This That These Those – English grammar

This That These Those in English Grammar: আজকে আমরা শিখব This That These Those এর ব্যবহার। প্রথমেই আমাদের জানা উচিত – This That These Those এগুলি আমরা কেন এবং কোথায় ব্যবহার করব। এটা গ্রামারের একদম বেসিক লেভেল, কিন্তু এখনো অনেকেই ভুল করেন এদেরকে ব্যবহার করতে গিয়ে। তাই চলুন আজকে আমরা জেনে নিন এদের সঠিক ব্যবহার। আপনাকে আজ আমি কিছু Advance Level ব্যবহার শেখাব যাতে আপনার ভবিষ্যতে কোন সমস্যা বা confusion না হয়।

Correct use of This That These Those

This That These Those কে ব্যবহার করা হয় কোন ব্যক্তি বা বস্তুর অবস্থান সম্পর্কে জানাতে। সেটা একজন জন বা একটি বস্তু হতে পারে, আবার একের অধিকও হতে পারে।

মানে Number বা বচন অনুসারে This That These Those ব্যবহার করা হয়। সেটা Singular বা Plural হতে পারে।

এরপর আপনাকে আর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হল বস্তুটি কাছে না দূরে
দুটি জিনিস অবশ্যই আপনাকে সব সময় খেয়াল রাখতে হবে – সেটা হল – Subject টি Singular না Plural
আর Subject টি কাছে আছে না দূরে আছে।

This – এই
That – ওই
These – এইগুলি
Those – সেগুলো বা ওই গুলো

Correct use of This That These Those Basic English Grammar

Difference - This That These Those

যখন কোন বস্তু আমাদের থেকে দূরে থাকে তখন “That এবং Those” ব্যবহার করা হয়। তবে Singular Number বা একটি হলে “That” ব্যবহার করা হয়, আর যদি একের অধিক থাকে মানে Plural Number হলে “Those” ব্যবহার করা হয়।

যখন কোন বস্তু আমাদের কাছাকাছি থাকে তখন “This এবং These” ব্যবহার করা হয়। তবে Singular Number বা একটি হলে “This” ব্যবহার করা হয়, আর যদি একের অধিক থাকে মানে Plural Number হলে “These” ব্যবহার করা হয়।

এবার কয়েকটি উদাহারন দেখা যাক-
এই হয় একটি বল।
This is a ball.
এখানে একটি বল এবং এটি কাছে। তাই এখানে “This” ব্যবহার করা হল।

ওই হয় একটি আপেল।
That is an apple.
এখানেও একটি আপেল কিন্তু আপেলটি দূরে, তাই এখানে “That” ব্যবহার করতে হবে।

These are balls.
এই হয় বলগুলি।
এখানে বলগুলি কাছে কিন্তু অনেকগুলি তাই “These” ব্যবহার করতে হবে।

Those are apples.
ওই হয় আপেলগুলি।
এক্ষেত্রে অনেকগুলি আপেল কিন্তু দূরে তাই আপনাকে “Those” ব্যবহার করতে হবে।

তাহলে আমরা শিখলাম –
This” ব্যবহার করব তখন যখন বস্তুটি কাছে থাকবে আর একটি হবে।
আর যদি বহুবচন হয় মানে Plural Number হয় তাহলে কাছে থাকলেও তখন “These” ব্যবহার করতে হবে।

দূরে হলে “That” ব্যবহার করা হবে তবে সেটি যদি একটি হয়। আর যদি একের অধিক হয় তাহলে “Those” ব্যবহার হবে। তবে এক্ষেত্রে Plural Number হতে হবে।

Use of This

অনেক সময় কোন ব্যক্তির পরিচয় দিতে গিয়ে “This” ব্যবহার করা হয়।
যেমন –
This is John, he is from America.
আবার
This is Rohit Calling from Canada.

আবার যখন আমরা টেলিফোনে কথা বলি তখন এই ধরনের কিছু বাক্য ব্যবহার করি।
যেমন –
Who is this?
This is Shyam calling from Dubai.
তাহলে এখানে শিখলাম টেলিফোনে কারো পরিচয় জানতে এবং কারো কাছে নিজের পরিচয় দিতে “This” ব্যবহার করা হয়।

আমি কি এটি খেতে পারি?
Can I eat this?

এইটা শোন!
Listen to this!

কে এটা ভেঙেছে?
Who broke this?

এটি ন্যায্য নয়।
This isn’t fair.

এটি কি আপনার বাইক?
Is this your bike?

এটি সুস্বাদু।
This is delicious.

আপনি কি এই উত্তরটি দিতে পারেন?
Can you answer this?

Use of That

টেলিফোনে কারো পরিচয় জিজ্ঞেস করতে “That” ব্যবহার করা হয়ে থাকে। যেমন –
Is that Mac?

ওটা কি সত্যি?
Is that true?

ওটা আমার।
That is mine.

ওটাই পথ।
That’s the way.

আমাকে ওটা দেখতে দাও।
Let me see that.

ওই ছেলেটি স্মার্ট।
That boy is smart.

আমি কি ওটি দেখতে পারি?
Can I see that one?

ওই শব্দটা কিসের ছিল?
What was that noise?

কেন সে ওটা করল?
Why did she do that?

এমন কথা বলবে না।
Don’t talk like that.

Use as a Pronoun

এবার একটি জিনিস আপনাদের সাথে শেয়ার করি। সেটা হল –
This That These এবং Those কে Noun এর পরিবর্তে ব্যবহার করা হয় Pronoun হিসাবে।

চলুন দেখে নেওয়া যাক-
Look at that.
এখানে আমরা “That” এর পরিবর্তে বলতে পারতাম
Look at the moon.
Moon” হল Noun, তার পরিবর্তে ব্যবহার করলাম “That”, তাই “That” হল Pronoun.

আরও কয়েকটি উদাহারন দেখে নেওয়া যাক।
আমি এগুলি পছন্দ করি।
I like these.

এটি খুব সুস্বাদু।
This is very tasty.

ওই গুলো আমাদের নয়।
Those are not ours.

তাহলে আজকে আমরা যা শিখলাম তা হল –
This এবং That কে Singular Countable Noun এর আগে ব্যবহার করা হয়।
যেমন –
এটি একটি বই।
This is a book.

ওটা একটা বল।
That is a ball.

These এবং Those কে Plural Noun এর আগে ব্যবহার করা হয়।
এই ফুলগুলি খুব সুন্দর।
These flowers are very beautiful.

সেই ফুলগুলি খুব সুন্দর।
Those flowers are very beautiful.

Use of These

এই কুকুরগুলি বড়।
These dogs are big.

এই মুক্তোগুলি আসলের মত দেখতে।
These pearls look real.

এই মোজাগুলি মিলছে না।
These socks do not match.

এই জিনিসগুলি আমার নয়!
These things aren’t mine!

আপনি আমার জন্য এইগুলি মেইল করতে পারেন?
Can you mail these for me?

এই ব্যাগগুলির মধ্যে কোনটি আপনার?
Which of these bags is yours?

Use of Those

সেগুলো আমার বই।
Those are my books.

সেগুলো আমার আপেল।
Those are my apples.

সেই আপেলগুলি বড়।
Those apples are big.

সেই বাড়িগুলি বড়।
Those houses are big.

ওইগুলি আমার শার্ট।
Those are my shirt.

ওইগুলি কার জুতো?
Whose shoes are those?

সেই বাড়িগুলি আমার মামার।
Those houses are my uncle’s.