আপনি কি দ্রুত ইংরেজি বলতে চান?

আপনি কি দ্রুত ইংরেজি বলতে চান? তাহলে শিখে নিন কিভাবে অভ্যাস করবেন বাড়িতে? স্পোকেন ইংলিশ খুবই সহজ, যদি সেটাকে আপনি সহজ শিখতে শুরু করেন। যদি আপনি প্রথমেই ধরে নেন যে ইংরেজি কঠিন তাহলে কোনদিন ইংরেজি বলতে পারবেন না। নিয়মিত অভ্যাস করলেই ইংরেজি বলা যায়।

চলুন আজকে কিছু শেখাই যা আপনাকে দ্রুত ইংরেজি বলতে এবং সঠিক ইংরেজি বলতে শেখাবে। এতে আপনি যেমন দ্রুত ইংরেজি বলতে শিখবেন আর তারসাথে আপনার ইংরেজি গ্রামারের ছোট খাটো ভুল গুলি হয় সেগুলি ঠিক করতে পারবেন। মানে স্পোকেন ইংলিশ + গ্রামার শিখতে পারবেন। এবার আপনি পারফেক্ট ইংরেজি বলতে ও লিখতে শিখবেন।

দ্রুত ইংরেজি বলতে Am, is, are এর ব্যবহার

Am, is, are কে আমরা সবাই জানি। ইংরেজি বলতে গেলে কিংবা লিখতে গেলে এদের কাজে লাগবেই। Am, is, are হল Be verb এর একটা রূপ। বাক্যে যখন Am, is, are কে ব্যবহার করা হয় তখন ধরে নিতে হবে বাক্যটি Present Tense. এই Am, is, are কখনো সাহায্যকারী verb হিসাবে কিংবা Main Verb হিসাবে বাক্যে বসে।

যেমন –
He is going to school.
সে স্কুলে যাচ্ছে।

এখানে ‘is’ হল Helping verb.
আবার এই বাক্যটি Present Continuous Tense.

কারন এখানে –

S+ (Am, is, are)+Main Verb (go)+ing যোগ করে বসানো হয়েছে।

আপনার যদি Tense সংক্রান্ত কোন সমস্যা থেকে থাকে তো তাহলে Tense নিয়ে আমাদের ভিডিও গুলি দেখতে পারেন। আপনি খুব সহজে Tense শিখে যাবেন।

Am, is, are কে আবার Main Verb হিসাবে ব্যবহার করা হয়।
যেমন –
We are happy.
আমরা খুশি।
এখানে ‘are’ হল Main Verb

বাক্য গঠন করার নিয়ম

একটা বাক্য গঠন হতে গেলে মোটামুটি ৩ টি জিনিস লাগে।

তাহল – S + V + O

এই নিয়ে একটা ছড়া আছে সেটা হল-
“কর্তা ক্রিয়া কর্ম
বাক্য হওয়ার ধর্ম।”

আমরা বাক্যে Verb কে যেখানে খুশী বসাতে পারি না। যদি সাহায্যকারী Verb নিই বাক্য গঠন করতে তাহলে –
I এর সাথে বসে ‘am’
You, we, they ইত্যাদির এর সাথে বসে ‘are’
He, she ইত্যাদির সাথে বসে ‘is’

আজ আমরা শিখব 'are' এর কিছু ব্যবহার

যাইহোক আজ আমরা শিখব ‘are’ এর কিছু ব্যবহার যা আমাদের ইংরেজি বলতে গেলে প্রতিদিন ব্যবহার করতে হয়।

বাক্যে যখন আপনি ‘are’ ব্যবহার করবেন তখন আপনাকে এটা মাথায় রাখতে হবে যে – বাক্যের Subject যেন Plural মানে বহুবচন হয়। যেমন – We, They ইত্যাদি। তবে You এর সাথে সব সময় ‘are’ ব্যবহার হয়।

চলুন এবার শেখা যাক প্রতিদিনের Conversation এ কিভাবে ‘are’ কে ব্যবহার করা হয়।

আজ তুমি কি করতে যাচ্ছ?
What are you going to do today?

আজ রাতে তুমি কি ফ্রি?
Are you free tonight?

আপনি একজন ভাল রাঁধুনী।
You are a good cook.

আপনি একেবারে সঠিক।
You are absolutely right.

আপনি কখন ব্যস্ত থাকেন?
When are you busy?

আপনি কি আপনার কাজ শেষ করছেন?
Are you finished with your work?

আপনি কি এখানে নতুন?
Are you new here?

আপনি কি জাপানি?
Are you Japanese?

আপনি কি তাড়ার মধ্যে আছেন?
Are you in a hurry?

আপনি কি সম্পর্কে কথা বলছেন?
What are you talking about?

আপনি কি সাঁতার কাটতে পারেন?
Are you able to swim?

আপনি কি হারিয়েছেন?
Are you lost?

আপনি কোথায় যাচ্ছেন?
Where are you going?

আমরা খুশি।
We are happy.

আমার বাবা-মা বুড়ো হয়ে গেছেন।
My parents are old.

আমি জানি তুমি ধনী।
I know you are rich.

কে তুমি?
Who are you?

জাহাজে অনেক ইঁদুর রয়েছে।
There are many rats on the ship.

তার চোখ নীল।
Her eyes are blue.

তারা অফিসে আছে।
They are in office.

Leave a comment