100 Daily use English Sentences with Bengali Meaning

100 Daily use English Sentences: আজকে আমরা শিখব ১০০টি বাছাই করা ইংরেজি বাক্য। এই বাক্যগুলি আপনাকে অনর্গল ইংরেজি বলতে সাহায্য করবে। কারন এই বাক্যগুলি বাড়ি থেকে অফিস সব জায়গায় ব্যবহার করতে পারবেন। Fluently English বলতে গেলে এই ধরনের বাক্য আপনাকে শিখে রাখতেই হবে। তবেই আপনি confidently and smartly English বলতে পারবেন। তাহলে চলুন বাক্যগুলি শিখে নেওয়া যাক –

ইংরেজি শিখতে গেলে যেগুলি জানা অবশ্যই দরকারঃ

Useful Sentences for Daily Use

এটা পৃথিবীর শেষ নয়।
It’s not the end of the world.
# এই বাক্যটি তখন ব্যবহার করা হয় যখন – কোন সমস্যাকে যতটা খারাপ মনে করা হয়, সেতা ততটা খারাপ নয় এই অর্থে। আসলে কোন কোন সমস্যাকে আমরা খুব বড় বলে মনে করি, আসলে কিন্তু সেটা অত বড় নয়। সেটা বোঝাতে এই Phrase টি ব্যবহার করা হয়।

তুমি কি ধীরে কথা বলবে?
Would you speak slowly? – Polite request করতে বাক্যে Would কে ব্যবহার করা হয়।

আবার আসবেন।
Do come again. এখানে বাক্যে জোর দিতে Do কে ব্যবহার করা হয়েছে।

তোমার কি ইনস্টাগ্রাম আছে?
Do you have Instagram? # এখানে আমরা অন্যান্য Social site এর কথাও বলতে পারি – Facebook, Whatsapp, Telegram etc.

তাকে গালি দিও না।
Don’t abuse him. Abuse – গালাগালি করা, খারাপ ব্যবহার করা, অপমান করা

বোকা হয়ো না।
Don’t be silly. Silly – মূর্খ, বোকাটে, বোকা লোক

তুমি কি আসছ?
Are you coming?

তুমি কি আমার সাথে আসছ?
Are you coming with me?

তুমি কি আমাকে বলতে পারো কি ঘটেছিল?
Can you tell me what happened?

তুমি কি ওটা আবার বলতে পারবে?
Could you repeat that, please?

আমি কি তোমাকে ঠিক বুঝেছি?
Did I get you right? Get – বুঝতে পারা

তুমি কি কিছু চাও?
Do you want something?

তুমি কি এটি সম্পর্কে কথা বলতে চাও?
Do you want to talk about it?

তুমি কি কফি চাও? তুমি কি কফি খাবে?
Do you want coffee?

অজুহাত দেবে না।
Don’t make excuses.

আমাকে বোকা বানাবে না।
Don’t make fool out of me.

আমাকে রাগাবে না।
Don’t make me angry.

আমার সাথে ঝগড়া করো না।
Don’t mess with me.

এটা মনে নেবেন না।
Don’t take it to heart.

বাজে কথা বলবে না।
Don’t talk nonsense.

Daily use English Sentences

গাড়ি আস্তে চালাও।
Drive the car slowly.

আমাকে বাড়ীতে ছেড়ে দাও।
Drop me home.

ঈশ্বরে বিশ্বাস রাখ।
Have faith in God.

তিনি অসুস্থ।
He is not well. He is unwell.

সে তাকে খুব রাগিয়ে দিয়েছিল।
He made him very angry.

আপনি কেমন আছেন?
How are you?

আমি তোমাকে কীভাবে সাহায্য করতে পারি?
How can I help you?

তুমি কিভাবে জান?
How do you know?

কেমন চলছে?
How is it going?

তুমি কত দিন থাকবে?
How long will you stay?

ভ্রমনটা কেমন ছিল?
How was the journey?

আমি অনেক ভালো বোধ করছি।
I am feeling much better.

আমি আজ খুব বিষণ্ণ বোধ করছি।
I am feeling very depressed today.

আমার ভয় করছে।
I am freaking out.

আমার ঘুম পাচ্ছে।
I am getting sleepy.

আমি কষ্টে আছি।
I am in trouble.
Trouble – কষ্ট, সমস্যা, দুঃখ, অসুবিধা, ফেসাদ

এত দেরী হওয়ার জন্য আমি দুখিত।
I am sorry for being so late.

