Learn Daily Use Most Common English Phrases
অনেকে মনে করেন ইংরেজি বলতে গেলে অনেক বড় বড় বাক্য বলতে হবে। তাই তারা মনে করে ইংরেজি খুব কঠিন। আপনি কি জানেন ছোট ছোট বাক্য দিয়েও সুন্দর ইংরেজি বলা যায়? আজকে আমি আপনাকে শেখাব কিছু ছোট ছোট Phrase যা আপনাকে ইংরেজি বলতে সাহায্য করবে। তাহলে চলুন শুরু করা যাক।
Got it?
বুঝেছো তো?
Get out!
বেরিয়ে যাও!
Have fun.
মজা কর।
I forgot.
আমি ভুলে গেছি।
I’ll pay.
আমি পরিশোধ করবো।
আমি টাকা দেব।
I’m full.
আমার পেট ভরে গেছে।
Let’s go.
চল যাওয়া যাক।
Answer me.
আমাকে জবাব দাও।
I’m bored.
আমি বিরক্ত হচ্ছি।
সবচেয়ে বেশী ব্যবহৃত English Phrases
এগুলি দেখলে আপনার মনে হবে যে এগুলি খুব সহজ। এগুলি ছোট ছোট বাচ্ছারাও জানে। আমি আপনার সাথে একদম একমত। কিন্তু যখন আমরা ইংরেজি বলি তখন এই বাক্যগুলিই সবচেয়ে বেশী ব্যবহার হয়। আর সবচেয়ে মজার ব্যাপার হল এই বাক্যগুলি মনে আসতে চায় না ইংরেজি বলার সময়। তাই এই বাক্যগুলি যতই সহজ মনে হোক না কেন। আপনার উচিত প্রতিদিন অভ্যাস করা। তবেই আপনি দ্রুত ইংরেজি বলতে শিখবেন। চলুন আরও কিছু Phrase আপনাদের সাথে শেয়ার করি।
I’m tired.
আমি ক্লান্ত।
Who knows?
কে জানে?
Come on in.
ভেতরে আসুন।
ভেতরে এসো।
Don’t move.
নড়াচড়া করবেন না।
মানে চুপচাপ দাঁড়িয়ে থাকুন।
Fire burns.
আগুন জ্বলছে।
Follow him.
তাকে অনুসরণ করো।
ওর পিছু পিছু চল।
I can sing.
আমি গান করতে পারি।
I will try.
আমি চেষ্টা করব।
আমি কি একবার চেষ্টা করে দেখব?
Can I try it once?
I’m coming.
আমি আসছি।
I’m hungry.
আমার খিদে পেয়েছে।
Let him in.
ওকে ভেতরে যেতে দাও।
Let me out.
আমাকে বাইরে যেতে দাও।
What’s new?
নতুন কোন খবর আছে?
Who’s that?
কে সে?
উনি কে?
Don’t shout.
চিৎকার করবেন না।
চিৎকার করো না।
I stood up.
আমি উঠে দাঁড়ালাম।
I’ll attend.
আমি উপস্থিত থাকব।
আমি যাব।
Was I wrong?
আমি কি ভুল ছিলাম?
Nobody came.
কেউ আসেনি।
Has he left?
সে কি চলে গেছে?
I am at office.
আমি অফিসে।
I’m starving.
আমার খিদে পেয়েছে।
What is this?
এটা কি?
Don’t get fat.
মোটা হয়ে যাবেন না।
Let me try it.
আমাকে করতে দাও।
আমায় দেখতে দাও।
Make it quick.
তাড়াতাড়ি কর।
Read it aloud.
জোরে জোরে পড়।
I’m an atheist.
আমি নাস্তিক।
আমি ভগবানে বিশ্বাস করি না।
Someone who does not believe in any God or gods
Winter is over.
শীত শেষ হয়ে গেছে।
Very good
Thank you very much