Daily use Questions for Beginners

Daily use Questions for Beginners: এবার আপনিও পারবেন ইংরেজিতে অনর্গল প্রশ্ন করতে – Fluently English বলতে চাইলে এগুলি দিয়ে প্রশ্ন করা শিখুন:

Would What Is 
Whose How Do 
Who Was Can 
Where May Could 

আজকে আমরা ইংরেজিতে প্রশ্ন করতে শিখব। কারন ইংরেজি বলতে গেলে আপনাকে প্রশ্ন করা জানতেই হবে। না হলে আপনি Fluently English বলতে পারবেন না। আজকে আমি আপনাকে শেখাব এমন কিছু প্রশ্ন যেগুলি প্রতিদিন ব্যবহার হয়।

ইংরেজি শিখতে গেলে যেগুলি জানা অবশ্যই দরকারঃ

Most Common Questions in Spoken English

Daily use Questions for Beginners

Would – Modal verb

ভদ্র ভাবে অনুরোধ এবং অফার করতে Would কে ব্যবহার করা হয়।

তুমি কি অপেক্ষা করতে চাইবে?

Would you like to wait?

কিন্তু যদি বলি –

তুমি কি অপেক্ষা করতে চাও?

Do you want to wait?

এখানে আমরা Do দিয়ে প্রশ্নটা করলাম। কোন বাক্যটাই ভুল নয়। আপনার যেটা পছন্দ সেটা ব্যবহার করুন।  আরও দুটি উদাহরন দেখা যাক –

তুমি কি যেতে চাইবে?

Would you like to go?

 

তুমি কি আসতে চাইবে?

Would you like to come?

এখানেও আমরা Would এর বদলে Do কে ব্যবহার করতে পারতাম।

Whose – কার

কোন জিনিস কারো অধিকারে বোঝাতে Whose কে ব্যবহার করা হয়।

 

এটা কার গাড়ি?

Whose car is that?

Who – কে

কোন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করতে who কে ব্যবহার করা হয়। যেমন –

ঐ লোকটি কে?

Who is that man?

 

সেই ছেলেটি কে?

Who is that boy?

 

পরবর্তী কে?

 Who is next?

 

সে কে?

Who is he?

 

ফুলদানি কে ভেঙেছে?

Who broke the vase?

Questions that you can use Everyday

Daily use Questions for Beginners

Where – কোথায়

কোন স্থান সম্পর্কে জিজ্ঞাসা করতে Where কে ব্যবহার করা হয়। যেমন –

জাদুঘর কোথায়?

Where‘s the museum?

 

তোমার রুম কোথায়?

Where is your room?

 

ব্যথা কোথায়?

Where is the pain?

 

আমার ঘড়ি কোথায়?

Where is my watch?

 

আমার বই যেখানে?

Where is my book?

What – ‘কি, কত, কটা ’ অর্থে ব্যবহার করা হয়। বা কোন তথ্য সম্পর্কে জিজ্ঞাসা করতে What কে ব্যবহার করা হয়। 

কি ব্যাপার?

What‘s the matter?

 

বাসের ভাড়া কত?

What‘s the bus fare?

 

ক ‘টা বাজে?

What time is it?

 

গল্পটা কি?

What is the story?

 

সমস্যাটা কি?

What is the problem?

 

সেটা কি?

What is that?

 

সেখানে কি আছে?

What is over there?

 

ডেস্কে কি আছে?

What is on the desk?

 

কি হচ্ছে?

What is going on?

 

ডাক্তার কি বললেন?

What did the doctor say?

How – কিভাবে, কেমন করে, কি করে, কত, কেমন

তোমার বাবা কেমন আছে?

How is your dad?

 

এক কাপ চা হলে কেমন হয়?

How about a cup of tea?

 

তুমি এটা কিভাবে করেছিলে?

How did you make it?

 

লেকের গভীরতা কত?

How deep is the lake?

Was – ছিল (Past Tense এ ব্যবহার হয়)

Past simple of ‘be’

 

মুভিটা কি ভালো ছিল?

Was the movie good?

 

আমি কি ভুল ছিলাম?

Was I wrong?

Spoken English Questions for Beginners

Daily use Questions for Beginners

May – পারা, সম্ভাবনা

জিজ্ঞাসা করতে বা অনুমতি দিতে ব্যবহৃত হয়

 

আমি তোমার সাথে কথা বলতে পারি?

May I speak to you?

 

আমি কি বিলের সাথে কথা বলতে পারি?

May I speak to Bill?

 

আমি কি তোমার পাশে বসতে পারি?

May I sit next to you?

 

আমি কি আসতে পারি?

May I come in?

 

আজকে বৃষ্টি হতে পারে।

It may rain today. (সম্ভাবনা)

Is – হয়

He, She, It এই সব Subject এর সাথে ব্যবহার হয়।

 

এটা কি তোমার বাইক?

Is this your bike?

 

সেটা কি সত্যি?

Is that true?

 

এই উত্তরটা কি সঠিক?

Is that answer right?

 

সে কি তোমার বোন?

Is she your sister?

 

এটি কি বিনামূল্যে?

Is it free?

 

সে কি এখনো এখানে?

Is he still here?

 

তিনি কি একজন শিক্ষক?

Is he a teacher?

 

সবকিছু কি ঠিক আছে?

Is everything OK?

 

বাড়িতে কেউ কি আছে?

Is anybody home?

Do – করা (Helping Verb)

প্রশ্ন করতে Main verb এর সাথে Do কে ব্যবহার করা হয়

 

তুমি কি ভ্রমণ করতে পছন্দ কর?

Do you like to travel?

 

আপনি কি কারণ জানেন?

Do you know the reason?

Can – পারা (Modal verb)

তুমি কি পিয়ানো বাজাতে পারো?

Can you play the piano?

 

আমি কি টিভিটা বন্ধ করতে পারি?

Can I turn off the TV?

 

আমি কি ওটা দেখতে পারি?

Can I see that one?

Could – পারা (Modal verb)

Can এর Past form হল Could

যখন আমরা প্রশ্ন করি তখন Can এর চেয়ে অনেক বেশী Polite অর্থে Could কে ব্যবহার করা হয়।

 

আপনি কি ওটা আবার বলবেন?

Could you repeat that?

 

আমি কি তোমাকে সাহায্য করতে পারি?

Could I help you?

Are – হয় (Helping Verb)

 

তুমি কি যেতে প্রস্তুত?

Are you ready to go?

 

তুমি কি তাড়ার মধ্যে?

Are you in a hurry?

 

তুমি কি সাঁতার পারো?

Are you able to swim?