wait a moment.
একটু অপেক্ষা করো।
এছাড়াও আমরা বলতে পারি-
Wait a minute.
Wait a second.
Wait over there.
ওইখানে অপেক্ষা করুন।
Wait till six.
ছয়টা পর্যন্ত অপেক্ষা কর।
Go up.
উপরে যাও।
Be ready.
তৈরি হয়ে নাও।
বা এটাও বলতে পারি –
Get ready.
Keep quiet.
চুপ করে থাকো।
বা শান্ত থাকো।
Go at once.
এক্ষুনি যাও।
Go away.
দূর হত্ত!
তো আজকে আমি চেষ্টা করলাম আপনাকে কিছুটা ভরসা দিতে যে খুব সহজেই প্রথম দিন থেকেই ইংরেজি বলা যায়। কিন্তু তার জন্য আপনাকে মুখ খুলতে হবে। মানে অভ্যাস করতে হবে। আমি আজকে যে ইংরেজি গুলি শেখালাম একটা ছোট্ট বাচ্চাও বলতে পারবে। তাহলে আপনি কেন পারবেন না। অবশ্যই পারবেন। ইচ্ছে আর অভ্যাস থাকলে আপনিও অনর্গল ইংরেজি বলতে পারবেন।
Good job.i hope if any person follow it’s and practice regularly they will speak English in as soon as
You are absolutely right and thank you for the comment.