Use of Was and Had

Correct Use of was and Had in English Grammar – অনর্গল ইংরেজি বলতে Was and Had কে স্পোকেন ইংলিশে ব্যবহার করুন। ইংরেজি বলতে গিয়ে সব চেয়ে বেশি problem হয় অতীতের কথা বলার সময়। আমি অনেকেই দেখেছি তারা অতীতের কথা বলতে চাইছে কিন্তু বাক্য তৈরি করছে Present Tense দিয়ে। আবার হয়তো বা কিছু বাক্য Past Tense এ বলছে কিন্তু মাঝে মাঝে বাক্যের মধ্যে Present Tense নিয়ে চলে আসছে। তাই আজকে আমি যে বাক্যগুলি শেয়ার করব সেগুলি আপনাকে Past এর ঘটনা বলতে শেখাবে। এগুলি আপনার regular life এ সব সময় কাজে লাগবে। এগুলি শিখে রাখুন। আপনি অনেক সহজে ইংরেজি বলতে পারবেন এবং আপনার ইংরেজির অনেক উন্নতি হবে।

সে একা ছিল He was alone.
তার একটি মেয়ে ছিল He had one daughter.
এখানে দুটি বাংলা বাক্যেই ‘ছিল’ কথাটি যুক্ত আছে। যার অর্থ এগুলি Past tense. এই বাক্য যখন ইংরেজি করা হল তখন ‘Was and Had’ ব্যবহার করা হয়েছে।

Have, Has & Had

এবার একটু Details এ শিখে নেওয়া যাক –
Have, has এর বাংলা অর্থ হল ‘আছে’। যা আমরা Present Tense এ মানে ‘বর্তমান কালে’ ব্যবহার করি
যেমন আমরা বলি –
I have a car.
আমার একটি গাড়ি আছে।

He has a book.
তার একটি বই আছে।

নিজের কিছু অধিকারে আছে বলতে আমরা Person অনুযায়ী Have or has ব্যবহার করে থাকি।
আপনার এটা জানা উচিত – Had কে Person অনুযায়ী বসাতে হয় না। এর কোন নিয়ম নেই সবার সাথেই Had বসাতে পারেন।
I, we – Had
You, Your – Had
He, She, They – Had

Have, has এর Past form হল Had
যার বাংলা অর্থ হল ‘ছিল’
সাধারন ভাবে আমরা Had তখনই ব্যবহার করি – যখন কোন কিছু এক সময় ছিল কিন্তু বর্তমানে তা নেই বোঝাতে Had ব্যবহার করা হয়।
আমার একটু জল ছিল। I had a little water.
তার গাঢ় বাদামী চুল ছিল। He had dark brown hair.

Was, Were

অতীতের ঘটনাকে ব্যাক্ষা করতে ‘was, were’ কে ব্যবহার করা হয়।
Was – I, he, she, it, John (any name)
Were – we, they, you, (Plural subject)
‘You’ এর সাথে সব সময় ‘were’ বসে। যদিও You Singular Number.
Simple Past Tense = Subject + was/were
‘Was, were’ কে ‘Past Tense’ এ ব্যবহার করা হয়।
যেমন –
আমি ক্লান্ত ছিলাম। I was tired.
এটা রাত ছিল। It was night.

Daily use Sentences - Was, Were & Had

এবার চলুন কিছু বাক্য শিখে নেওয়া যাক যেগুলি আমাদের প্রতিদিন কাজে লাগবে –

অন্ধকার হয়ে যাচ্ছিল।
It was getting dark.

আপনি কি গতকাল ব্যস্ত ছিলেন?
Were you busy yesterday?

আমরা সবাই চুপ করে ছিলাম।
All of us were silent.

আমার একটি ভাল ধারণা ছিল।
I had a good idea.

আমার একটি ভাল সময় ছিল।
I had a good time.

আমি একজন শিক্ষক ছিলাম।
I was a teacher.

আমি বাড়িতে ছিলাম।
I was at home.

আমি সারাদিন বাইরে ছিলাম।
I was out all day.

একটা বিড়াল চেয়ারে বসে ছিল।
A cat was sitting on the chair.

এটা কখন শেষ হয়েছিল?
When was it finished?

এটা খুব কঠিন ছিল।
It was very difficult.

এটা সত্যিই সস্তা ছিল।
It was really cheap.

গণিত পরীক্ষা কেমন ছিল?
How was the math test?

গতকাল কেন তুমি অনুপস্থিত ছিলে?
Why were you absent yesterday?


গতকাল গরম ছিল।
It was hot yesterday.

ঘরে অন্ধকার ছিল।
It was dark in the room.

চল্লিশ জন উপস্থিত ছিল।
Forty people were present.

তাকে স্কুলে যেতে হয়েছিল।
He had to go to school.

তার একটি তিক্ত অভিজ্ঞতা ছিল।
He had a bitter experience.

তারা খুব উত্তেজিত ছিল।
They were very excited.

তারা টেলিভিশন দেখছিলেন।
They were watching television.

তিনি দাঁড়িয়ে ছিলেন।
He was standing.

তোমার দিনটা কেমন কাটল?
How was your day?

তোমার প্রচুর সময় ছিল।
You had plenty of time.

তোমার রাত কেমন কাটালে?
How was your night?

সারাদিন ব্যস্ত ছিলাম।
I was busy all day.

সিনেমাটি কি ভাল ছিল?
Was the movie good?

সে চা তৈরি করছিল।
She was making tea.

সে পিয়ানো বাজাচ্ছিল।
He was playing the piano.

এগুলি ছাড়াও Verb এর Past form করেও Past Tense করা যায়। যদি আপনার Past Tense নিয়ে সমস্যা থেকে থাকে তাহলে আমাদের Past Tense এর ভিডিওটি দেখে নিতে পারেন। খুব সহজে Past Tense শেখানো আছে, একবার দেখলেই আপনার ধারনা পরিস্কার হয়ে যাবে। আশা করি আপনার Past Tense নিয়ে কোন সমস্যা থাকবে না।