Use of Shall have and Will Have

Learn how to use shall have and will have in English grammar? আজকে আমরা শিখব Shall have and Will Have এর ব্যবহার। এদের এর ব্যবহার আর ভুল হবে না।

I এবং we এর সাথে ‘Shall Have’ কে ব্যবহার করা হয়। এবং বাকিদের সাথে (He, She, It, Ram – any name, They) will have কে ব্যবহার করা হয়। আর সবচেয়ে বড় কথা হল এদেরকে Future Tense এ ব্যবহার করা হয়। 

How to Use Shall have and will have English Grammar

When use Shall have and will have?

– এটি ভবিষ্যতে কোন কিছুতে অধিকার এবং কোন সম্পর্ককে জোর দিতে ব্যবহার করা হয়।
ধরে নেওয়া যাক কোন একটা জিনিস এখন নেই কিন্তু সেটা ভবিষ্যতে আপনি পেয়ে যাবেন বা এসে যাবে। সেই সব বাক্যকে ইংরেজি করতে Shall have বা will have কে ব্যবহার করা হয়।
যেমন –
আমার একটা বাড়ি থাকবে।
or
আমার একটা ঘর থাকবে।
বাড়িটা এখন নেই কিন্তু সেটা ভবিষ্যতে চলে আসবে।

– আমি এখানে Future এর কথা বলছি।
# এখানে আমি যদি বলতাম – ‘আমার একটা বাড়ি হবে।’ তাহলে বাক্যটিতে সেভাবে কোন জোর বা অধিকার থাকত না। ‘আমার একটা বাড়ি থাকবে। – মানে অবশ্যই থাকবে।

আমার একটা বাড়ি থাকবে।
I shall have a house.
আবার,
আমাদের একটি বাড়ি থাকবে।
We shall have a house.

# এখানে (I, We) Subject হিসাবে আছে বলে আমরা “shall have” কে ব্যবহার করলাম।

Use of Will have

কিন্তু যদি বলতাম –
তোমার একটা বাড়ি থাকবে।
You will have a house.
# এখানে আমরা “will have” ব্যবহার করলাম। কারন Subject “You”

# Subject যদি Third Person হয় (He, She, It, Ram – any name, They)– তাহলেও “will have” কে ব্যবহার করতে হবে।
এবার Sentence Structure শিখে নেওয়া যাক –
S + shall have / will have + O

Here are some examples:

আমার একটা গাড়ি থাকবে।
I shall have a car.

তাদের কাছে কাজ থাকবে।
They will have work.

আমার কাছে টাকা থাকবে।
I shall have money.

তোমার কাছে সময় থাকবে।
You will have time.

আমার কাছে দুটি মোবাইল থাকবে।
I shall have two mobiles.

Negative Sentences

আমার একটা গাড়ি থাকবে না।
I shall not have a car.

তাদের কাছে কাজ থাকবে না।
They will not have work.

Interrogative Sentences তৈরি করার সময় আপনাকে এই Structure টি Follow করতে হবে।
Wh-Word + shall/will + S + have + O?

# বেশীরভাগ ক্ষেত্রে Wh-Word দিয়ে Interrogative Sentence তৈরি হয়। যেমন Why/How/When etc.

তাদের কাছে কখন কাজ থাকবে?
When will they have work?

কেন তোমার কাছে সময় থাকবে না?
Why will you not have time?

আশা করি আপনাকে বোঝাতে পেরেছি যে কখন Shall have and will have কে ব্যবহার করা হয়। আপনাকে মনে রাখতে হবে – কোন একটা জিনিস যা এখন নেই কিন্তু সেটা ভবিষ্যতে আপনি পেয়ে যাবেন বা এসে যাবে। সেই সব বাক্যকে ইংরেজি করতে Shall have and will have কে ব্যবহার করা হয়।