Learn Most important Phrases for beginners
Here is the tutorial how to consult a doctor? Learn most important phrases for beginners which will help you to Speak English faster.
ইংরাজি শিখুন বাংলায়! অনেকেই মনে করেন ইংরাজি ভাষাটি কঠিন, তাই ভয় পেয়ে এই ভাষাটিকে শেখা বন্ধ করে দেন। আমার এই Tutorial গুলো তাদের জন্য যারা আবার নতুন করে ইংরাজি শিখতে চান বা যারা ইংরাজি শিখতে শুরু করেছেন। আজকে আমার টপিক হল – How to consult a doctor? শরীর খারাপ হয় না এমন মানুষ পাওয়া খুব মুশকিল। তাই আমাদেরকে ডাক্তারের কাছে যেতেই হয়। সেখানে অনেক কথা ডাক্তার বাবুরা ইংরাজিতে বলেন যা আমরা অনেক সময় বুঝতে পারি না। বা ডাক্তারের সঙ্গে দেখা করতে গিয়ে আমরা কি কথা বার্তা বলি সেগুলি আজকে ইংরাজিতে শিখব। চলুন শুরু করা যাক।
ইংরাজি শিখুন বাংলায়!
সুপ্রভাত, ডাক্তার বাবু।
Good morning, Doctor.
সুপ্রভাত, বসুন।
Good morning, please take your seat.
এখন কেমন বোধ করছেন?
Tell me how feel you now?
আমি খুব দুর্বল বোধ করছি।
I feel very week.
আপনি কি ওষুধটা খেয়েছেন?
Have you taken that medicine?
হ্যাঁ, কিন্তু ওই ওষুধটায় কোন কাজ হয়নি।
Oh yes, but the medicine was not good.
আপনার মা কেমন আছেন?
How is your mother?
বেশ ভালো।
She is quite well, thank you.
আপনাকে একবার ভালো করে পরীক্ষা করে দেখতে হবে।
I shall have to give you a thorough examination.
আপনার শরীর আজ কেমন আছে?
How’s your health today?
আমার গা বমি বমি করছে।
I feel giddy.
গত রাতে আপনার ঘুম ভালো হয়েছিল তো?
Did you have sound sleep last night?
ফোড়াটা এখনও পাকেনি।
The boil has not yet come to head.
আরও কিছু বাক্য শেখা যাক
আমার ঠাণ্ডা লেগেছে।
I have caught a cold.
ডাক্তার বাবু, আমি কি খাব?
What’s my diet, doctor?
প্রেসক্রিপশানটা কোথায়?
Where is the prescription?
বড়ি গুলো দিনে তিনবার খাবেন?
Take the pill thrice a day?
তার জ্বরটা দেখেছেন?
Have you taken his temperature?
আমার জ্বর কমে আসছে।
My temperature is going down.
আপনার হজম ঠিক হয় তো?
Is your digestion all right?
আপনার স্টোমাকের অসুবিধা আর নেই তো? তাই না।
I think, you don’t feel any trouble in the stomach, do you?
আমার মনে হয়, আমার গলায় ঘা হয়েছে।
I think, I have got a sore throat.
হাত ভাঙলেন কি করে?
How have you broken your arm?
তোমার পা ভেঙেছে।
You have broken your leg.
তার খুব লেগেছে।
He is badly hurt.
আপনার কি খুব মাথা ধরেছে?
Have you an acute headache?
তার গোড়ালি মচকে গেছে।
He has sprained his ankle.
বাচ্ছাদের মধ্যে এই রোগ বেশী হয়।
The children are prone to this disease.
ডাক্তারকে আপনি এই ধরনের আরও কিছু প্রশ্ন করতে পারেন
মেয়েটির হাম হয়েছে।
The girl is suffering from measles.
আমার শরীর খারাপ লাগছে।
I feel sick.
আমি জ্বর জ্বর বোধ করছি।
I feel feverish.
আপনার কি কষ্টোকাঠিন্যের দোষ আছে?
Are you constipated?
ওকে বিরক্ত করবেন না, ঘুমাতে দিন।
Don’t disturb him please, let him sleep.
গতকাল আমার জ্বর হয়েছিল, স্টমাকের কিছু আসুবিধা বোধ করছি।
I ran a temperature yesterday, and feel some trouble in stomach.
আপনার শরীরের প্রতি সর্বদা খেয়াল রাখা উচিত।
Your health needs constant watching.
আমার গা ম্যাজ ম্যাজ করেছে।
I feel sluggish today.
আমি যথা সাধ্য চেষ্টা করছি।
I’m trying my best.
আমার মনে হয়না আপনার ভয়ের কোন কারন আছে।
I don’t think you need have any fear.
এই দাঁতটা তুলতেই হবে।
This tooth must be extracted.
আমার মাড়ি দিয়ে রক্ত পড়ছে।
My gums are bleeding.
আমি দূরের জিনিস দেখতে পাইনা।
I’m short sighted.
আমি কাছের জিনিস দেখতে পাইনা।
I’m long sighted.