Helping verbs in English

Helping verbs in English: আজকে আমরা শিখব কিছু Helping Verb এর ব্যবহার। যেমন –
Have to
Must
Could be
Could have
Could
Would be
Would have
Would
Should have
Should
Will have
Will be
এদের ব্যবহার করতে গিয়ে অনেকেই ভুল করে ফেলেন। বা অনেকেই আছেন যারা এদের ব্যবহার জানেন না। বা তাদের কাছে এদের ব্যবহার কঠিন বলে মনে হয়। আমি আজকে খুব সহজে এদের ব্যবহার আপনাকে শিখিয়ে দেব। Perfect English বলতে গেলে এদের ব্যবহার খুব ভালোভাবে জানা উচিত।

ইংরেজি শিখতে গেলে যেগুলি জানা অবশ্যই দরকারঃ

Use of Helping Verbs – Will be

Helping verbs in English – Will be

আজকে আমরা শিখব যদি will এর সাথে be কে ব্যবহার করা হয়, তাহলে কি হবে।
বাংলা বাক্যের শেষে যদি করতে থাকবে, খেলতে থাকবে, পড়তে থাকবে ইত্যাদি যুক্ত থাকে তাহলে আপনি will be কে ব্যবহার করতে পারবেন। মানে ভবিষ্যতে কাজটি চলতে থাকবে, এই অর্থে আমরা will be কে ব্যবহার করব।
Will be – I, He, She, It, Name, You, We, They

সে খেলতে থাকবে। He will be playing.
আমি পড়তে থাকব। I will be reading.
#এখানে আপনাকে একটা কথা মনে রাখতে হবে বাক্যে will be কে ব্যবহার করলে Main verb এর সাথে ‘ing’ কে সাধারণত যোগ করা হয়ে থাকে।

তবে Will be কে এইভাবেও ব্যবহার করা যেতে পারে –
তারা খুব খুশি হবে। They will be very glad.
টম ছয়টায় বাসায় আসবে। Tom will be home at six.
আমার মনে হয় আজ গরম হবে। I think it will be hot today.
আগামী বছর আমার বয়স পনেরো হবে। I will be fifteen next year.
আধঘণ্টার মধ্যে সে এখানে আসবে। He will be here in half an hour.

Will have

Helping verbs in English – Will have

Will have – I, He, She, It, Name, You, We, They

একটা উদাহরনের সাথে আমরা এর ব্যবহার শিখব –
সে লেখাপড়া করে থাকবে।
He will have studied.

# এখানে আমরা ভবিষ্যতের কথা বলছি, কিন্তু যে কাজের কথা বলছি সেটা ভবিষ্যতে শেষ হয়ে থাকবে। মানে আমরা বর্তমান কালে বসে ভবিষ্যতের কথা বলছি, তাও যেটা ভবিষ্যতে শেষ হয়ে যাবে। এই রকম অর্থে আমরা Will have কে ব্যবহার করে থাকি।

সে লেখাপড়া করে থাকবে।
মানে আমি যখন বাড়ি যাব, তখন সে তার পড়াশুনা শেষ করে থাকবে। খুব সহজ করে বললে এটা Simple Future Perfect Tense.

তুমি তখন ট্রেনটি ধরে ফেলবে।
By then you will have caught the train.

সে তখন কাজটি শেষ করে থাকবে।
Then he will have finished the work.

# ভবিষ্যতে কোন কাজ নির্দিষ্ট সময়ের আগে শেষ হয়ে যাবে বোঝাতে ব্যবহার করা হয়। বা বলতে পারেন ভবিষ্যতে কোন কাজ নির্দিষ্ট ঘটনার আগে শেষ হয়ে যাবে বোঝাতে Future Perfect Tense ব্যবহার করা হয়।

বৃষ্টি শুরু হবার আগেই সে ফিরে আসবে।
He will have returned before the rain start.