আমি দুঃখিত, আমি তোমাকে বুঝতে পারিনি।
I am sorry, I didn’t get you.

আমি এখন খুব খুশি।
I am very happy right now.

আমি জানি না।
I don’t know.

আমার একটা কালো গাড়ি আছে।
I have a black car.

আমি সত্যিই তোমার সাহায্যের প্রশংসা করি।
I really appreciate your help.

আমি সারাদিন খারাপ মেজাজে ছিলাম।
I was in a bad mood all day.

আমি শহরের বাইরে ছিলাম।
I was out of town/station.

আমি এক মিনিটের মধ্যে তোমার সাথে থাকব।
I will be with you in a minute.

আমি তোমাকে টেক্সট করবো। (মেসেজ)
I will text you.

আমি আমার যথাসাধ্য চেষ্টা করব।
I will try my best.

দয়া করে এক কাপ চা চাই।
I would like a cup of tea, please.

এটা কোন ব্যাপার না।
It doesn’t matter.

এটা একটা কঠিন দিন ছিল।
It’s been a difficult day.

English sentences used in daily life

এটা মূল্যহীন নয়।
It’s not worth it. (ওয়ার্থ)
অনেক সময় আমরা Important কিছু বলছি বা করছি, কিন্তু সেটা গুরুত্ব পায় না, বা কেউ গুরত্ব দেয় না। তখন এটি ব্যবহার করতে পারি।

খালি আমাকে ডাক দিবে।
Just call me.

ভাল কাজ করতে থাকো।
Keep up the good work.

আমাকে একা থাকতে দাও।
Leave me alone.

আমাকে দেখতে দাও।
Let me see.

আমাকে স্নান করতে দাও।
Let me take bath.

অনেক দিন ধরে দেখা নেই।
Long time no see.

নিজেকে আরামদায়ক করুন।
নিজেকে সাছন্দ্য বোধ করুন।
Make yourself comfortable.
# বাড়ীতে guest এলে তাকে আপনি এই বাক্যটি বলতে পারেন।

মুখ সামলে কথা বল।
তোমার ভাষা সংযত কর।
Mind your language.

নিজের চরকায় তেল দাও।
Mind your own business.
# নিজের কাজ কর, আমাকে জ্ঞান দিতে এসো না।

কিছু মনে করো না।
Never mind.

দেখা হওয়ায় খুশী হলাম।
Nice to meet you.

দয়া করে বসুন।
Please be seated.

দয়া করে আরেকটু থাকুন।
Please stay a little longer.

কাল দেখা হবে।
See you tomorrow.

সে আমার সেরা বন্ধু।
She is my best friend.

সে খুব কথা বলে।
She is very talkative.
Talkative – যারা খুব কথা বলে, গল্পপ্রিয় বা বাচাল।

দুঃখিত আমি শুনছিলাম না।
Sorry I wasn’t listening.

আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত।
Sorry to bother you.

এটা ভালো খবর।
This is good news.

এখানে অনেক লোক আছে।
There are too many people here.

সন্দেহের কোন অবকাশ নেই।
There is no room for doubt.

তারা একে অপরকে পছন্দ করে।
They like each other.

Spoken English sentences Everyday

বলার আগে ভাব।
Think before you speak.

এটা হতে পারে না।
This can’t be happening.

বুঝার চেষ্টা কর।
Try to understand.

মাথা খাটাও।
Use your brain.

অবসরে তুমি কি করতে পছন্দ কর?
What do you like to do in your free time?

তুমি কি বলতে চাও?
What do you mean?

তুমি কি মনে কর?
What do you think?

সে কি কথা বলছে?
What is he talking about?

এটা কি?
What is this?

কি হচ্ছে এসব?
What’s going on?

আজ কত তারিখ?
What’s the date today?

সমস্যা কি?
What’s the problem?

আপনার ফোন নম্বর কি?
What’s your phone number?

তুমি কোথা থেকে আসছো?
Where are you from?

তুমি কোথায় যাচ্ছ?
Where are you going?

সে কোথায়?
Where is he?

আপনি কোথায় ছিলেন?
Where were you?

তুমি কি আবার আসবে?
Will you come again?

আপনি সবসময় সঠিক।
You are always right.

তুমি ধৈর্যহীন।
You are impatient.

তুমি খারাপ মেজাজে আছো।
You are in a bad mood.

তোমাকে ক্লান্ত দেখাচ্ছে।
You look tired.