Learn English Fast At Home
আজ আমি আপনাদের সাথে একটি ছোট্ট টিপস শেয়ার করব, যার দ্বারা আপনি খুব সহজে ইংরেজি শিখতে পারবেন। আপনি বাড়িতে বসেই অনর্গল ইংরেজি বলা শিখতে পারবেন। How to learn English fast at home? এর জন্য আপনাকে ছোট ছোট আর সহজ কিছু বাক্য শিখতে হবে। যেগুলি আপনার বাড়িতে কিংবা অফিসে খুব ব্যবহার হয়। মানে যেগুলি খুব কমন, বা বলতে পারেন কথা বলতে গেলে যে বাক্যগুলি আমাদের খুব প্রয়োজন হয়।
বাড়িতে কিভাবে দ্রুত ইংরেজি শিখবেন?
যেমন আপনার বাবা আপনাকে জিজ্ঞেস করতে পারেন-
তুমি অফিস যাওনি কেন?
Why don’t you go to office?
এর উত্তরে আপনি বলতে পারেন-
কারন, আমি অসুস্থ বোধ করছি।
Because, I’m feeling sick.
বা বলতে পারেন-
আজ আমার জ্বর জ্বর মনে হচ্ছে।
Today I am feeling feverish.
তো এইভাবে ছোট ছোট বাক্যে উত্তর দেবার চেষ্টা করুন। এতে আপনার ইংরেজি শিখতে অনেক সহজ মনে হবে। আর আপনি খুব সহজেই মনে রাখতে পারবেন সবকিছু। যখন আমরা কোন কিছুকে সহজ মনে করি তখন সেটা শেখার জন্য আরও বেশী আগ্রহ দেখাই, কিংবা আমাদের উৎসাহ আরও বেড়ে যায়।
অনেক সময় আমাদের মা বাবাকে জিজ্ঞেস করা হয় – এই ধরনের বাক্যগুলি
তোমার মেয়ে কার মত দেখতে?
Who does your daughter look like?
সে আমার মত দেখতে।
She looks like me.
বা বলতে পারেন-
সে কিছুটা তার বাবার মত দেখতে।
She looks a bit like her father.
স্কুলের শিক্ষক কিংবা বাবা মা আমাদের জিজ্ঞেস করেন-
তুমি কি হতে চাও?
What do you want to be?
আপনি হয়তো বললেন –
আমি পুলিশ হতে চাই।
I want to be a police.
তারা আবার জিজ্ঞেস করতে পারে-
তুমি পুলিশ হতে চাও কেন?
Why do you want to be a policeman?
আমি মানুষের সেবা করতে চাই।
I want to serve people.
ছোট ছোট বাক্য শিখুন
তো এই ধরনের ছোট ছোট বাক্য শিখে রাখুন। যা আপানকে দ্রুত ইংরেজি বলতে সাহায্য করবে।
তুমি কি ধরনের গান পছন্দ কর?
What kind of music do you like?
আমি ক্লাসিক্যাল গান পছন্দ করি।
I like classical music.
কফির স্বাদ কেমন লাগে?
How does the coffee taste?
না, আমার একদম ভালো লাগে না।
No, I don’t like it at all.
বা বলতে পারেন-
আমার এটা খুব ভালো লাগে।
I like it very much.
তোমাদের বাড়িতে কয়জন সদস্য আছে?
How many members in your home?
আমাদের পরিবারে ৬ জন সদস্য আছে।
There are 6 members in our family.
তুমি কি কারো সাথে কথা বলতে চাও?
Do you want to talk to someone?
আমি মায়ের সাথে একটু কথা বলতে চাই।
I would like to talk to Mom a little.
তুমি কখন ঘুমাতে যাও?
When do you go to sleep?
আমি ১০ টার সময় ঘুমাতে যাই।
I go to sleep at 10 o’clock.
বা বলতে পারেন-
I go to bed at ten pm.
তুমি দিনে কতটা জল পান কর?
How much water do you drink in a day?
আমি দিনে ২ থেকে ৩ লিটার জল পান করি।
I drink 2 to 3 liters of water a day.
আরও কিছু কমন প্রশ্ন-উত্তর
আমাদের সবাইকে সব সময় একটা কমন প্রশ্ন করা হয়ে থাকে। সেটা হল-
তোমার বাবা কি করেন?
তো এর ইংরেজি হবে-
What does your father do?
বা বলতে পারেন-
What is your father?
দুটো কথারই একই অর্থ।
তোমার বাবা কিভাবে কাজে যায়?
How does your father go to work?
তিনি বাসে করে অফিসে যায়।
He goes to the office by bus.
তোমার মা বাড়িতে কি করেন?
What does your mother do at home?
তিনি সকলের জন্য রান্না করেন।
She cooks for everyone.
তোমাদের বাড়িটি কতদিনের?
How old is your house?
বাড়িটির বয়স ১০ বছর।
The age of the house is 10 years.
তোমাদের ফ্ল্যাটটির দাম কত?
How much does your flat cost?
মনে হয় ২০ লাখ টাকার মত হবে।
It would be like 20 lakhs.
তুমি কি গাড়ি চালাতে জানো?
Do you know how to drive?
হ্যাঁ, আমার ড্রাইভিং লাইসেন্স আছে।
Yes, I have a driving license.
তারমানে তুমি গাড়ি চালাতে জানো।
Then you know how to drive a car.
সে তোমাকে কখন ফোন করে?
When does he call you?
সে আমাকে প্রতিদিন ফোন করে।
He calls me every day.
বা বলতে পারেন-
সে আমাকে প্রতিদিন রাত ১০ টার সময় ফোন করে।
He calls me every night at 10 pm.
তুমি তাকে এত ভালোবাসো কেন?
Why do you love him so much?
কারন আমি যা বলি সে তাই করে।
Because he does everything what I say.
তুমি কখন ব্রেকফাস্ট করেছ?
When did you have your breakfast?
আমি প্রায় ৫ মিনিট আগে ব্রেকফাস্ট করেছি।
I had breakfast about 5 minutes ago.
আজকে যে বাক্যগুলি শিখলেন এগুলি বাড়িতে কিংবা বন্ধুবান্ধবদের সাথে অভ্যাস করুন। কারণ এই বাক্যগুলি আপনাকে আরও এই ধরনের অনেক বাক্য শিখতে কিংবা বলতে সাহায্য করবে। অনেকেই বলেন ইংরেজি বলতে গেলে আগে ইংরেজি গ্রামার শিখতে হবে। তারপর অন্যকিছু। কিন্তু আমি বলি আগে ছোট ছোট বাক্য শিখুন আর সেগুলি সময় পেলে বলার চেষ্টা করুন। এর পাশাপাশি ইংরেজি গ্রামারও শিখতে পারেন। কিন্তু ইংরেজি বলা অভ্যাস না করলে আপনি কোন দিনই ভালো করে ইংরেজি বলতে পারবেন না। যে আপনি যতই ভালো ইংরেজি গ্রামার শিখুন না কেন।
Kolkata
Nice..teach…all the sentence very useful to know,how to speak English Welly…small sentences more effective than big sentences..