Use of Do Does Did in Bengali

Use of Do Does Did in Bengali: আপনি কি ইংরেজি গ্রামার ঠিক মত জানেন না? তাহলে চলুন আজকে আমরা শিখব Do, does এবং Did এর ব্যবহার। ইংরেজি বলতে গেলে কিংবা লিখতে গেলে এদেরকে কে ব্যবহার করতেই হবে। তাই আমরা শিখব Do, does এবং Did এর ব্যবহার শেখা উচিত। অনেকেই আছেন যারা এদেরকে কে সঠিক ভাবে ব্যবহার করতে পারেন না। আজকে আমি খুব সহজে এদের ব্যবহার আপনাকে শিখিয়ে দেব, আর কোন দিন ভুল হবে না।

ইংরেজি শিখতে গেলে যেগুলি জানা অবশ্যই দরকারঃ

Basic English Grammar in Bengali

Use of Do in English

Use of Do Does Did in Bengali Part -1

Do – করা
I, you, we, they – এদের সাথে Do কে ব্যবহার করা হয়। আপনাকে মনে রাখতে হবে – বাক্যের Subject (I, you, we, they) থাকলে আমরা Do কে ব্যবহার করব।

চলুন জেনে নেওয়া যাক Do কে কোথায় কোথায় ব্যবহার করা হয়?
# Main Verb হিসাবে
# Helping Verb হিসাবে
# বাক্যে জোর দিতে
# প্রশ্ন করতে
# Negative Sentence তৈরি করতে
এগুলি আপনাকে মনে রাখতে হবে।

# Main Verb
আমি তা করি। I do that.
আমি এটা করতে পারব। I could do that.
আমি আমার কাজটি করি। I do my work.

চল এটা করি। Let’s do this.
আমি সব কিছু করব। I will do everything.
আমি আর কখনও করব না। I will never do it again.
আমাকে আমার কাজ করতে দাও। Let me do my work.
আমাদের এটি করা উচিত। We should do this.
তুমি তোমার কাজ করো। You do your work.

# বাক্যে জোর দিতে
তারা যায়তো। They do go.
#এখানে Main Verb “Go” কিন্তু তার আগে Do ব্যবহার করে বাক্যে একটা জোর দেওয়া হচ্ছে।
আমি খাইতো। I do eat.
আমরা পড়াশোনা করিতো। We do study.

# প্রশ্ন করতে Do এর ব্যবহার

Do দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন Do কে as a Helping Verb ব্যবহার করা হয়।
Sentence Structure:
Do+S+V+O? এই সহজ নিয়মটা আপনাকে মনে রাখতে হবে তাহলে Do, Does এবং Did দিয়ে Interrogative Sentence তৈরি করতে ভুল হবে না। শুধুমাত্র Do এর জায়গায় Does কিংবা Did কে ব্যবহার করতে হবে।

তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? Do you hear me?
তুমি কি ধুমপান কর? Do you smoke?
তুমি কি তাকে চেনো? Do you know her?
তুমি কি টাকা চাও? Do you want money?

কেন জিজ্ঞাসা করছ? Why do you ask? # এখানে Wh-Word এর সাথে Do কে ব্যবহার করে Interrogative Sentence তৈরি করা হয়েছে। আর একটা উদাহরন দেখা যাক –
তুমি মিথ্যা কেন বলো? Why do you lie?

# Negative Sentence তৈরি করতে
আমাকে মিথ্যা বলবে না। Don’t lie to me.
আমি আর চাই না। I don’t want any more.
আমি এটা বুঝতে পারছি না। I don’t get it.
আপনি ভিতরে আসেন না কেন? Why don’t you come in? # এখানে Wh-Word এর সাথে Do+not কে ব্যবহার করে Negative Interrogative Sentence তৈরি করা হয়েছে।

আশা করি এবার আপনার কাছে Do এর ব্যবহার পরিস্কার হয়ে গেছে।

Does এর ব্যবহার

Use of Do Does Did in Bengali Part -2

এবার Does এর ব্যবহার করা যাক –
প্লাস্টিক সহজে ভেঙে যায় না। Plastic does not break easily.
সে সারাদিন কিছুই করে না। He does nothing all day.
আশা করি কাল বৃষ্টি হবে না। I hope it does not rain tomorrow. এগুলি আমরা সবই Present Tense এ ব্যবহার করলাম।

ইংরেজিতে প্রশ্ন করার সময় সবথেকে বেশি Do এবং Does কে ব্যবহার করা হয়। তবে আপানাকে এটা মনে রাখতে হবে যে Do এবং Does কে শুধুমাত্র Simple Present Tense এ ব্যবহার করা হয়।
যেমন –
তুমি ইংরেজিতে কথা বল। You speak English.
তুমি কি ইংরেজিতে কথা বলতে পার? Do you speak English?
এখানে আমরা এটাই শিখলাম যে – Affirmative Sentence কে Interrogative Sentence করতে শুধুমাত্র Do কে আগে বসানো হয়েছে। আগেই বলেছি যখন আমরা বাক্যে Do কে ব্যবহার করব তখন আমাদের বাক্যের Subject হবে – I, you, we, they ইত্যাদি।
এবার শিখব Does দিয়ে একটি উদাহরন –
সে ইংরেজি বলে। He speaks English.
সে কি ইংরেজী বলতে পারে? Does he speak English? আশা করি আমি আপনাকে এটা বোঝাতে পেরেছি –