Will have | Shall Have

আরও একটু অন্যভাবে Will have কে ব্যবহার করা হয়ে থাকে –
– ভবিষ্যতে কোন কিছুতে অধিকার এবং কোন সম্পর্ককে জোর দিতে Will have বা Shall have কে ব্যবহার করা হয়।

ধরে নেওয়া যাক কোন একটা জিনিস এখন নেই কিন্তু সেটা ভবিষ্যতে আপনি পেয়ে যাবেন বা এসে যাবে। সেই সব বাক্যকে ইংরেজি করতে Shall have বা will have কে ব্যবহার করা হয়।
যেমন –
আমার একটা গাড়ি থাকবে।
I shall have a car.
I এবং we এর সাথে Shall Have কে ব্যবহার করা হয়।
তবে এখানে আপনি Will have কেও ব্যবহার করতে পারেন।
I will have a car.

গাড়িটা এখন নেই কিন্তু সেটা ভবিষ্যতে চলে আসবে।
# কিন্তু এখানে আমি যদি বলতাম – আমার একটা গাড়ি হবে। তাহলে বাক্যটিতে সেভাবে কোন জোর বা অধিকার থাকত না। ‘আমার একটা গাড়ি থাকবে। – মানে অবশ্যই থাকবে।

আরও দুটি উদাহরন দেখা যাক।
তাদের কাছে কাজ থাকবে।
They will have work.

আমার কাছে দুটি মোবাইল থাকবে।
I shall have two mobiles.

এবার Negative sentence শেখা যাক –
তাদের কাছে কাজ থাকবে না।
They will not have work.

তোমার কাছে সময় থাকবে না।
You will not have time.

Helping Verbs – Should | Should have

Should – উচিত বা উপদেশ দিতে ব্যবহার করা হয়
Should is used to give advice.

আপনার ঘুমানো উচিত।
You should sleep.

তোমার অনুশীলন করা উচিত।
You should exercise.

তোমার সত্য বলা উচিত।
You should tell the truth.

তোমার এটা জানা উচিত।
You should know it.

অনুরোধ করতেও Should কে ব্যবহার করা হয়।
আমার কি অপেক্ষা করা উচিত?
Should I wait?

Should have
কোন কিছু করা উচিত ছিল কিন্তু সেটা করা হয়নি, এই অর্থে Should have ব্যবহার করা হয়।
তার আরও বেশি পড়াশোনা করা উচিত ছিল!
He should have studied harder!

তার এত ভাত খাওয়া উচিত হয়নি!
She shouldn’t have eaten so much rice!

Would এর ব্যবহার

Helping verbs in English – Would

# সৌজন্য এবং অনিয়মিত অভ্যাস বোঝাতে ‘Would’ ব্যবহার করা হয়

আমি সাঁতার কাটতাম।
I would swim.
আগে সাঁতার কাটতাম এখন আরও কাটি না।

সে ধূমপান করত।
He would smoke.
আগে ধূমপান করত কিন্তু এখন আর করে না।

এগুলি সব অনিয়মিত অভ্যাস, তাই এখানে Would কে ব্যবহার করতে হবে।
আপনি আমাকে কিছু টাকা ধার দিতে পারেন? (সৌজন্য)
Would you please lend me some money?
এখানে আমরা Can ব্যবহার করতে পারতাম।
Can you please lend me some money?
কিন্তু can এর অর্থ হল কোন কিছু করতে পারা।
আমি গান করতে পারি। I can sing.

Polite request:
তুমি কফি না চা খাবে?
Would you like coffee or tea?

আপনি কি এটা কিনতে চান?
Would you like to buy this?

Would have:
আমি তোমাকে কল করতাম, তবে আমি তোমার নম্বর জানতাম না।
I would have called you, but I didn’t know your number.

আমি ফোন করতাম, কিন্তু ফোন পরিষেবা ছিল না।
I would have called, but there was no phone service.

Would be (Become – হয়ে ওঠা)
আমি একজন ডাক্তার হতাম। I would be a doctor.
সে ক্রিকেটার হত। He would be a cricketer.

আবার
যেতে থাকবে, আসতে থাকব, ঘুমাতে থাকবে এই সব অর্থে would be কে ব্যবহার করা হয়। তবে এখানে verb এর সাথে ing যোগ করা হয়।
সে যেতে থাকবে।
He would be going.

আমি আসতে থাকব।
I would be coming.

সে ঘুমাতে থাকবে।
He would be sleeping.

