‘Simple sentences for kids’ সম্পর্কে আরও জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে: Kids English
এই পোস্টটিতে ‘Simple sentences for kids’ সম্পর্কে মূল্যবান তথ্য আছে তবে নীচের বিষয়টিও অবশ্যই দেখার চেষ্টা করুন:
–Spoken English for kids
–Daily use English sentences
-How to teach English to your kids?
সুতরাং আপনি যদি “Simple sentences for kids” সম্পর্কে আরও জানতে চান, তাহলে আমাদের এই Post টি অবশ্যই দেখুন।
“Simple sentences for kids” আমাকে আগ্রহী করেছিল তাই আমি কিছু গবেষণা করেছি এবং এই পোস্টটি তৈরি করেছি।
“Simple sentences for kids” এবং অন্যান্য বিভিন্ন তুলনামূলক বিষয় সম্পর্কিত পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট অনুসরণ করুন।
Follow Us on Instagram
কেন শিখবেন Simple sentences for kids?
জানেন কি ছোটদের সাথে ইংরেজি বলা সবচেয়ে কঠিন? কারন তাদের সাথে কথা বলতে গেলে আমাদের খুব ছোট ছোট বাক্য ব্যবহার করতে হয় বা এমনভাবে ইংরেজি বলতে হবে যেন তারা বুঝতে পারে। যদি আমার কথা ঠিক না মনে হয়ে থাকে, তাহলে নিজেই চেষ্টা করে দেখে নিন। আশা করি আপনি বুঝে যাবেন। আজকে আমি আপনাকে শেখাব ১০০টি ছোট বাক্য, যা সব সময় কাজে লাগবে বাচ্চাদের সাথে ইংরেজি বলার সময়। এতে আপনি নিজেও ইংরেজি শিখবেন এবং বাচ্চাদের সাথেও ইংরেজি বলতে পারবেন। তার সাথে বাচ্চারাও ইংরেজি শিখতে শুরু করে দেবে।
Spoken english for kids
বাচ্চারা যখন খেতে বসে তখন আপনি বলতে পারেন –
আর কিছু? আরও কিছু লাগবে? Anything else?
অনেকসময় বাচ্চারা নতুন জামা পরে, বা কোন চকলেট গিফট করে বিশেষ কোন কারনে, সেটা জন্মদিন হতে পারে বা অন্য কিছু, তখন বলুন –
বিশেষ কিছু? Anything special?
বিশেষ কিছু? Something special?
বাচ্চাকে দেখে অসুস্থ মনে হলে বলুন –
তুমি কি অসুস্থ? Are you sick?
তোমার কি জ্বর হয়েছে? Do you have a fever?
বাচ্চারা দৌড়াদৌড়ি করলে, তাদের বারন করতে বলুন –
সাবধান হও। Be careful.
তুমি পড়ে যাবে। You will fall down.
অনেকসময় বাচ্চারা খুব দুষ্টুমি করে, তখন বলতে পারেন –
ঠিকভাবে আচরণ কর। Behave properly.
বাচ্চাদের জামাতে, জুতোতে কিংবা ব্যাগে নোংরা লেগে থাকলে সেটা পরিস্কার করতে বলুন –
এটা পরিস্কার করো। Clean it.
তোমার নাক পরিষ্কার কর। Clean your nose.
হয়তো আপনি নীচের কামরায় আছেন, আর বাচ্চাটি উপরের ফ্লোরে আছে, তখন বলুন –
নিচে নেমে এসো। Come downstairs.
এখানে এসো। Come here.
ভিতরে এসো। Come in.
বাচ্চারা না পড়তে চাইলে – তারা আলসেমি করে, কিংবা কাঁদে তখন এই বাক্যগুলি বলতে পারেন –
কুঁড়েমি করবে না। Don’t be lazy.
কাঁদবে না। Don’t cry.
Daily use English sentences for kids
পড়ার সময় এই বাক্যগুলি বলতে পারেন –
এটা কর। Do it.
তাড়াতাড়ি কর। Do it fast.
আমার পরে বল। Repeat after me.
এটা আবার কর। Repeat it.
আমাকে দেখাও। Show me.
জোরে বল। Speak loudly.
আমাকে বল। Tell me.
লিখে ফেল। Write down.
খুব ভালো। Very good.
এটা সহজ। This is easy.।
এখন তুমি চেষ্টা কর। Now you try.
বুঝতে চেষ্টা কর। Please understand.
