Spoken English Course In Bengali – ইংরেজি বলতে গেলে প্রচলিত বাক্য গুলি জানা খুব জরুরি। আজকে যে বাক্যগুলি আমি দেব তা ইংরেজিতে কথা বলতে গেলে আমাদের প্রায়ই কাজে লাগে। বিশেষ করে যারা নতুন ইংরাজি শিখছেন তাদের এই বাক্য গুলি খুব ভালো করে জানা উচিত। এই বাক্যগুলি খুবই ছোট ছোট কিন্তু খুবই কাজের জিনিস। আপনি যদি মনে করেন যে – ইংরেজি বলতে গেলে সবসময় বড় বড় বাক্য লাগে, তা কিন্তু নয়, অনেক সময় ছোট ছোটো বাক্য দিয়েও মনের কথা প্রকাশ করা যায়। সেই ধরনের বাক্যগুলি জানা খুবই জরুরি।
ইংরেজি শিখতে গেলে যেগুলি জানা অবশ্যই দরকারঃ
Daily use Questions & Answers
Spoken English Course In Bengali:
ওগুলো কি তোমার? Are those yours?
– হ্যাঁ, ওগুলো আমার। Yes, those are mine.
– না, ওগুলো আমার নয়। No, those are not mine.
বাড়িতে কি কেউ আছেন? Is anybody home?
– হ্যাঁ, আমি বাড়িতে আছি। Yes, I’m at home.
জন কী আনবে? What’ll Jon bring?
– ওকে একটু চিনি আনতে বল। Ask him to bring some sugar.
– Ask – বলা, জিজ্ঞাসা করা।
আর কিছু? Anything else?
– না, আর কিছু চাই না। No, nothing else.
এটা কি তোমার বই? Is this your book?
– হ্যাঁ, এটা আমার। Yes, it’s mine.
কেন নয়? Why not?
– আমি জানি না। I do not know.
কী হোল? What happened?
– না, কিছু হয়নি। No, nothing happened.
আমি কি একটা ছবি তুলতে পারি? May I take a photo?
– অবশ্যই পারো। Of course, you can.
Common Daily use English Sentences
Spoken English Course In Bengali:
- এখুনি যাও। Go at once.
- এখন বলো। Speak now.
- এটা অনেক বেশি। / যথেষ্ট। That’s too much.
- চলে যাও। Go away.
- আবার পরে জিজ্ঞাসা করবেন। Ask again later.
- এদিকে দেখ। Look here.
- ভরসা রাখুন। Trust me.
- আমার ঠান্ডা লেগেছে। I’ve got a cold.
- আমি এখুনি আসছি। I am coming now.
- না, কক্ষনো না। No, not at all.
- সবাই পরনিন্দা পরচর্চা করে। Everyone gossips.
- ওপরে যাও। Go up.
- মনে রেখো। Remember.
- ও, তাই নাকি? Oh, really?
- কাছে এসো। Come closer.
- আমার কথা শোন। Listen to me.
- কাল দেখা হবে। See you tomorrow.
- সাবধানে থেকো। Take care. Be careful.
- একটুও নয়। Not a bit.
- বিদায়! Bye bye!
- জন বাইরে ছিলো। John was outside.
- কোন ব্যাপার নয়! No matter!
- সোজা যাও। Go straight.
- কিছু মনে করো না। Never mind.
- হ্যাঁ, নিশ্চয়ই। Yes, by all means.
- তৈরি হয়ে নাও। Be ready. / Get ready.
- তেমন কিছু না। Nothing special.
Sentences used in Daily Life
- বাইরে অপেক্ষা করো। Wait outside.
- এখানে অপেক্ষা করো। Wait here.
- বেরিয়ে যাও। Get out.
- আমি মিথ্যা বলবো না। I won’t lie.
- এখানে থামো। Stop here.
- ব্যস, যথেষ্ট। That’s enough.
- আপনি একজন ডাক্তার। You are a doctor.
- অনেকদিন দেখিনি। It’s been long since we meet.
- দাঁড়াও। Stop.
- আমি খুব ক্লান্ত। I’m very tired.
- আর কিছু না। Nothing else.
- নীচে যাও। Go down.
- শুভ সন্ধ্যা। Good evening.
- এদিকে এসো। Come here.
- ভালো কথা। Fine. / Very Good.
- ওটা কে? Who’s that?
- নেমে যাও। Get off. Get down.
- এই সন্মানের জন্য ধন্যবাদ। Thanks for this honor.
- বাদ দাও। Let it go!
- আমি বাইরে ছিলাম। I was away.
- যেমন আপনার ইচ্ছে। As you like. / As you please.
- জনকে ধরো। Grab John.
- আচ্ছা চলি! Goodbye!
- ধীরে চলো। Go slowly. Walk slowly.
- আমি ঠিক আছি। I’m okay. I’m fine.
- চুপ করে থাকো। Keep quiet.
- এই নাও। Take it.
- বাইরে অপেক্ষা করো। Wait outside.
- খুব ভালো। Very well.