কিভাবে চাকুরীর জন্য Interview দিতে হয়?

আজকে আমাদের বিষয় – কিভাবে চাকুরীর জন্য Interview দিতে হয়?

আপনি কি ইংরাজিতে ভয় পান?
আপনি কি ইংরাজি শিখতে চান?
আপনি ইংরাজি লিখতে পারেন কিন্তু বলতে পারেন না।
আপনি কি ইংরাজিতে অনর্গল কথা বলতে চান? তাহলে আমার সঙ্গে থাকুন আশা করি সুফল পাবেন আমার দেখানো পথ দিয়ে হাঁটলে।
বর্তমান বিশ্বে ইংরাজি এমন একটা ভাষা যা জানাটা খুবই প্রয়োজনীয়। অনেকেই ভালো ভালো চাকুরী হারায় এই ভাষায় দক্ষতা না থাকার কারনে। অতচ এই ভাষাটা অতটা কঠিন নয়। কিছুদিন অভ্যাস করলে খুব সহজেই এই ভাষাটা আয়ত্ব করা যায়। আমরা যে চেষ্টা যে করিনা তা নয়, সঠিক পথ অবলম্বন না করার জন্য ঠিক ঠাক ভাবে ভাষাটি শেখা হয়ে ওঠে না। ইংরাজি ভাষা শেখার জন্য দরকার সঠিক পথ।

জানুন কিভাবে চাকুরীর জন্য Interview দিতে হয়?

Interview Questions and Answers

ইংরাজিতে ভয় আর নয়!
আজ আমরা শিখব কিভাবে চাকুরীর জন্য Interview দিতে হয়?
Interview এর নাম শুনলে অনেকেই ঘাবড়ে যাই ভয়ে, যে কি প্রশ্ন করবে? তার উত্তর দিতে পারবো কিনা? এই সব নানা চিন্তা। চলুন দেখা যাক কিভাবে একটা Interview এর মুখো মুখি হতে হয়।

আজকের আমার ব্যক্তিগত টিপসঃ

ইংরাজি ভাষাকে ঠিক ঠাক ভাবে আয়ত্ত্ব করতে গেলে প্রথমে লাগবে অসীম ধৈয্য। আর যেটা আপনাকে করতে হবে নিয়মিত এটাকে শোনার অভ্যাস। বিভিন্ন ভাবে আপনি এটা শুনতে পারেন, যেমন – ইংলিশ নিউজ চ্যানেল কিনবা ইংলিশ মুভি দেখে। কিন্তু এটা আপনাকে প্রতিদিন করতে হবে, যদি আপনি আধ ঘণ্টা সময় দেন তো সেটা মন দিয়ে দিন। আর একটা কাজ করতে হবে আপনি এই শোনার সময় নিশ্চয়ই কিছু নতুন শব্দ পাবেন সেগুলো লিখে নিন আর তার বাংলা অর্থ কি সেটাও জেনে নিনি। এবং সেগুলো মনে রাখার চেষ্টা করুন। এতে দুটো কাজ হবে আপনার – এক, আপনার ইংরাজি শব্দ ভাণ্ডার বাড়বে আর দুই, শোনার ফলে বাক্য গুলো আপনার মনে থেকে যাবে যা আপনি ব্যক্তিগত জীবনে ব্যবহার করতে পারবেন।

Practice again and again because practice makes a man perfect and practice is the key to success.
এটি বার বার অনুশীলন করুন। অনুশীলন একটি মানুষকে নিখুঁত করে তোলে এবং অনুশীলন সাফল্যের চাবিকাঠির কারণ।

মাত্র 25 টি বাক্য শিখে যে কোন চাকরীর Interview দিন Smartly

আজকের দিনে চাকরী একটি বড় সমস্যা। বেকার শিক্ষিত ছেলেদের কাছে একটি বড় চিন্তার বিষয়। একটি পদের জন্য হাজার হাজার লাইন। আমি ধরে নিলাম যে পদটির জন্য আপনি apply করেছেন সেটার জন্য আপনি উপযুক্ত কিংবা আপনার যোগ্যতা আছে। কিন্তু দেখা যায় আপনি interview তে পাশ করতে পারছেন না। কারন নানান চিন্তা বা tension কাজ করে interview এর আগে বা interview এর সময়। যার ফলে আপনি ঘাবড়ে যান এবং সঠিক উত্তর দিতে পারেন না। যাইহোক
আজ আমরা শিখব কিভাবে চাকুরীর জন্য Interview দিতে হয়?

চাকরীর জন্য একটি সাক্ষাৎকার

Interview Questions and Answers:

সুপ্রভাত স্যার। আমি কি ভিতরে আসতে পারি?
Good morning sir. May I come in?

হ্যাঁ, ভিতরে আসুন।
Yes, come in please.

ধন্যবাদ, স্যার।
Thank you, sir.

বসুন । আপনি কি মিঃ জন?
Take your seat please. Well, are you Mr. John?

হ্যাঁ স্যার, আমি।
Yes sir, I am.

আপনার বয়স কত মিঃ জন?
What’s your age Mr. John?

আমার বয়স তেইশ বছর স্যার।
I am 23 years old, Sir.

আচ্ছা মিঃ জন, আপনি তো একজন ইতিহাসে এম.এ. । তাই না?
Well, Mr. John, I believe you are an M.A. in History, are not you?

হ্যাঁ স্যার, আমি আমার আবেদন পত্রে তাই লিখেছি।
Yes sir, I have already stated it in my application.

আপনি কি দয়া করে আপনার আসল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও প্রশংসাপত্র দেখাতে পারবেন?
Would you please show your educational certificates and testimonials in original?

অবশ্যই, এই যে দেখুন।
Of curse, here it is.

 

এগুলি ছাড়া আরও কিছু প্রশ্ন করা হয়

আপনার কি আগের কোনো অভিজ্ঞতা আছে?
Have you any previous experience?

দুঃখিত, আমার কোন পূর্ব অভিজ্ঞতা নেই।
Sorry, I have no previous experience.

আপনার এই কাজে এত আগ্রহী কেন?
Why are you so interested in this job?

আমি এই কাজে আগ্রহী, কারন এ কাজের জন্য যে শিক্ষাগত যোগ্যতার দরকার তা আমার আছে।
I am interested in this job because it particularly seems to call for the qualification that I have.

আচ্ছা মিঃ জন, আমরা এমন একজন লোক চাই যার নিষ্ঠা আছে এবং পরিচালনা করার শক্তি আছে। আপনি কি মনে করেন এর জন্য আপনি যোগ্য ব্যাক্তি?
Well, Mr. John, we want a man who had initiative and faculty for management. Do you think you are the right man?

আমি অবশ্যই তা মনে করি। তবে তা কাজের মধ্যে দিয়ে আমি আমার যোগ্যতার প্রমান দিতে চাই। আশা করি আমাকে একটু সুযোগ দেবেন।
I think so. Anyway, I would like to prove my ability. Hope you will kindly give me a chance.

আচ্ছা মিঃ জন, রাজনীতি সম্পর্কে আপনার মত কি?
By the by Mr. John, what is your idea about politics?

আজকের দিনে কেউ রাজনীতিকে এড়িয়ে চলতে পারে না। তবে আমি সক্রিয় রাজনীতি পছন্দ করি না।
Nowadays anybody living in a society can’t avoid politics. But I don’t like active politics.

আমার আর কিছু জানার নেই, মিঃ জন। ধন্যবাদ।
That’s all, Mr. John. Thank you.

2 thoughts on “কিভাবে চাকুরীর জন্য Interview দিতে হয়?”

Leave a comment