Daily use Short English Sentences

Daily use short English Sentences: ইংরেজি বলতে গেলে আপনাকে অবশ্যই বাক্য শিখতে হবে। না হলে আপনি ইংরেজি বলতেই পারবেন না। অনেকেই আছেন যারা বাক্য তৈরি করতে পারেন না। আজকের ক্লাসটা ছোট থেকে বড় সবাইকে অনেক হেল্প করবে ইংরেজি শিখতে। কারন আজকে আমি খুব ছোট ছোট বাক্য শেখাব যেগুলি একবার দেখলেই শিখে যাবেন। আর এই বাক্যগুলি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। এই বাক্যগুলি স্পোকেন ইংলিশে বার বার ব্যবহার হয়। তাই আপনার অবশ্যই শেখা উচিত।

ইংরেজি শিখতে গেলে যেগুলি জানা অবশ্যই দরকারঃ

Short sentences for fluent English

Daily use Short English Sentences

1. ভয় পেয়ো না
Don’t be afraid

2. আস্তে কথা বল
Speak slowly

3. দৌড়াবে না
Don’t Run

4. অফিসে নেই
Not in office

5. দ্রুত হাঁট
Walk fast

6. বইটি পড়
Read the book

7. অনেক দূরে
Far away

8. আমি তিনটি ভাষায় কথা বলতে পারি।
I can speak three languages.

9. আমারও যদি একটা বাড়ি থাকত।
If I had a house too.

10. ডিমে আমার এলার্জি আছে।
I’m allergic to eggs.

11. আমার বিড়ালে এলার্জি আছে।
I’m allergic to cats.

12. সে একজন রাজমিস্ত্রী।
He is a mason.

13. আমার যথেষ্ট টাকা নেই।
I don’t have enough money.

14. আমার বাড়িতে একটা আছে।
I have one in my house.

15. এটি বাজারের কাছাকাছি।
It’s close to the market.

Short sentences in English

Daily use Short English Sentences

16. চল যাওয়া যাক।
Let’s go.

17. আমার মানিব্যাগ চুরি হয়ে গেছে।
My wallet is stolen.

18. কাছেই একটি ব্যাংক আছে।
There’s a bank near here.

19. অনেক দেরি হয়ে গেছে।
That’s too late.

20. দরজা খোল।
Open the door.

21. পরে দেখা হবে।
See you later.

22. ডানদিকে ঘোরো।
Turn right.

23. পুলিশ ডাক।
Call the police.

24. সে শীঘ্রই আসবে।
He’s coming soon.

25. আমার এখন সময় নেই।
I don’t have time right now.

26. আমার মাথা ব্যাথা করছে।
I have a headache.

27. চল হাটতে বের হওয়া যাক।
Let’s go out for a walk.

28. দেরীতে আসার জন্য আমাকে ক্ষমা করুন।
Please excuse me for arriving late.

29. তোমার যদি এগুলি পছন্দ হয় তাহলে আমি আরো কিনব।
I’ll buy more if you like.

30. আমাকে এখনো অনেক কিছু কিনতে হবে।
I still have to buy a lot of things.