যখন বাক্যে কর্তা বা Subject হিসাবে He, she, it ইত্যাদি থাকবে তখন আমরা Does কে ব্যবহার করে থাকি Simple Present Tense এ। আপনার জানা উচিত He, she, it এরা হল Third Person singular Number. যখন আমরা Affirmative Sentence তৈরি করব তখন Main verb এর সাথে s, se বা ies যোগ করতে হয়। কিন্তু যখন Interrogative Sentence তৈরি করলাম তখন Verb এর সাথে s বা es থাকল না। কারন আমরা Does ব্যবহার করেছি।

Negative Sentence with Don’t & Doesn’t

Negative Sentence তৈরি করতে গেলে Present Tense এ Don’t এবং doesn’t এর ব্যবহার করা হয়।
যেমন –
আমি প্রতিদিন স্কুলে যাই। I go to school everyday.
আমি প্রতিদিন স্কুলে যাই না। I don’t go to school everyday.

এখানে আমরা don’t ব্যবহার করে Negative Sentence তৈরি করলাম। এখানে Subject এবং Verb এর মাঝখানে don’t ব্যবহার করলাম। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে।
আবার –
সে ফুটবল খেলে। He plays football.
সে ফুটবল খেলে না। He doesn’t play football.

আমি আগেই বলেছি – বাক্যে যখন কর্তা বা Subject হিসাবে He, she, it ইত্যাদি থাকবে তখন আমরা Does কে ব্যবহার করে থাকি Simple Present Tense এ। যেহেতু আমরা এটা Negative Sentence তৈরি করছি তাই আমরা এখানে doesn’t ব্যবহার করব। doesn’t ব্যবহার করার ফলে Main verb এর সাথে আর s বা es থাকবে না।

Did এর ব্যবহার

Use of Do Does Did in Bengali Part -3

ইংরেজিতে did কে নানাভাবে ব্যবহার করা হয়। আমি চেষ্টা করব আপনাকে খুব সহজে did এর ব্যবহার শেখাতে। যারা ইংরেজি গ্রামারকে কঠিন বলে মনে করেন – তাদের কাছে এটি খুব সহজ বলে মনে হবে। আজকের পর did এর ব্যবহার আর কখনো ভুল হবে না।

Did হল Do এর Simple Past form
Did – করেছিল
Did কে ব্যবহার করা হয় –
I, you, we, they, he, she, it, name

Did কে কিভাবে ব্যবহার করা হয়?
# Main verb হিসাবে ব্যবহার করা হয়
# Helping Verb হিসাবে ব্যবহার করা হয়
# বাক্যে জোর দিতে Did কে ব্যবহার করা হয়
# Interrogative Sentence তৈরি করতে Did কে ব্যবহার করা হয়
# Negative Sentence তৈরি করতে Did কে ব্যবহার করা হয়

আমি এটা নিজেই করেছি। I did it myself.
# এখানে ‘Did’ কে as a main verb ব্যবহার করা হয়েছে। কারন এখানে ‘Did’ ছাড়া আর কোন verb নেই।

তুমি কি তাকে দেখেছো? Did you see her?
না, আমি দেখিনি। No, I didn’t.
# এখানে আমরা শিখলাম Interrogative Sentence এর সাথে সাথে Negative Sentence, যেখানে আমরা did কে ব্যবহার করেছি।

Daily use Sentences with Did
গত রাতে আমি অনেক কিছুই করেছিলাম। I did many things last night.
আমি আমার হোমওয়ার্ক করেছিলাম। I did my homework.
আমি এখনো আমার লাঞ্চ খাইনি। I did not eat my lunch yet.
তিনি বাইরে যান নি। He did not go out.
সে কিছুই বলল না। He did not say anything.

Questions with Did

Did দিয়ে Interrogative Sentence বা প্রশ্নসুচক বাক্য তৈরি করলে Sentence Structure এই রকম হবে –
Did + S + V + O + ?

আপনি কি এখানে থাকতেন? – Did you live here?
তুমি কি স্নান করেছিলে? – Did you take a bath?
তুমি কি কিছু বলেছিলে? – Did you say something?
তুমি কি কাজটি শেষ করেছিলে? – Did you finish the job?

WH-Questions with Did

Interrogative Sentence তৈরি করার সময় যদি did এর সাথে Wh-Word থাকে তাহলে তখন Sentence Structure এই রকম হবে –
Wh-word + did + S + V + O + ?

চলুন কয়েকটি বাক্য শেখা যাক –
কেন তুমি তাড়াতাড়ি এসেছে? Why did you come early?
সে কী বলেছিলো? What did he say?
তুমি কি বললে? What did you say?
সে পালিয়ে গেল কেন? Why did he run away?

Daily use Questions with Did

তুমি কি খেলাটি দেখেছিলে? Did you watch the game?
তুমি কি তোমার বাড়ির কাজটি করেছিলে? Did you do your homework?
সেকি তোমাকে সত্যিটা বলেছিল? Did he tell you the truth?
কাল রাতে তুমি কি বাইরে গিয়েছিলে? Did you go out last night?

আজকে আমি আপনাকে শেখলাম do, does এবং did এর সব ব্যবহার। আশা করি আপনার কাজে আসবে এবং আপনি খুব সহজেই এদের ব্যবহার করতে পারবেন।