87 Daily Use English Sentences

87 Daily Use English Sentences: আজকের ক্লাসে আমরা Practice করব। কিন্তু কি Practice করব? যে বাক্যগুলি আমরা প্রতিদিন বাংলায় বলে থাকি। মানে এই বাক্য গুলি আমরা চিনি। আজকে তাদের ইংরেজি করব। যদি এই বাক্যগুলির আমরা ইংরেজি শিখে নিতে পারি – তাহলে খুব সহজে আমরা ইংরেজি বলতে শিখে যাব। তাহলে চলুন শুরু করি আজকের ক্লাস –

ইংরেজি শিখতে গেলে যেগুলি জানা অবশ্যই দরকারঃ

নিচে নামো। Come down.
আমাকে আবার কল কর। Call me back.
ঠিক আছে। All right.
জিজ্ঞাসা করো না। Don’t ask.
সে কি এসেছিল? Did he come?
এটা আশ্চর্যজনক। It’s amazing.
আমি পারি। I can.
আমি পরোয়া করি না। I don’t care.
একটু বেশি। A bit more.
আমাকে জিজ্ঞাসা কর। Ask me.
আমি রাজী। I agree.
মনযোগী হও। Be attentive.
ভাল ধারণা। Good idea.
সে আমার বয়সী। He is my age.
তোমার ইচ্ছা। As you wish.
চলে যাও। Get out.
আমি বাড়িতে আছি। I am at home.
আর কিছু? Anything else?
অন্তত At least
আমার কোন ধারণা নেই। I have no idea.
আর কিছু না। Nothing else.
ভিতরে এসো। Come in.
আমাকে অনুসরণ কর। Follow me.
ঠিক আছে। All right.
না, কখনই না। No, never.
আমি আসছি। I am coming.
আমি অবিবাহিত। I am single.
ধীরে কথা বল। Speak slowly.
তাকে অনুসরণ কর। Follow him.
বিশেষ কিছু না। Nothing special.

Sentences You Can Use in Everyday

87 Daily Use English Sentences

এটা ভুলে যাও। Forget it.
নিজেকে উপভোগ কর। Enjoy yourself.
স্বাগত। Welcome.
ওটা ভুলে যাও। Forget that.
আবার দেখা হবে। See you again.
নিশ্চিন্তে থাকো। Rest assured.
ভদ্রভাবে আচরণ কর। Behave yourself.
আমাকে ডাকো। Call me.
কত বোকা! How stupid!
চিৎকার করবে না। Don’t shout.
কে জানে? Who knows?
আমাকে বিশ্বাস কর। Believe me.
কত বোকা! How foolish!
ধৈর্য্য ধারন কর। Be patient.
কি হলো? What happened?
খুব ভাল। Very fine.
আমি তাই মনে করি। I think so.
এগিয়ে যাও। Go ahead.
পরিষ্কার কর। Clean up.
এটা চমত্কার। This is superb.
অপব্যবহার করবে না। Don’t abuse.
মনোযোগ দিয়ে শুন। Listen carefully.
সংকোচ করবে না। Don’t hesitate.
নতুন কি? What’s new?
বসে যাও। Be seated.
জোরে কথা বল। Speak loudly.
সোজা যাও। Go straight.
কিছু মনে করো না। Never mind.
আমিও। Mee too.
জোরে হাঁটো। Walk fast.

Common English-Speaking Sentences

87 Daily Use English Sentences

উপরে যাও। Go upstairs.
আমি তোমাকে ডাকব। I will call you.
আর কি? What else?
আস্তে হাঁটো। Walk slowly.
প্রয়োজন নেই। Not required.
খুব ভাল। Too good.
একই অবস্থা। Same here.
আমাকে যেতে দাও। Let me go.
আমাকে জবাব দাও। Answer me.
আমার আনন্দ হবে। My pleasure.
আমি বিবাহিত। I am married.
এটা ছেড়ে দাও। Leave it.
কথা বল। Speak up.
কেমন অযৌক্তিক! How absurd!
এটি আসাধারন। It’s fantastic.
জাহির করবে না। Don’t show off.
চিন্তা করবে না। Don’t worry.
আর কে? Who else?
বলতে পারব না। I can’t say.
আগামীকাল দেখা হবে। See you tomorrow.
একদমই না। Not at all.
তুমি যেমন বলবে। As you say.
এই আসছি। Just coming.
আমি বুঝতে পেরেছি৷ I see.
সে ভালো আছে। He is fine.
একটুও না। Not a bit.
শীঘ্রই আবার দেখা হবে। See you soon.