Use of Keep – keep এর ব্যবহার

আজকে আমরা শিখব Keep  এর ব্যবহার। এবার একটা প্রশ্ন আসতে পারে – কেন আপনি শিখবেন এর ব্যবহার? তার একটাই উত্তর – অনর্গল স্পোকেন ইংলিশ বলতে গেলে আপনাকে এদেরকে ব্যবহার করতেই হবে। কারন স্পোকেন ইংলিশে Keep এর খুব বেশী ব্যবহার হয়। তাই আপনাকে শিখতেই হবে।

Difference between Keep and Put?

‘Keep’ মানে ‘রাখা’
আবার
‘Put’ মানেও ‘রাখা’
তাই অনেকের মধ্যে একটা confusion তৈরি হয় যে কোথায় কোনটি ব্যবহার করবেন।
একটি উদাহারনের সাথে দেখা যাক – যেমন
বইটি টেবিলে রাখুন। এর ইংরেজি আমরা দুভাবেই বলতে পারি –
Keep the book on the table.
Put the book on the table.

তবে এদের মধ্যে একটা পার্থক্য আছে-
‘Put’ সাধারণত কোনও নির্দিষ্ট স্থানে কোনও বস্তু স্থাপনের জন্য নির্দেশ করতে ব্যবহৃত হয়।
যেমন আমরা আগের উদাহারন টিতে শিখলাম –
বইটি টেবিলে রাখুন।
Put the book on the table.
এখানে আমি কাউকে নির্দেশ করলাম বইটা টেবিলের উপর রাখতে।
আবার
‘Keep’ কোনও বস্তুর অবস্থান ধরে রাখতে নির্দেশিত হয়। যেমন –
আপনার জুতো স্ট্যান্ডে রাখুন।
Keep your shoes on stand.
আরও একটা উদাহারন দেখা যাক –
খুচরোগুলি আপনি রাখতে পারেন।
You may keep the change.

keep এর ব্যবহার

কোন কিছু দখলে রাখতে Keep ব্যবহার করতে পারেন –
একটি উদাহারন দেখা যাক –
ধরুন কিছু বই আপনার কাছে আছে, কিন্তু সেগুলি আপনার বন্ধুর। হঠাত করে সে সেগুলি ফেরত চাইল –
তখন আপনি বলতে পারেন –
আমি কি এগুলি রাখতে পারি? তো এর ইংরেজি হবে –
Can I keep it?
আমরা এখানে ‘keep’ এর ব্যবহার করলাম। এখানে ‘keep’ এর মানে হল কোন কিছু নিজের দখলে রাখা।
কিন্তু যদি এখানে Put এর ব্যবহার করতাম তাহলে কি হত?
Can I put it? এর বাংলা মানে –
আমি কি এগুলি রাখতে পারি?
কিন্তু এখানে একটা বড় পার্থক্য আছে সেটা হল – এখানে ‘Put’ এর মানে নিজের দখলে রাখা নয়। অন্য কোন স্থানে রাখা।
তাই আপনাকে মনে রাখতে হবে – যখন কোন কিছু দখলে বা অধিকারে রাখতে হবে বোঝাবে তখন Keep এর ব্যবহার করুন।
আর কোন জিনিস কোন স্থানে রাখা বোঝালে Put এর ব্যবহার করুন।

শপথ রাখতে keep ব্যবহার

আপনি কাউকে কিছু কথা দিয়েছেন এবং আপনি সেটা রাখতে চান, তো এইসব ক্ষেত্রে keep ব্যবহার করা হয়। এক কথায় কোন কিছু শপথ রাখতে keep ব্যবহার করা হয়।

আমি একটি প্রতিশ্রুতি দিয়েছি এবং এটি রাখতে চাই।
I made a promise and I want to keep it.
বা বলতে পারি –
আমি আমার প্রতিশ্রুতি রাখতে চাই।
I want to keep my promise.

নিয়মিত কোন কিছু record রাখতে keep ব্যবহার

নিয়মিত কোন কিছু record রাখতে keep ব্যবহার করা হয়। যেমন কোন কিছু events বা কোন কিছু information যাতে আমরা সেগুলি পরে দেখতে পারি – যেমন

আমি দশ বছর ধরে একটি ডায়েরি রেখেছি।
I’ve kept a diary for ten years.
Keep এর Past from হল Kept
তুমি কতটা ব্যয় করছ তার একটি হিসাব রাখ।
Keep an account of how much you spend.

# যেমন আমরা কাউকে চুপ করে থাকার জন্য বলতে পারি –
Keep quiet.
চুপ থাকো বা চুপ করে থাকো।

Keep your mouth shut.
তোমার মুখ বন্ধ রাখো।

# Keep কে কোন কিছু নির্দিষ্ট নির্দেশ (specified instruction) দিতে ব্যবহার করা হয়। যেমন –
আমার ঘর থেকে দূরে থাক।
Keep out of my room.
জনের থেকে দূরে থাক।
Keep away from John.
আমি আমার প্রতিবেশীদের থেকে দূরে থাকি।
I keep away from my neighbours.

স্পোকেন ইংলিশে কিভাবে Keep কে ব্যবহার করা হয়?

এবার চলুন শেখা যাক – স্পোকেন ইংলিশে কিভাবে Keep কে ব্যবহার করা হয়।
চলতে থাক।
Keep moving.

চেষ্টা করতে থাকো।
Keep trying.

নাচতে থাকো।
Keep dancing.

তো এইভাবে কোন কিছু continue করতে keep ব্যবহার করতে পারি।

আবার
যোগাযোগ রেখো।
Keep in touch.

কুকুরটিকে বাইরে রাখুন।
Keep the dog out.

কুকুর থেকে দূরে থাকো।
Keep away from the dog.
Keep away – মানে দূরে থাকা।

ডানদিকে রাখুন।
Keep to the right.

এটি চালিয়ে যাও!
Keep it up!

কাউকে উৎসাহ দিতে এই Phrase টি খুব ব্যবহার করা হয়। যেমন –
You are doing excellent work. Keep it up!
তুমি দুর্দান্ত কাজ করছ। এটা বজায় রাখ!

তুমি কি একটি ডায়েরি রাখ?
Do you keep a diary?

তোমার চোখ খোলা রেখো।
Keep your eyes open.

আপনার ঘরটি পরিষ্কার রাখুন।
Keep your room clean.

তুমি এ থেকে দূরে থাক।
You keep out of this.

তুমি কি গোপন রাখতে পারবে?
Can you keep a secret?

দয়া করে এটি গোপন রাখুন।
Please keep this secret.

দয়া করে জানালা খোলা রাখুন।
Please keep the windows open.

আমি এটা রাখতে পারব না।
I can’t keep this.

আশা করি আমি আপনাদের কাছে keep এর ব্যবহার পরিস্কার করতে পেরেছি।

Put এর ব্যবহার শিখতে Click Here