When and while in English grammar

Use of when and while in English grammar – কখন when এবং While ব্যবহার হয়? আর এদের মধ্যে পার্থক্য কি?

Difference Between While And When English Grammar 01

Use of When

যখন একটা কাজ শেষ হয়ে গেছে এবং আর একটা কাজ শুরু হবে এই অবস্থায় when ব্যবহার করা হয় – মানে একটা বাক্যে দুটি action থাকবে।
চলুন উদাহরনের সাথে শেখা যাক, যাতে একদম পরিস্কার ভাবে বোঝা যায় যে আমি কি বলতে চাইছি –
যখন আমি সেখানে পৌঁছাব তখন তুমি আসবে।
👉 You will come when I reach there.
এখানে দুটি action আছে –
একটা হল ‘আমার পৌঁছানো’ 
আর একটি হল – ‘তোমার আসা’
আশা করি আপনি বুঝতে পেরেছেন, এখানে একটা কথা মাথায় রাখতে হবে তাহল – একটা বাক্যে ‘দুটি action’ থাকবে।

Use of While

When এর আরও কিছু ব্যবহার নিয়ে আমি পরে আসছি, এখন while এর ব্যবহার দেখা যাক –
বাক্যে While তখনই ব্যবহার করা হয় যখন দুটি কাজ একসাথে চলে। বা আমরা বলতে পারি Two continuous actions
যেমন –

আমি যখন সিনেমা দেখছিলাম তখন বৃষ্টি হচ্ছিল।
👉 It was raining while I was watching a movie.

একদিকে বৃষ্টি হচ্ছে আর একদিকে আমি সিনেমা দেখছি। এখানে দুটি action একসাথে হচ্ছে। কেউ আগেও না বা কেউ পরেও না। দুটি action একসাথে ঘটছে। তাই এখানে আমাদের while ব্যবহার করতে হবে।

আরও একটি উদাহরন দেখা যাক –
আমি খেলছি যখন আমার বোন পড়ছে।
👉 I am playing while my sister is reading.

‘আমার খেলা’ এবং ‘বোনের পড়া’ দুটি কাজ একসাথে ঘটছে।

যদি আপনি খুব ভালো ভাবে খেয়াল করেন তাহলে দেখবেন, এখানে দুটি action একসাথে হচ্ছে। আর Sentence structure টা হল continuous Tense এর। সেটা Present বা Past continuous হতে পারে। আরও ভালো ভাবে বললে – যদি বাক্যে দুটি continuous action থাকে তাহলে while ব্যবহার হবে।

Use of When & While

Difference Between While And When English Grammar

আরও একভাবে when কে ব্যবহার করা হয়
যেমন –
যখন দুটি কাজের মধ্যে কোন কাজ long time ধরে হয় আর অন্য কাজটি short time এর জন্য হয় তখন when কে ব্যবহার করা হয়

The telephone rang, when she was cooking.

কারন এখানে Telephone টি short time এর জন্য বাজছিল, কিন্তু cooking টা অনেকক্ষণ ধরে হচ্ছিল। তাই এখানে এই Long time action এর জন্য when কে ব্যবহার করতে পারি।

তবে এখানে আমরা While কেও ব্যবহার করতে পারি। কারন দুটি action একসাথে হচ্ছিল।

The telephone rang, while she was cooking.

When and while in English grammar-min

When - One action follows the other

When এর আর একটি ব্যবহার দেখা যাক –
দয়া করে আমাকে এসে দেখে যেও, যখন তুমি ফ্রি থাকবে।
👉 Please come and see me, when you are free.

এখানেও দুটি action আছে তবে এখানে একটি ঘটনা আর একটিকে follow করছে। মানে ‘আগে তোমাকে ফ্রি হতে হবে’ তারপর ‘এসে দেখে যেতে হবে।’ তাহলে One action follows the other action.
এই রকম আরও একটি উদাহরন দেখা যেতে পারে – যেমন,

সে বেরিয়ে এল, যখন ফোনটি বেজে উঠল।
👉 He came out, when the phone rang.

এখানে ‘ফোনটি আগে বাজল’ তারপর ‘সে বেরিয়ে এল।’ একটা action আর একটি action কে ফলো করছে। তবে এখানে একটা কথা খুব ভালো ভাবে মাথায় রাখতে হবে যে – যখন When ব্যবহার করা হয় তখন action দুটি short action হবে আর action দুটি immediately একে অপরকে ফলো করবে। One action follows the other action.

When - Age / Period of life

পরের উদাহরন দেখা যাক –
যখন আমি ছোট ছিলাম, আমি কলকাতাতে থাকতাম।
👉 When I was a child, I lived in Kolkata.

‘When I was a child’ – এটা একটা age / Period of life
তারমানে এটা কোন একটা age বা Period of life কে indicate করছে। এই সব ক্ষেত্রে আমরা when ব্যবহার করব।

When - Wh-Question

When কে Wh-Question হিসাবে বাক্যে ব্যবহার করা হয়? When দিয়ে যখন কোন প্রশ্ন করা তখন কোন ‘সময়’ সম্পর্কে জানতে চাওয়া হয়,
যেমন –
গত রাতে তুমি কখন ঘুমোতে গিয়েছিলে?
👉 When did you go to bed last night?

এখানে ‘time’ সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে? এই বাক্যটির ইংরেজি হবে –
এর উত্তর – 11 pm. বা 11.30 pm.
Wh নিয়ে এর আগে আমি অনেকগুলি ভিডিও দিয়েছি পারলে দেখতে পারেন।

তাহলে আশা করি আমি আপনাকে এটা বোঝাতে পেরেছি যে কখন While আর কখন When ব্যবহার হবে। While এবং when এর মধ্যে পার্থক্য কি।