Spoken English Bangla
Good Manner Words: ইংরেজি বলার আগে আমাদের শেখা উচিত Good Manner Words. কারন আপনার ব্যবহারই আপনার পরিচয়। ইংরেজি বলার সময় এইশব্দ গুলি অবশ্যই ব্যবহার করতে শিখুন। তবেই আপনার ইংরেজি সুন্দর হবে।
ইংরেজি শিখতে গেলে যেগুলি জানা অবশ্যই দরকারঃ
Common Good Manner Words
Good Manner Word:
1 | Glad to meet you | – তোমাকে দেখে ভাল লাগল |
2 | So kind of you | – আপনার অশেষ কৃপা |
3 | With great pleasure | – অত্যন্ত আনন্দের সাথে |
4 | After you | – আপনার পরে |
5 | Excuse me | – আমাকে ক্ষমা করবেন |
6 | Gateful | – কৃতজ্ঞ |
7 | Kindly | – দয়া করে |
8 | Never mind | – কিছু মনে করো না |
9 | No mention | – কোনো ব্যপার না |
10 | No, thanks | – না, ধন্যবাদ৷ |
11 | Obliged | – কৃতজ্ঞ |
12 | Pardon | – ক্ষমা করুন |
13 | Please | – দয়া করে |
14 | Sorry | – দুঃখিত |
15 | Thank you | – ধন্যবাদ |
16 | Thanks | – ধন্যবাদ |
17 | Welcome | – স্বাগতম |
এইশব্দ গুলি কখন ব্যবহার করা হয়
Good Manner Word:
এবার আমরা শিখব কোন Word টিকে কখন ব্যবহার করা হয়।
যেমন –
Please:
কোন জিনিস কারো থেকে নেবার হলে বা কাউকে কিছু চাইলে – আপনি Please কথাটি ব্যবহার করুন।
আমাকে একটু জল দাও। Please, give me some water.
এটা তাকে দাও। Please, give it to him.
আমাকে বইটা দাও। Please, give me the book.
Thanks:
কেউ যদি আপনার কোন কাজ করে দেয়, সে যতই ছোট কাজ হোক। আপনার তাকে Thanks বা Thank you বলা উচিত।
আবার কেউ আপনাকে কিছু দিতে চাইল। কিন্তু আপনি সেটা নিতে চান না। তখনও Thanks কথাটি বলুন।
যেমন –
তুমি কি আর একটু কেক চাও?
Do you want some more cake?
এর উত্তরে যদি আপনার না নেবার ইচ্ছে থাকে তাহলে আপনি বলতে পারেন –
No, thanks.
কেউ আপনাকে Thanks বা Thank you বলল। তখন এর উত্তরে আপনা বলা উচিত –
It’s OK.
It’s fine
You are welcome.
My pleasure.
এই সব বাক্যগুলি আপনি ব্যবহার করতে পারেন।
Sorry:
যদি আপনার দ্বারা কোন ভুল কাজ হয়ে যায় তখন Sorry word টি ব্যবহার করুন। যেমন কারো সাথে ধাক্কা লেগে গেলে – Sorry বলুন।
Excuse me:
ধরুন আপনি কারো সাথে কথা বলতে চান, কিন্তু সেই ব্যক্তি কোন কাজে ব্যস্ত আছেন। তখন এই Excuse me Phrase টি ব্যবহার করুন।
আজকে যে ইংরেজি গুলি আপনাকে শেখালাম – এগুলি অবশ্যই অভ্যাস করুন। এবং আপনার Daily life এ ব্যবহার করার চেষ্টা করুন। এতে আপনার ইংরেজি অনেক বেটার হয়ে যাবে।