Daily use English Sentences 1-100

Daily use English Sentences 1-100: আজকে আমরা শিখব এমন ১০০টি ইংরেজি বাক্য যেগুলি প্রতিদিন ব্যবহার হয়। ইংরেজি বলতে গেলে আপনাকে জানতে হবে অনেক অনেক বাক্য। তবেই আপনি দ্রুত ইংরেজি বলতে শিখবেন। আজকে আমি আপনাকে যে বাক্যগুলি শেখাব সেগুলি আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। আপনার স্পোকেন ইংলিশের উন্নতি করতে হলে আপনাকে অবশ্যই এই বাক্যগুলি শিখে রাখতে হবে। আপনি যদি beginner হয়ে থাকেন তাহলে এই বাক্যগুলি মন দিয়ে শিখুন, আর সময় মত এই বাক্যগুলি ব্যবহার করার চেষ্টা করুন।

ইংরেজি শিখতে গেলে যেগুলি জানা অবশ্যই দরকারঃ

1যত তাড়াতাড়ি সম্ভব। As soon as possible. As early as possible.
2টমেটো খুব ক্ষুধাবর্ধক। Tomatoes are very appetizing. (টমেটোজ)
3ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। Pray to God.
4আমরা খুব মজা করেছিলাম। We had a lot of fun.
5এটা তোমার জন্য খুবই ভালো। This is very good for you. It’s too good for you.
6রোম হয় ইতালিতে। Rome is in Italy. (ইটালী)
7কি হচ্ছে? What is going on? What’s going on?
8তুমি কি করতে চাও? What do you want to do? 
9সে কখন জন্মগ্রহণ করেছিল? When was he born? 
10এটার দাম কত? How much does it cost? How much is it?
11তুমি লোকের সাথে ব্যবহার করতে জান না। You don’t know how to deal with others.
12জুতটি পর। Put on the shoes.
13শান্ত হও – Be calm
14তাই কি? – Is it?
15এটা হয়ে গেছে – It’s done
16আমি চেষ্টা করব – I will try.
17আমার পথ থেকে সরে যাও। Move out of my way. Get out of my way.
18কি পান করবেন? What drink will you have? What to drink?
19তুমি কেমন আছ? How are you?
20সে অনেক কথা। It is a long story. 
21তিনি এখনও বেঁচে আছেন। He is still alive.
22আজ না হোক কাল – Sooner or later
23আমি রাজী – I agree.
24তুমি কীভাবে বাজারে যাও? How do you go to the market?
25কখন যেতে হবে? When to go?

English Sentences Used in Daily life

26তুমি কি আমার সাথে আছ? Are you with me?
27তোমার বন্ধুর নাম কি? What is your friend’s name?
28আনন্দ কর। Enjoy yourself. Have fun.
29এক কি ঝামেলা! What a mess!
30এটা ভালো শোনাচ্ছে। ভালো লাগছে। It’s sounds good.  
31সে ঘুমোচ্ছিলো। He was asleep.
32আমি বাইকে করে জিমে যাচ্ছিলাম। I was going to gym by bike.
33ঠিক আছে। All right.
34আমি অবিবাহিত। I am unmarried. I am single.
35এটাকে পরিষ্কার রাখ।  Keep it clean.
36মাঝেমধ্যে – Off and on, Occasionally
37আবার কর। Try again.
38আমার হাত ধরো। Hold my hand.
39আর কিছু না। Nothing else. Nothing more.
40মিথ্যা বলবে না। Don’t lie.
41রাতে বের হওয়া ঠিক হবে না। It is not right to be out at night.
42ইশারা করো না। Do not gesture. 
43তারা খাওয়ার পরে এসেছিল। They came after eating.
44আমি প্রতিদিন রান্না করি। I cook every day.
45আমার মা লন্ড্রি করে। My mother does the laundry. (লন্ড্রি)
46আমার মাথা ব্যাথা করছে / মাথা ধরেছে। I have a headache.
47তোমার কাছে আরো সস্তা কিছু আছে? Do you have anything cheaper?
48মেয়েটি সুন্দরী। She’s pretty. The girl is pretty. (প্রিটি)
49এটা নয় ডলারের চেয়ে কম। It’s less than 9 dollars.
50তুমি কত রোজগার কর? How much do you earn?

