Difference between On Sunday and On Sundays

ইংরেজি গ্রামারে আমরা অজান্তে অনেক ভুল করে থাকি, মানে না জেনে ভুল গুলি করে থাকি। তো আজকে আমি চেষ্টা করব সেই রকমই একটা ভুল বা confusion নিয়ে আলোচনা করতে। আজকে আমরা আলোচনা করব – Sunday V/S Sundays নিয়ে। অনেকের মাথায় হয়তো এটা নিয়ে কোন প্রশ্নই আসেনি কখনো। যাই হোক চলুন শুরু করা যাক-

Sunday V/S Sundays

The plural of Sunday is Sundays.

এক কথায় – Sunday এর বহুবচন হল Sundays, তবে এদের ব্যবহারের কিছু নিয়ম আছে। আজকে আমি সেটাই শেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে পুরো doubt clear হয়ে যাবে।  

‘On Sunday’ means just one Sunday.

যখন আমরা ‘On Sunday’ কথাটি ব্যবহার করব তখন শুধুমাত্র একটি Sunday এর কথা বলা হবে।
যেমন –
তুমি গত রবিবার কি করেছিলে?
What did you do last Sunday?
বা বলতে পারি –
তুমি পরের রবিবার কি করবে?
What will you do next Sunday?

‘On Sunday’ কে আমরা Past এবং Future Tense বেশী ব্যবহার করি।
যেমন –
I go to my uncle house on Sunday.
On Sunday I went to my uncle house.

‘On Sundays’ বলা মানে একটা নিয়মিত অভ্যাসকে বোঝায়। মানে যে কাজটি আপনি প্রতি রবিবার করেন।
যেমন আপনি বলতে পারেন –
আমি প্রতি রবিবার কাপড় পরিস্কার করি।
I clean clothes every Sunday.

বা বলতে পারেন-
I always clean clothes on Sunday.

বা বলতে পারেন –
I clean clothes on Sundays.

এখান তিনটি বাক্যেই “Sunday” কে বহুবচন অর্থে ব্যবহার করা হয়েছে।
প্রথম বাক্যে “every”, দ্বিতীয় বাক্যে ‘always’ এবং ‘Sundays’

চলুন আরও কিছু উদাহারন দেখা যাক-

So ‘on Sunday’ means – you are taking about a specific Sunday and ‘on Sundays’ means – you are talking about all the Sundays.

যখন আমরা ‘on Sunday’ ব্যবহার করি, it means the coming Sunday. “on a Sunday” যখন আমরা এই কথাটি ব্যবহার করব তখন বুঝতে হবে যে এটা কোন Past Sunday এর কথা বলা হচ্ছে।
যখন আমরা কোন গল্প বলি তখন এটি খুব বেশী ব্যবহার করা হয়। যেমন –
On a Sunday, the king decided to kill the man-eater….

‘on Sundays’ means all the Sunday or every Sunday.

On Sunday = this coming Sunday or on the next upcoming Sunday
On a Sunday = on some Sunday (not specific)
On Sundays = every Sunday

Leave a comment