আরও একভাবে would be কে ব্যবহার করা হয়।
জনকে পাঠানো হত।
John would be sent. এই ধরনের বাক্যে Verb এর Third form কে ব্যবহার করা হয়।

Crrect use of Could

Helping verbs in English – Could

Could – পারত
Ability in the past – অতীতের দক্ষতা বা ক্ষমতা

সে ইংরেজি বলতে পারত।
He could speak English.
মানে অতিতে পারত কিন্তু এখন পারে না। এই রকম অর্থে আমরা Could কে ব্যবহার করতে পারি।

Request and Permission:
আপনি কি ওটা আবার বলবেন? Could you repeat that?
আমি কি তোমাকে সাহায্য করতে পারি? Could I help you?
আপনি কি আমাকে পথটা বলতে পারেন? Could you tell me the way?

Could have:
অতীতে কোন ঘটনা ঘটেনি সেই বিষয়ে কথা বলতে Could have কে ব্যবহার করা হয়।
খুব সহজ করে বললে – কোন কিছু অতীতে করার সম্ভবনা ছিল, কিন্তু সেটা করা হয়নি তখন Could have কে ব্যবহার করা হয়।

তারা খেলাটি জিততে পারত, তবে তারা যথেষ্ট চেষ্টা করেনি।
They could have won the match, but they didn’t try hard enough.
মানে – চেষ্টা করলে খেলাটি তারা জিততে পারত কিন্তু তাদের চেষ্টা ছিল না।

পরের ব্যবহারটি দেখা যাক –
আপনি কিছু করতে চাইলেও অতীতে সেটা করা সম্ভব ছিল না। সেটা বোঝাতে Could Have কে ব্যবহার করা হয়।
সে বেশি বেশি পড়াশোনা করলেও পরীক্ষায় উত্তীর্ণ হতে পারত না।
He couldn’t have passed the exam, even if he had studied harder.

বা
আমি পরীক্ষায় পাশ করতে পারতাম না –
I couldn’t have passed the exam.

এবার পরের ব্যবহারটি দেখা যাক –
অনেক সময় অতীতের কোন ঘটনাকে অনুমান করে বলতে Could have কে ব্যবহার করা হয় –
সে ট্র্যাফিকে আটকে যেতে পারে।
He could have got stuck in traffic.

Could be – সম্ভাবনা অর্থে
সে অফিসে থাকতে পারে।
He could be in the office.

Helping Verbs – Must | Have to

Helping verbs in English – Must

Must- অবশ্যই/ বাধ্য হওয়া
Must দ্বারা যে কাজ করার কথা বলা হয় সেই কাজের বাধ্যবাধকতা আসে Subject বা কর্তার নিজের ভিতর থেকে, বাইরের কোন কিছু তাকে প্রভাবিত করে না।
আমি অবশ্যই বিষয়টি সম্পর্কে জানব।
I must know about the matter.

এখানে নিজের ইচ্ছেতেই আমি জানতে চাই, কেউ আমাকে জোর করছে না, তাই এখানে must ব্যবহার হবে।

নিশ্চয়তা প্রকাশ করতে must এর ব্যবহার করা হয়।
তোমার লোকটিকে চেনা উচিত।
You must know the man.

তোমার মেজাজ নিয়ন্ত্রন করা উচিত।
You must try to bridle your temper.

কোন কাজ অবশ্য করণীয় বা বাধ্যবাধকতা বুঝাতে must ব্যবহার করা হয়ে থাকে।
তোমাকে অবশ্যই অফিস যেতে হবে।
You must go to the office.

তাকে অবশ্যই অনেক পড়াশোনা করতে হবে।
He must study a lot.

Have to:
কোন কাজের বাধ্যবাধকতা বুঝাতে have to এর ব্যবহার হয়ে থাকে।

Have to দ্বারা যে কাজ করার কথা বলা হয়, সেই কাজের বাধ্যবাধকতা আসে বাইরের দিক থেকে, Subject বা কর্তার নিজের দিক থেকে নয়।

তুমি যাওয়ার আগে অবশ্যই তোমার কাজটা শেষ করবে।
You have to finish your work before you go.

বাংলা বাক্যের শেষে যদি “তে হবে” থাকে তখন have to বা has to বসে Person অনুযায়ী।
আমাকে সেখানে যেতে হবে।
I have to go there.

তোমাকে একটা গল্প লিখতে হবে।
You have to write a story.

তাকে আইন মেনে চলতে হবে।
He has to obey the law.


Facebook


Instagram


Pinterest