That’s + Wh Words এর ব্যবহার উদাহারন সহ

আজ আমরা শিখব –That’s + Wh Words এর ব্যবহার অনেক উদাহারন সহ যা আপনি স্পোকেন ইংলিশ বলতে গেলে ব্যবহার করতে পারবেন। 

That’s what (issue), That’s why (reason), That’s how (method / why), That’s who / that’s whom (Person), That’s when (Time), That’s where (Place), That’s which (Non-living things) এদের ব্যবহার।

এগুলি প্রতিটি conjunction, যা Wh family word দিয়ে তৈরি হয়েছে। স্পোকেন ইংলিশ বলতে গেলে এদের ব্যবহার শিখতেই হবে। তবে  That’s + Wh Words এর ব্যবহার শেখার আগে Wh family word কে ভালো ভাবে শেখা উচিত।

তাহলে চলুন শুরু করা যাক-

That’s what (Issue)- এটাই

আমাদের প্রথম শব্দ হল That’s what. That’s what কে আমরা কোন issue তে ব্যবহার করতে পারি। উদাহারন হিসাবে বলা যেতে পারে – ধরুন আপনি কোথাও একটা ঝগড়া করছেন বা কোন বন্ধু মহলে কোন একটা বিষয় নিয়ে argument হচ্ছে। তখন কেউ একজন আপনার কথাটাই বলল যেটা আপনি বলতে চাইছিলেন। তখন That’s what কে আপনি ব্যবহার করতে পারি।
যেমন –
That’s what I am saying.
আমি এটাই বলতে চাইছি।
That’s what I mean.
এটাই আমি বোঝাতে চাইছি।

তো এইরকম আরও অনেক ভাবে আমরা ব্যবহার করতে পারি। তাহলে চলুন শেখা যাক That’s what এর আরও কিছু ব্যবহার।

That’s what we need.
আমাদের এটাই দরকার।

That’s what I want.
এটাইতো আমি চাই।

That’s what I thought.
এটাই আমি ভেবেছিলাম।

That’s what I was saying.
এটাই আমি বলছিলাম।

That’s what he told me.
এটাই তিনি আমাকে বলেছিলেন।

That’s what makes me crazy.
এটাই আমাকে পাগল করে তোলে।

That’s what I’d like to know.
এটাই আমি জানতে চাই।

That’s what I like to see.
এটাই আমি দেখতে পছন্দ করি।

That’s what he told me.
এটাই সে আমাকে বলেছিল।

এখান থেকে আমরা এটাই শিখলাম – যে বাংলায় যখন “এটাই” শব্দটি ব্যবহার করা হয় তখন তার ইংরেজি করতে That’s what সবচেয়ে বেশী ব্যবহার করা হয়।

আরও কিছু শেখা যাক-
That’s what I am trying to convince.
That’s what you are not getting.
That’s what I wanted to tell.
That’s what we were thinking.
That’s what I am asking to you.

That’s why (reason)

আমাদের পরের শব্দটি হল – That’s why, এই That’s why কে কোন কারন বোঝাতে ব্যবহার করা হয়।

That’s why I was late.
এই কারণেই আমার দেরি হয়েছিল।

That’s why he’s so tired.
এই কারণেই সে এত ক্লান্ত।

That’s why he never married.
এই কারণেই সে কখনও বিয়ে করেনি।

That’s why you can’t sleep.
এই কারনে তুমি ঘুমাতে পারনি।

That’s why he is so successful.
এই কারণেই তিনি এতটা সফল।

That’s why your mother is disappointed.
এজন্য তোমার মা হতাশ।

That’s why she’s crying all the time.
এই কারণেই সে সারাক্ষণ কাঁদছে।

That’s why he wants to be with you.
এই জন্যই সে তোমার সাথে থাকতে চায়।

That’s why I like her.
সেই কারণেই আমি তাকে পছন্দ করি।

That’s why I’m so late.
এই জন্যই আমি এত দেরি করেছি।

That’s why she’s so popular.
এই কারণেই সে এত জনপ্রিয়।

আশা করি এবার আপনি বুঝতে পেরেছেন যে কি কারনে That’s why ব্যবহার করা হয়। বাংলায় যখন – এই কারণেই, এই জন্যই, সেই কারণেই, এজন্য ইত্যাদি ব্যবহার করা হয় তখন তার ইংরেজি করতে That’s why ব্যবহার করা হয়।
Extra:
That’s why you should quit smoking.
That’s why I failed.
That’s why he beat you.
That’s why you are poor.
That’s why I learn English.

That’s how (method / why)

That’s how I lost my book.
এভাবেই আমি আমার বইটি হারিয়েছি।

That’s how you do it.
এইভাবেই আপনি এটি করেন।

That’s how I earn.
এভাবেই আমি উপার্জন করি।

That’s how I write songs.
এভাবেই আমি গান লিখি।

That’s how I think of you.
এভাবেই আমি আপনাকে মনে করি।

That’s how we met.
আমরা এইভাবেই দেখা করেছি।

That’s how they make their money!
এভাবেই তারা তাদের অর্থোপার্জন করে!