 

Sentences you can use everyday

51কটা বাজে?/ সময় কত? What time is it?
52এর মধ্যে কী আছে? What’s in it?
53বিকেল চারটায়। At 4 o’clock in the afternoon.
54তুমি কোথায় গিয়েছিলে? Where did you go?
55তুমি কতটা নিতে চাও? How much do you want to take?
56তুমি কতদিন ধরে এখানে আছ? How long have you been here?
57ইংরেজি অভ্যাস করা যাক। Let’s practice English.
58আবহাওয়া কেমন? How’s the weather?
59সবসময় পরিস্কার পরিচ্ছন্ন থাকো। Stay neat and clean always.
60জুতোটি পরে নাও। Put on the shoes.
61তাড়াতাড়ি কর। Make it hurry.
62কেন তুমি গ্লাসটি ভাঙ্গলে? Why you broke the Glass? Why did you break the glass?
63আপনার অনেক বই আছে। You have too many books.
64আমি তোমার কথা বুঝতে পারছি না। I do not understand your words.
65আমি কি তার সাথে কথা বলি? Am I talk to her?
66তুমি কি আজ রাতে ফ্রি? Are you free tonight?
67দোকান কখন খুলবে? What time does the store open?
68৫ই জুন তার জন্মদিন। His birthday is on 5th June.
69আমি দূর্ঘটনায় পড়েছিলাম। I got in an accident.
70তুমি কি পরে ফোন করবে? Can you call back later?
71তারা কোন সময় পৌঁছেছে? What time are they arriving?
72শেখার কোন শেষ নেই। There is no end to learning.
73আমি কি আগামী শুক্রবারের জন্য অ্যাপয়েন্টমেন্ট করতে পারি? Can I make an appointment for next Friday?
74তুমি কি ভাবছ? What are you thinking about?
75তুমি কি আমাকে ভয় পাও? Are you afraid of me?

 

Daily use Spoken English Sentences

76তাকে পড়াশুনা করতে দাও। Let him Study.
77আমি সকালে তাড়াতাড়ি উঠি। I get up early in the morning.
78আবার চেষ্টা কর। Try Again.
79কীভাবে ব্যথা পেল? How did it hurt?
80এখনই। Right now
81আপনি কি খুঁজছেন? What are you looking for?
82অতীত সম্পর্কে চিন্তা করবেন না। Don’t worry about the past.
83আপনি কি ওটা আবার বলবেন? Could you repeat that?
84বাসের ভাড়া কত? How much is the bus fare?
85আমি এটা দেখেছি। I’ve seen it.
86আমি তোমাকে বাসস্টপে নামিয়ে দেবো। I’ll drop you off at the bus stop.
87সে কি স্কুলটি পছন্দ করে? Does he like the school?
88সে কখন এসে পৌছাবে? When does he arrive?
89রাস্তার মোড়ে দূর্ঘটনাটা ঘটেছিল। The accident happened at the intersection.
90তুমি কি নিশ্চিত? Are you sure?
91আমি রাজি। I agree.
92চলো বাইরে যাই। Let’s go out.
93যখন সে আসবে, আমাকে জানাবে। When she will come, please inform me.
94গাড়ি আস্তে চালাও। Drive the car slowly.
95আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। I will try my best.
96তারা একে অপরকে পছন্দ করে।They like each other.
97আপনি কি আমাকে সহযোগিতা করবেন? Will you co-operate with me?
98এখনো পর্যন্ত সব ঠিক আছে। So far so good. 
99আমি এসেছি। I have come.
100মূর্খ হবে না। Don’t be silly.

Daily use English Sentences 1-100: এই sentence গুলি বার বার অভ্যাস করুন। আর সময় পেলে ব্যবহার করুন। তবেই আপনি দ্রুত ইংরেজি বলতে শিখবেন। বাক্যগুলি খুব সহজ তাই আপনি বাক্যগুলি দ্রুত শিখতে পারবেন। এবং বাক্যগুলি মনে রাখাও খুব সহজ। যারা beginner তাদের অবশ্যই এই ধরনের বাক্য শেখা উচিত। কারন এই বাক্যগুলি সব সময় আমাদের লাইফে ব্যবহার হয়। কারন এই বাক্যগুলি আপনার ইংরেজিকে অনায়াসে next level এ নিয়ে যাবে। আপনার স্পোকেন ইংলিশ শেখার ইচ্ছে থাকলে আমাদের প্রতিটা ক্লাস মন দিয়ে করুন। আপনি ইংরেজি বলতে শিখে যাবেন।