অনর্গল ইংরেজি বলতে প্রশ্ন করা শিখুন
40 Daily use English Questions: আপনার কি ইংরেজিতে প্রশ্ন করতে ভয় করে? তাহলে আজ থেকে ইংরেজিতে প্রশ্ন করা শিখুন। আজকে আমি আপনাকে শেখাব এমন কিছু প্রশ্ন যা ইংরেজি বলতে গেলে যে প্রশ্নগুলি জানা খুবই জরুরী। এইগুলি আপনাকে অনর্গল ইংরেজি বলতে সাহায্য করবে। তাছাড়া এগুলি শিখে রাখলে আপনি আরও অনেক এই রকম প্রশ্ন করা শিখে যাবেন নিজে থেকে। এবং ইংরেজিতে প্রশ্ন করার ভয় একেবারে কেটে যাবে।
ইংরেজি শিখতে গেলে যেগুলি জানা অবশ্যই দরকারঃ
- গল্পটা কি
- কি ব্যাপার?
- কোথায় ব্যথা?
- সমস্যাটা কি?
- ডেস্কে কি আছে?
- জাদুঘর কোথায়?
- স্টেশন কোথায়?
- বাসের ভাড়া কত?
- এখন সময় কত?
- তুমি কখন ফিরবে?
- তুমি কতটা চাও?
- তুমি আসছ কি না?
- তুমি খেয়েছো কি?
- বাতিটি কি নিভিয়ে দেব?
- সিনেমা কখন শুরু হবে?
- সে কখন বাড়ি ফিরবে?
- সে কখন অফিস ছাড়ে?
Most common questions in English
40 Daily use English Questions
গল্পটা কি? What is the story? | |
কি ব্যাপার? What’s the matter? | |
কোথায় ব্যথা? Where is the pain? | |
সিনেমাটা কি ভালো ছিল? Was the movie good? | |
জাদুঘর কোথায়? Where’s the museum? | |
ফুলদানি কে ভেঙেছে? Who broke the vase? | |
ডেস্কে কি আছে? What is in the desk? | |
সমস্যাটা কি? What is the problem? | |
বাসের ভাড়া কত? What’s the bus fare? | |
আমি কি টিভি চালু করতে পারি? Can I turn on the TV? | |
আমি কি টিভি বন্ধ করতে পারি? Can I turn off the TV? | |
স্টেশন কোথায়? Where is the station? | |
আপনি কি খুঁজছেন? What are you looking for? | |
এখন সময় কত? What is the time now? | |
এখন কোন মাস চলছে? What month is running now? | |
ট্রেনটা কি চলে গেছে? Has the train left? | |
তুমি কখন ফিরবে? When will you return? | |
তুমি কতটা চাও? How much do you want? | |
তুমি আসছ কি না? Are you coming or not? | |
তোমার হাতে ওটা কি? What is it in your hand? |
Questions used in daily life
40 Daily use English Questions
তিনি কখন বাড়ি ফিরবেন? When will he return home? |
তুমি আমায় চিমটি কাটছ কেন? Why do you pinch me? |
তুমি খেয়েছো কি? Have you had your meal? |
তুই কি লাঞ্ছ খেতে আসবি? Will you be back for lunch? |
বাতিটি কি নিভিয়ে দেব? Shall I turn the light off? |
সিনেমা কখন শুরু হবে? What time does the movie start? |
তোমার কি আরো কিছু লাগবে? Do you need anything else? |
আপনি কি কাজ শেষ করেছেন? Did you finish the job? |
সে কটার সময় অফিস ছাড়ে? What time does he leave his office? |
পয়লা জানুয়ারী কি বার? What day is it on the first of January? |
গত সপ্তাহে তুমি কোথায় ছিলে? Where had you been in the last week? |
তুমি কি তোমার গ্রামে গিয়েছিলে? Had you been to your village? |
আপনি দুধ খেতে পছন্দ করবেন না কফি? Would you like milk or coffee? |
তুমি কি ঘণ্টার শব্দ শুনতে পাওনি? Did you not hear the bell? |
তুমি কি প্রাত ভ্রমনে গিয়েছিলে? Did you go for a walk in the morning? |
তুমি ঘণ্টায় ঘণ্টায় চা খাও কেন? Why do you take tea every hour? |
তুমি আগে কখনো দিল্লী গেছ কি? Have you ever been to Delhi before? |
আমি বুঝি তোমায় সহজে ছেড়ে দেব? Do you expect me to let you go easily? |
ফেরার পথে কি একবার আসবেন? Will you drop in here on your way back? |
আমি কি আপনার পাসপোর্ট দেখতে পারি? Can I see your passport, please? |
তোমার কাছে কি ট্যাক্সির জন্য ফোন নাম্বার আছে? Do you have the number for a taxi? |
তুমি যে কোম্পানিতে কাজ কর তার নাম কি? What’s the name of the company you work for? |