Daily use English Phrases - যা জানা উচিত
Daily use English Phrases For Beginner – কিছু ছোট ছোট Phrase, খুব সহজে স্পোকেন ইংলিশ শিখতে গেলে আপনাকে জানতেই হবে। এগুলি খুব সহজ এবং এগুলি খুব কাজের। আমার মনে হয় আপনি খুব সহজে মনেও রাখতে পারবেন। আজকে আমি চেষ্টা করব এদের কিছু কিছু ব্যবহারও আপনাদের শেখাতে। যাতে দ্রুত শিখতে পারেন। আপনি যদি সত্যিই স্পোকেন ইংলিশ শিখতে চান তাহলে আপনাকে এগুলি জানতেই হবে। না হলে কখনোই Smartly Spoken English বলতে পারবেন না। তাই অবশ্যই শিখুন।
ছোট ছোট বাক্যে ইংরেজি শিখুন
চিরদিনের মতো / শেষবারের মতো – once for all
আমি চিরদিনের মতো না বলে দিয়েছি।
I say no once for all.
আমি এটি শেষবারের মতো সম্পূর্ণরূপে ব্যাখ্যা করব।
I shall explain it fully once for all.
আজ পর্যন্ত – to this day
তাঁর রহস্য আজও রয়ে গেছে।
His secret remains to this day.
আমি আজ পর্যন্ত তাকে পুরো ঘটনাটি বলিনি।
I haven’t told him the whole story to this day.
দরজায় / দ্বার দেশে – At the door
হঠাৎ দরজার সামনে একটা মুখ হাজির হল।
Suddenly a face appeared at the door.
পাশাপাশি – side by side
আমরা পাশাপাশি দুটি আসনে বসেছিলাম।
We sat side by side on two seats.
মোট কথা / মোটের ওপর – on the whole
মোট কথা, আমি প্রস্তাবের পক্ষে আছি।
On the whole, I’m in favour of the proposal.
হঠাৎ করে / ভাগ্যক্রমে – By chance
এই By chance কথাটি আমরা ইংরেজিতে কেন বাংলায় কথা বলার সময় খুব বেশী পরিমানে ব্যবহার করে থাকি। যেমন
আমি বিমানবন্দরে হঠাৎ করেই তাকে দেখেছি।
I saw her by chance at the airport.
আমি এই কাজটি পুরোপুরি ভাগ্যক্রমে পেয়েছি।
I got this job completely by chance.
অন্য দিন – The other day
আমি তাকে অন্য দিন দেখেছি।
I saw her the other day.
অন্য দিন আমি তার সাথে আড্ডা দিচ্ছিলাম।
I was chatting to him the other day.
চিরকালের জন্য – For ever
তুমি বলেছিলে তুমি আমাকে চিরকাল ভালবাসবে।
You said you would love me for ever.
সত্যিকারের বন্ধু চিরকালের জন্য বন্ধু হয়।
A true friend is for ever a friend.
নদীর স্রোতের বিপরীত দিকে – up the river
নদীর স্রোতের বিপরীত দিকে মাছ ধরবেন না।
Don’t fish up the river.
ধাপে ধাপে / ক্রমে ক্রমে – step by step
আমি আপনাকে ধাপে ধাপে এটি ব্যাখ্যা করব।
I’ll explain it to you step by step.
প্রতিটি পাঠ ধাপে ধাপে নিন।
Take each lesson step by step.
ভুলবশত – by mistake
আমি ভুল করে তোমার কলম নিয়েছি।
I took your pen by mistake.
আমি এই বিলটি ভুল করে দুবার দিয়েছি।
I’ve paid this bill twice by mistake.
যে কোন সময় – At any time
যে কোনও সময় আমাকে কল করুন।
Please call me up at any time.
তুমি যে কোন সময় আসতে পারো।
You can come anytime.
অবিলম্বে – In no time / immediately / at once
আমি এক্ষুণি কলকাতায় যাচ্ছি।
I’m leaving for kolkata at once.
আজীবন – For life
দুর্ঘটনাটি তাকে আজীবন পঙ্গু করে দিয়েছে।
The accident crippled him for life.
পায়ে হেঁটে – On foot
আমরা পায়ে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
We decided to go on foot.
আজ তারা এখানে পায়ে হেঁটে এসেছিল।
Today they came here on foot.
মুখোমুখি – Face to face
আমি তার সাথে মুখোমুখি বসেছিলাম।
I sat face to face with her.
আমি কখনই তার মুখোমুখি হইনি।
I’ve never met her face to face.
মোটেই / একেবারে – At all / in the least
সে আমাকে মোটেও মুগ্ধ করেনি।
She did not impress me at all.
আমি কতক গুলি রিয়েল লাইফে ব্যবহার দেখিয়ে দিলাম, এবার যেগুলি আমি দিচ্ছি সেগুলি চেষ্টা করুন নিজেরা ব্যবহার করতে। আর যদি প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব আর একটি ভিডিও বানিয়ে এই গুলির ব্যবহার শেখাতে। তবে আমি মনে করি আপনারা নিজেই পারবেন।
Daily use English Phrases
যুগে যুগে – from age to age
আপাদমস্তক – from head to foot
সব ক্ষেত্রে – In all respect
মনোযোগ দিয়ে – With attention
অসুস্থতার কারণে – Owing to illness
দিনভর / সারাদিন ধরে – All the day long
রাস্তা দিয়ে – down the street / along the street
দুজন দুজন – two at a time / by twos
সময়ের অভাবে – For want of time
সবগুলি – In all
সব উপায়ে – By all means
জোর করে – By force
পালা করে – By turn
কালক্রমে – In course of time
আজকাল / ইদানিং – Nowadays / currently
শেষ পর্যন্ত / অবশেষে – At last
ঘোড়ায় চড়ে / ঘোড়ার পিঠে – On horseback
এখানে সেখানে – Here and there
কমপক্ষে – At least
কম বেশি – More or less
ঘরে ঘরে – In every house
হঠাৎ করে – All on a sudden
শপথ করে – On oath
শেষ পর্যন্ত – In the long run
দিন দিন / দিনের পর দিন – From day to day / day by day
সারা বছর ধরে – All the year round
নদীর স্রোতের দিকে – Down the river
একে একে – One by one / one after another
একটু একটু – Bit by bit / little by little
কিছুতেই না – By no means
এগুলি মনে রাখুন এবং ব্যবহার করতে শিখুন। তবেই আপনি দ্রুত ইংরেজি বলতে শিখবেন। এগুলি সহজ কিন্তু এদের ব্যবহার করা খুবই জরুরী। আমরা ইংরেজি বলার সময় যদি এই ধরনের Phrase ব্যবহার না করতে পারি তাহলে কখনোই Smartly Spoken English বলতে পারব না। তাই অবশ্যই শিখুন।