Most Common Questions and Answers in English

দ্রুত ইংরেজি বলতে যে প্রশ্ন উত্তর গুলি জানা উচিত। Most Common Questions and Answers in English learn through Bangla. আজকে আমি আপনাদের সাথে এমন কিছু প্রশ্ন উত্তর শেয়ার করব যা আপনার শেখা উচিত। যদি আপনি ইংরেজিতে অনর্গল কথা বলতে চান। এই প্রশ্ন গুলি খুব কমন যা সব জায়গায় কাজে লাগে। আপনার অবশ্যই মনে রাখা উচিত। ইংরেজি বলার সময় এগুলি আপনাকে অনেক হেল্প করবে। তাছাড়া এগুলি দিয়ে আপনি অনেক এই ধরনের প্রশ্ন বানাতে পারবেন। এই প্রশ্ন গুলির উত্তর দেখুন আপনি নিজে থেকে দিতে পারেন কিনা?

আগে নিজে চেষ্টা করুন না পারলে নীচে আমি উত্তর গুলি দিয়ে দেব।

কিছু ছোট ছোট প্রশ্ন যা আপনার শেখা উচিত

May I go?
আমি কি যেতে পারি?

Are you coming?
তুমি কি আসছ?

Who is coming?
কে আসছে?

What is the matter?
ব্যাপারটা কি?

When did he come?
সে কখন এলো?

Will you do a thing?
তুমি একটা কাজ করবে?

What is the reason?
এর কারণ কী?

What are you looking for?
আপনি কি খুজছেন?

Where shall we meet?
কোথায় দেখা হবে?

How much time will it take?
এটা কত সময় লাগবে?

What’s the news?
কি খবর?

Where shall we meet again?
আমরা আবার কোথায় দেখা করব?

দেখুন নিজে থেকে কতগুলি উত্তর দিতে পারেন?

Most Common Questions and Answers

May I go?
আমি কি যেতে পারি?

Yes, you can go.
হ্যাঁ তুমি যেতে পার।

Are you coming?
তুমি কি আসছ?

No, I’m busy right now.
No, I’m busy now.
না, আমি এখন ব্যস্ত আছি।

Who is coming?
কে আসছে?

A friend of mine is coming in the afternoon.
My friend is coming in the afternoon.
আমার এক বন্ধু বিকালে আসছে।

What is the matter?
ব্যাপারটা কি?

No, nothing happened.
না, কিছু হয়নি।

When did he come?
সে কখন এলো?

He arrived this morning.
সে আজকে সকালে এসেছে।

Will you do a thing?
তুমি একটা কাজ করবে?

No, I don’t have time.
না, আমার সময় নেই।

What is the reason?
এর কারণ কী?

I think he failed the test.
মনে হয় সে পরীক্ষায় ফেল করেছে।

What are you looking for?
আপনি কি খুজছেন?

I can’t find my book.
I can not find my book.
আমি আমার বইটা খুঁজে পাচ্ছি না।

Where shall we meet?
কোথায় দেখা হবে?

How about Eden Park?
ইডেন পার্ক হলে কেমন হয়?

How much time will it take?
এটা কত সময় লাগবে?

I think it will take an hour.
মনে হয় একঘণ্টা লাগবে।

What’s the news?
কি খবর?

Tomorrow we are all going to visit.
কাল আমরা সবাই বেড়াতে যাচ্ছি।

Where shall we meet again?
আমরা আবার কোথায় দেখা করব?

We will all meet at the cinema hall.
আমরা সবাই সিনেমা হলে দেখা করব।

এই প্রশ্নগুলি খুবই সহজ, ইংরেজি বলতে গেলে আপনার এই ধরনের প্রশ্ন-উত্তর গুলি শিখে নেওয়া উচিত। তবেই আপনি দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবেন। এই ছোট ছোট আরও অনেক প্রশ্ন-উত্তর নিজে থেকে তৈরি করুন। তাতে আপনার ইংরেজির দক্ষতা অনেক বাড়বে। নিজেকে নিজে প্রশ্ন করুন এবং তার উত্তর নিজেই দেবার চেষ্টা করুন। এই সহজ ভাবে ইংরেজি শিখতে শুরু করুন দেখবেন একদিন ইংরেজি বলতে শিখে গেছেন।

5 thoughts on “Most Common Questions and Answers in English”

Leave a comment