আবার কর। Try again.
তোমার বইগুলি ব্যাগে রাখ। Put your books in the bag.
এগুলি ঠিকভাবে রাখ। Put them in correctly.
How to teach english to your kids?
বাচ্চার কাছ থেকে কিছু জানতে এই বাক্যটি বলতে পারেন – হয়তো চাবি কিংবা আপনার মোবাইলটা খুঁজে পাচ্ছেন না।
তুমি কি জানো? Do you know?
কোন কিছু মানা করতে এই ধরনের ছোট ছোট বাক্যগুলি ব্যবহার করতে পারেন –
আমাকে বিরক্ত করবে না। Don’t disturb me.
ঠান্ডা জল পান করবে না। Don’t drink cold water.
আইসক্রিম খাবে না। Don’t eat ice-cream.
ঝগড়া করবে না। Don’t fight.
ভুলবে না। Don’t forget.
লাফাবে না। Don’t jump.
মিথ্যা বলবে না। Don’t lie.
নড়বে না। Don’t move.
বাইরে খেলবে না। Don’t play outside.
চিৎকার করবে না। Don’t shout.
লজ্জা পাবে না। Don’t be shy.
Very simple sentences for kindergarten
বাচ্চাদের আমরা নানা ধরনের আদেশ বা order করে থাকি – যেমন,
এটা খাও। Eat it.
তৈরি হয়ে নাও। Get ready.
উঠে পড়। Get up.
আমাকে দাও। Give me.
যাও খেল। Go and play.
যাও পড়। Go and study.
পিছনে যাও। ফিরে যাও। Go back.
শুতে যাও। ঘুমাতে যাও। Go to bed.
উপরে যাও। Go upstairs.
ধৈর্য ধর। Have patience.
এটা ধরো। Hold it.
আমার হাত ধরো। Hold my hand.
তাড়াতাড়ি কর। Hurry up.
শান্ত থাকো। Keep quiet.
আমার কথা শোনো। Listen to me.
আমার দিকে তাকাও। Look at me.
এখানে তাকাও। Look here.
বাচ্চারা সব সময় কিছু না কিছু প্রশ্ন করে, সেগুলি জানা থাকলে বলুন –
আমি জানি। I know.
আর না জানা থাকলে বলুন –
আমি জানি না। I don’t know.
বা ভুলে গেলে বলুন –
আমি ভুলে গেছি। I forgot.
How to ask questions your kids?
আমরা যে ধরনের প্রশ্নগুলি বাচ্চাদের খুব করে থাকি –
তুমি উত্তর দিচ্ছনা কেন? Why are you not answering?
তুমি চুপ কেন? Why are you silent?
এটা কি? What is this?
কি হয়েছে? What happened?
তুমি কি খেয়েছ? What did you eat?
তুমি কিভাবে আঘাত পেলে? How did you get hurt?
Small sentences for kids
আরও নানা ধরনের বাক্য আছে যেগুলি আমাদের সব সময় প্রয়োজন হয়, চলুন এক এক করে শিখে নেওয়া যাক –
আমার খিদে পেয়েছে। I’m hungry.
আমার তেষ্টা পেয়েছে। I’m thirsty.
চল একটা গেম খেলি। Let’s play a game.
একটু সর। Move a bit.
একদিকে সর। Move aside.
আমার হাত নোংরা। My hands are dirty.
কখনও হাল ছাড়বে না। Never give up.
কিছু মনে করো না। Never mind.
কখনো না। Never.
কোন সমস্যা নেই। No problem.
আর কিছু না। Nothing else.
এখনই। Right now.
বিদায় বল। Say goodbye.
টেবিলটি ঠিক কর। Set the table.
চুপ কর। Shut up.
চুপ করে দাঁড়াও। Stand still.
উঠে দাঁড়াও। Stand up.
এক কামড় দাও। একটু খাও। Take a bite.
এক চুমুক নাও। Take a sip.
স্নান কর। Take bath.
এটা নাও। Take it.
এটা খাও। Taste it.
ওটা। That one.
তারপর আমরা খেলব। Then we will play.
এটা। This one.
উঠে পড়। Wake up.
বসে পড়। Sit down.
ধিরে চল। Walk slowly.
তুমি খুব খারাপ। You are very bad.
তুমি খুব ভালো। You are very good.
আমাকে বিশ্বাস কর। Believe me.
আমি তোমার উপর রেগে আছি। I am angry with you.
খুশী থেকো। Be happy.