That’s how it all started.
এইভাবেই এটি শুরু হয়েছিল।

That’s how he speaks.
সে এভাবেই কথা বলে।
Extra:
That’s how he replied.
That’s how she cooks.
That’s how they work.
That’s how I wrote.

That’s who / that’s whom (Person)

That’s who / that’s whom ব্যবহার করা হয় Particular Person কে বোঝাতে মানে নির্দিষ্ট কোন ব্যক্তিকে বোঝাতে। যেমন-


That’s who I helped.
এই সে যাকে আমি সাহায্য করেছি।

That’s whom I helped.
এই সে যাকে আমি সাহায্য করেছি।
Who/whom দুটোই ব্যবহার করা যায়।

That’s whom I taught.
একেই আমি শিখিয়েছি।

That’s whom I asked.
একেই আমি জিজ্ঞাসা করেছি।

That’s whom you beat.
এই সে যাকে তুমি মেরে ছিলে।
বা, একেই তুমি মেরে ছিলে।

That’s whom I am calling.
একেই আমি ফোন করছি।

That’s whom I lent money.
একেই আমি টাকা ধার দিয়েছি।

That’s whom I sent.
একেই আমি পাঠিয়েছি।

That’s when (Time)

Situation অনুযায়ী নির্দিষ্ট কোন সময়কে বোঝাতে That’s when ব্যবহার করা হয়। যেমন – আমি অফিসের জন্য বের হচ্ছিলাম, সে ঠিক তখনই আমাকে জিজ্ঞাসা করেছিল। বা আমি বাজার থেকে ফির ছিলাম ঠিক তখনি বৃষ্টি এল। এই “তখনই” কথাটিকে ইংরেজি করার জন্য That’s when ব্যবহার করা হয়ে থাকে। চলুন এবার কিছু উদাহারন দেখা যাক-

That’s when I realised.
ঠিক তখনই আমি বুঝতে পেরেছিলাম।

That’s when the problem started.
সমস্যাটি তখনই শুরু হয়েছিল।

That’s when I felt that.
আমি তখনই অনুভব করেছি।

That’s when she started to scream.
সে তখনই চিৎকার করতে শুরু করে।

That’s when I try to meditate.
আমি তখনই ধ্যান করার চেষ্টা করি।
মানে যখন আমার মন খারাপ হয়ে যায় – আমি তখনই ধ্যান করার চেষ্টা করি।

That’s when he stopped.
সে তখনই থামল।

That’s when I thought.
আমি তখনই ভেবেছিলাম।

That’s when he saw it.
তিনি তখনই এটি দেখেছিলেন।

That’s when police started talking.
পুলিশ তখনই কথা বলতে শুরু করে।

That’s when the rain started.
বৃষ্টি তখনই শুরু হয়েছিল।

Extra :
That’s when he asked me.
That’s when I got my mobile.
That’s when I came back home.
That’s when I called you.
That’s when I went to hospital.
That’s when I met her.
That’s when I bought that book.

That's where (Place)

কোন জায়গা সম্পর্কে বোঝাতে বা বলতে That’s where ব্যবহার করা হয়। যেমন-


That’s where I put my keys!
এখানেই তো আমি আমার চাবি রাখি।

That’s where you are wrong.
এখানেই তো তুমি ভুল।

That’s where the river meets the sea.
সেখানেই তো নদী সমুদ্রের সাথে মিলিত হয়।

That’s where my sister lives.
আমার বোন সেখানেই থাকে।

That’s where I draw the line
আমি সেখানেই তো লাইনটি আঁকছি।

That’s where I picked up the phone.
সেখানেই তো আমি ফোনটি তুলেছি।

That’s where I am going.
আমি তো সেখানেই যাচ্ছি।

Extra:
That’s where it all started.
That’s where the problem is.
That’s where I was born.

That's which (Nonliving things)

That’s which আমরা তখনই ব্যবহার করব যখন কোন নির্জীব বা Non living বস্তু নিয়ে কথা হবে। চলুন উদাহারনের সাহায্যে এর ব্যবহার বুঝতে চেষ্টা করি।

That’s which I am searching.
আমি এটিই খুঁজছি।

That’s which he gave me.
এটাই সে আমাকে দিয়েছে।

That’s which I was looking for.
এটাই আমি খুঁজছিলাম।

That’s which I bought last week.
এটাই আমি গত সপ্তাহে কিনেছিলাম।

That’s which you lost yesterday.
এটাই তুমি গতকাল হারিয়েছিলে।

That’s which you sold him.
এটাই তো তুমি তাকে বিক্রি করে দিয়েছ।

That’s which I have to buy.
এটাই আমাকে কিনতে হবে।

That’s which he is talking about.
এটাই নিয়ে সে সে কথা বলছে।

Leave a comment