কিভাবে বাক্য তৈরি করতে হয়?
How to make sentences – আগের ক্লাসে আমি তোমাদের শিখিয়ে ছিলাম কিভাবে ইংরেজিতে প্রশ্ন করতে হয়। আর আজকে শেখাব কিভাবে বাক্য তৈরি করতে হয়। যদি তোমরা বাক্য তৈরি করা শিখে নিতে পারো তাহলে তোমরা ইংরেজিতে দ্রুত কথা বলতে শিখে যাবে। আজকে আমি খুব সহজে তোমাদের বাক্য তৈরি করা শিখিয়ে দেব।
ইংরেজি শিখতে গেলে যেগুলি জানা অবশ্যই দরকারঃ
Bengali to English Class for Junior
How to make sentences?
বাক্য তৈরি করতে গেলে মোটামুটি তিনটি জিনিসের দরকার পড়ে।
প্রথম হল – Subject
দ্বিতীয় হল – Verb
তৃতীয় হল – Object
তাহলে ইংরেজি বাক্যের Structure হবে এইরকম
S + V + O
এটা তোমাদের মনে রাখতে হবে। এই নিয়মে বাক্য তৈরি করলে তোমাদের বাক্য গঠন বা Sentence Structure কখনো ভুল হবে না।
বাংলায় –
Subject – কর্তা
Verb – ক্রিয়া
Object – কর্ম
চল এবার আমরা উদাহরনের সাহায্যে বাক্য তৈরি করা শিখি –
সে অসুস্থ। He is sick.
এখানে
He – S
Is – V
Sick – O
তাহলে Sentence Structure হল –
S + V + O
Daily use Sentences for Kids
How to make sentences?
আজকে আমরা এই নিয়মেই সমস্ত বাক্য গুলি শিখব যাতে আর কোনদিন ভুল না হয় –
1. এটি নতুন। It is new.
2. সে তাকে মান্য করে। She obeys him.
3. সে খুশি। She is happy.
4. আমি ক্লান্ত ছিলাম। I was tired.
5. আমার ভুল ছিল। I was wrong.
6. রাত হয়ে গিয়েছিল। It was night.
7. তিনি বাড়িতে ছিলেন। He was at home.
8. তারা সুন্দর। They are pretty.
9. তুমি যেতে পার। You may go.
10. তুমি দেরি করেছ। You are late.
11. আমরা খুশি। We are happy.
12. আমি বুঝতে পেরেছি। I got it.
13. আমি এটা ব্যবহার করি। I use it.
14. তিনি দয়ালু। He is kind.
15. তিনি একা ছিলেন। He was alone.
16. বৃষ্টি হতে পারে। It may rain.
17. তিনি সাহসী ছিলেন। He was brave.
18. তারা অভিনেতা। They are actors.
19. সে আমাকে চেনে। She knows me.
20. সে চমৎকার। He is nice.
21. আমার একটা কলম আছে। I have a pen.
22. সে গান ভালোবাসে। He loves music.
23. আমি তোমাকে বিশ্বাস করি। I believe you.
আশা করি আজকে আমি তোমাদের বাক্য তৈরি করা শেখাতে পেরেছি। এইভাবে আজ থেকে ছোট ছোট বাক্য নিজে থেকে তৈরি করার চেষ্টা কর। তাহলে তোমাদের তৈরি করা বাক্যগুলি আর ভুল হবে না। এবং তোমরা খুব দ্রুত ইংরেজি বলতে শিখে যাবে।সবাই খুব খুব ভালো থাকো আর আমার সাথে ইংরেজি শিখতে থাকো।
Related posts:
No related posts.