খুব সহজে Anyone Anybody Anything এর ব্যবহার
Anyone Anybody Anything in English: ভালোভাবে ইংরেজি বলতে গেলে Anyone, Anybody, Anything এর ব্যবহার জানা দরকার। তাই আজকে আমরা শিখব Anyone, Anybody, Anything কে কিভাবে ইংরেজিতে ব্যবহার করা হয়। কারন অনেকেই আছেন যারা এদের ব্যবহার করতে গিয়ে confused হয়ে যান। আশা করি আজকের পর এদের ব্যবহার করতে আর আপনার অসুবিধা হবে না। কারন আজকে আমি আপনাদের সব doubt clear করে দেব।
Anything, Anyone and Anybody – এদেরকে singular verb এর সাথে ব্যবহার করা হয়।
Anyone এবং anybody এর মধ্যে কোন পার্থক্য নেই। কিন্তু Anybody কে spoken English এ খুব বেশিভাবে ব্যবহার করা হয়।
Anyone এবং Anybody এর অর্থ এক।
Anyone অনেক বেশী formal Anybody এর চেয়ে।
Anyone কে বেশী ব্যবহার করা writing এর ক্ষেত্রে।
Anyone একটি pronoun যার অর্থ “যে কোনও ব্যক্তি”।
কিন্তু Anybody কে interchange করে Anyone এর জায়গায় ব্যবহার করা যায়।
ইংরেজি শিখতে গেলে যেগুলি জানা অবশ্যই দরকারঃ
Use of Anyone Anybody Anything
Anyone Anybody Anything:
To ask questions:
প্রশ্ন করতে ‘anyone’ এবং ‘anybody’ কে ব্যবহার করা যায় –
কেউ কি শুনতে পাচ্ছেন?
Can anyone hear me?
Can anybody hear me?
# এখানে আমরা Anyone এর জায়গায় Anybody কে ব্যবহার করতে পারি। এতে অর্থের কোন পরিবর্তন হয় না।
General statements:
যে কেউ ইংরেজি শিখতে পারে।
Anyone can learn English.
Anybody can learn English.
Negative sentence:
আমি এখানে কাউকে চিনি না।
I don’t know anyone here.
I don’t know anybody here.
তাহলে আমরা শিখলাম – প্রশ্ন করতে, General statement দিতে এবং Negative sentence তৈরি করতে Anyone এবং Anybody কে ব্যবহার কয়া হয়।
আশা করি আমি এদের ব্যবহার সম্পর্কে আপনাকে একটা ধারনা দিতে পেরেছি। এবার চলুন Real life ব্যবহার শিখব কিছু Sentence এর মাধ্যমে। এতে আমাদের Spoken English practice হয়ে যাবে। এবং এগুলি শেখার পরে আপনি অনেক confidently এদেরকে ব্যবহার করতে পারবেন।
How to use Anyone
Anyone Anybody Anything:
আমার কাউকে দরকার নেই। I don’t need anyone.
আমি কাউকে দেখি নি। I don’t see anyone.
কাউকে আঘাত করবে না।Don’t hurt anyone.
কাউকে জিজ্ঞাসা কর। Ask anyone.
কাউকে ডাকবে না। Don’t call anyone.
কাউকে বলবে না। Don’t tell anyone.
কাউকে বিশ্বাস করবে না। Don’t trust anyone.
কেউ কি এখানে আছেন? Is anyone here?
যে কেউ এটি করতে পারেন। Anyone can do that.
এই বাক্যগুলি আমাদের জীবনে সব সময় ব্যবহার হয়। তাই Fluently English বলতে গেলে আপনাকে অবশ্যই এদেরকে ব্যবহার করতেই হবে। এবার শিখব Anybody এর Real life ব্যবহার।
Correct use of Anybody
Anyone Anybody Anything:
আমি কাউকে বিশ্বাস করি না। I don’t trust anybody.
আমি কারও সাথে কথা বলিনি। I didn’t talk to anybody.
আমি কাউকে দোষ দিচ্ছি না। I’m not blaming anybody.
আর কেউ অনুপস্থিত ছিল? Was anybody else absent?
কেউ কি এই সম্পর্কে জানে? Does anybody know about this?
কেউ কি লাইনে আছে? Is anybody on the line?
কেন কেউ আমাকে বলেনি? Why didn’t anybody tell me?
কেন কেউ উত্তর দেয় না? Why doesn’t anybody answer?
কেন কেউ এমন করবে? Why would anybody do that?
তুমি কি কাউকে পছন্দ করো না? Don’t you like anybody?
তুমি কি কাউকে বিশ্বাস কর না? Don’t you trust anybody?
যে কেউ ভুল করতে পারে। Anybody can make a mistake.
আশা করি এই Sentence গুলি আপনার অনেক কাজে আসবে। এবং ইংরেজি শিখতে আপনাকে অনেক সাহায্য করবে। এবার চলুন anything নিয়ে আলোচনা করা যাক –
Anything – যে কোন কিছু
Anyone Anybody Anything:
Negative sentence এবং Interrogative sentence তৈরি করতে খুব বেশী ভাবে ব্যবহার করা হয়। তাহলে চলুন এক এক করে শেখা যাক –
আপনি কি কিছু দেখেছেন? Have you seen anything?
আমরা কিছুই করি না। We don’t do anything.
আমি কিছুই বলতে পারি না। I can’t say anything.
আর কিছু? Anything else?
কিছু করবে না। Don’t do anything.
কোন কিছু কি ভেঙে গেছে? Is anything broken?
কোন কিছু বলবে না। Don’t say anything.
তারা কি কিছু খুঁজে পেয়েছিল? Did they find anything?
তুমি কি কিছু চাও? Do you want anything?