50 Daily use Questions & Answers

বাড়িতে বসে কিভাবে আপনার ইংরেজি অভ্যাস করা উচিত 

আজ আমি আপনাকে বলব কিভাবে আপনি বাড়িতে বসে ইংরেজি অভ্যাস করবেন? শুধু বাড়িতে নয় আপনি আপনার বন্ধু বান্ধবদের সাথেও এগুলি আলোচনা করতে পারেন। ইংরেজিতে যদি আপনাকে conversation করতে হয় তাহলে আপনাকে অনেক অনেক প্রশ্ন করা শিখতে হবে, আর তবেই আপনার conversation অনেক দীর্ঘ হবে। তবে তার সাথে আপনার প্রশ্নগুলির উত্তরও জানা উচিত। তবেই কেউ আপনাকে প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন। আর আপনার ইংরেজি হবে অনেক fluent. 
Daily use Questions & Answers
আজ আপনাকে আমি ৫০ টি প্রশ্ন উত্তর দেব, এগুলি আপনি বাড়িতে কিংবা বন্ধু বান্ধব দের সাথে আলোচনা করুন। যদি আপনার কেউ না থেকে থাকে, তাহলে নিজেকে আয়নার সামনে দাঁড় করান, আর প্রশ্নগুলি নিজেকে করুন, এবং তার উত্তর দেবার চেষ্টা করুন। এতে আপনার confident অনেক বেড়ে যাবে। আর যদি এটা করতে পারেন তাহলে আপনি যেকোন situation এ fluently ইংরেজি বলতে পারবেন। এতে আপনার লাভ এটাই হবে যে – আপনি নিজের ভুল গুলি নিজেই ধরতে পারবেন। ইংরেজি বলার সময় আপনার বডি ল্যাঙ্গুয়েজ কেমন থাকে সেটাও দেখতে পাবেন। তাই নিজের উন্নতি নিজেই করতে পারবেন। বাড়িতে ইংরেজি শেখার এটা একটা সবচেয়ে ভালো উপায়।

এই প্রশ্নগুলির উত্তর জানতে ভিডিওটি অবশ্যই দেখুন

তুমি কি এটা আগে করেছ?
Have you done this before?

না, কখনো এটা করিনি।
No, I never did it.

এখানে তুমি কতদিন আছ?
How long have you been here?

প্রায় ১০ দিন এখানে আছি।
I’ve been here for about 10 days.

তুমি আমেরিকায় কতদিন আছ?
How long have you been in America?

একমাস হল আমি এখানে এসেছি।
It’s been a month since I’ve been here.

তুমি এখানে কতদিন ছিলে?
How long have you lived here?

আমি এখানে ৫ দিন ছিলাম।
I’ve been here for 5 days.

তোমার ছেলেমেয়ে কয়জন ?
How many children do you have?

আমার একছেলে এবং এক মেয়ে।
I have one son and one daughter.

তুমি কয়টি ভাষায় কথা বলতে পারো?
How many languages can you speak?

আমি তিনটি ভাষায় কথা বলতে পারি।
I can speak three languages.

তোমার পরিবারের সদস্যসংখ্যা কত?
How many people do you have in your family?

আমার পরিবারে ৪ জন সদস্য।
There are 4 members in my family.

আপনি কততে কিনতে চান?
How much do you want to buy?

১০ ডলার হলে আমি এটা নেব।
If it’s 10 dollars, I’ll take it.

তুমি কবে এই জামাটি কিনেছ?
When did you buy this shirt?

গতকাল আমি শার্টটি কিনেছি।
I bought this shirt yesterday.

তুমি কি এখন কিছু খাবে?
Will you eat anything now?

না, আমার ভালো লাগছেনা।
No, I don’t feel well.

তোমার কোন এলার্জি আছে?
Do you have any allergies?
সামূদ্রিক খাবারে আমার এলার্জি আছে।
I’m allergic to seafood.

তোমার ঘড়িটি কি এইটার মতো?
Is your watch like this one?

একদম একই রকম দেখতে।
It’s exactly similar.

তোমার দাদু কবে মারা গেছে?
When did your grandfather die?

গতবছর আমার দাদু মারা গেছেন।
My grandfather passed away last year.

সে কি তোমার চেয়ে বড়?
Is she older than you?

হ্যাঁ, সে আমার চেয়ে বয়সে বড়।
Yes, she’s older than me.

তুমি কি নিয়ে পড়াশোনা কর?
What do you study?

আমি ইংরেজিতে অনার্স করছি।
I’m doing honors in English.

তুমি কী করতে চাও?
What do you want to do?

আমি শিক্ষক হতে চাই।
I want to be a teacher.

তুমি কোন কলেজে পড়?
Which college do you read?

আমি সিটি কলেজে পড়ি।
I read in city college.
তোমার শেষ নাম কি?
What’s your last name?

আমার শেষ নাম হল রয়।
My last name is Roy.

তোমার বইগুলি কোথায়?
Where are your books?

(বইগুলি) টেবিলের উপর রাখা আছে।
Books are on the table.

তুমি কোথায় গিয়েছিলে?
Where did you go?

আমি একটু বেড়াতে গিয়েছিলাম।
I went for a walk.

তুমি কোথা থেকে ইংরেজি শিখেছ?
Where did you learn English?

আমি একটি ইনস্টিটিউট থেকে শিখেছি।
I learned from an institute.

এর আগে তুমি কোথায় কাজ করতে?
Where did you work before?

আমি একটি টেলিফোন কোম্পানিতে কাজ করতাম।
I worked for a telephone company.

তুমি কোথায় থাকো?
Where do you live?

আমি একটি গ্রামে থাকি।
I live in a village.

তুমি কোথায়?
Where are you?

আমি এখন পোস্ট অফিসে।
I’m at the post office now.

এই চিঠিটা কে পাঠিয়েছে?
Who sent this letter?

চিঠিটা আমার বাবা পাঠিয়েছে।
My father sent the letter.

তুমি কি এটা কিনতে চাও?
Would you like to buy this?

হ্যাঁ, আমার কেনার ইচ্ছে আছে।
Yes, I want to buy.

 How should you practice your English at home

আজকের প্রশ্ন গুলি একটি কাগজে লিখুন, এবার আপনি আয়নার সামনে দাঁড়ান। একটা করে প্রশ্ন আয়নার দিকে তাকিয়ে বলুন, আর নিজের মনের মত করে উত্তর গুলি দেবার চেষ্টা করুন। দেখুন আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন ঠিকঠাক ভাবে। এতে আপনি নিজেই বুঝে যাবেন যে আপনার লেভেল কি ইংরেজি বলার ক্ষেত্রে। আপনার আরও কতটা উন্নতির দরকার সেটাও বুঝে যাবেন। তাছাড়া আপনার লজ্জা এবং ভয় দুটোই কেটে যাবে। তবে আয়নার সামনে দাঁড়িয়ে যা বলবেন সব জোরে জোরে বলবেন, মনে মনে বলবেন না। এমন ভাবে বলুন যেন আপনার কান শুনতে পায়। তবেই আপনার উন্নতি খুব দ্রুত হবে।  

3 thoughts on “50 Daily use Questions & Answers”

  1. The DailySurma.com news has been published from our own News Reporter as well as from the sources of various news sites, blog websites, Bangla and English websites. Outside of our own report, there is no door for the Daily Surma for other news. There are news sources for each news. If there is any doubt about any kind of news please contact us. We'll remove the news. Also, by email, email us or contact us from the contact page to reveal the events that happened next to you.
    all bangla newspaper, bangla news

    Reply

Leave a comment