এবার আপনিও প্রথম দিন থেকেই ইংরেজি বলতে পারবেন
আপনি কি মনে করেন ইংরেজি কঠিন? তাহলে এই পোষ্টটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনি প্রথম দিন থেকেই অনর্গল ইংরেজি বলতে শিখে যাবেন। কিছু কমন জিনিস আছে যা আপনাকে ইংরেজি বলতে একটা confidence এনে দেবে। আমি আজকে situation অনুযায়ী আপনাকে ইংরেজি শেখাব। যাতে আপনি কিভাবে অনর্গল ইংরেজি বলবেন সেটা শিখে যাবেন।
খুব সহজে স্পোকেন ইংলিশ শিখুন বাড়িতে বসে।
নিমন্ত্রণ / Invitation
দয়া করে ভিতরে আসুন।
Please come in.
Come in please.
দয়া করে ঠান্ডা পানীয় গ্রহন করুন।
Please have a cold drink.
অথবা বলতে পারেন-
Please have a cup of tea.
দয়া করে এক কাপ চা পান করুন।
ধরুন কারো সাথে কোথাও যেতে হবে তখন বলুন-
Suppose you have to go somewhere with someone, then say –
চল বাসে করে যাই।
Let us go by bus.
বা বলতে পারেন-
চল ট্যাক্সি করে যাই।
Let us go by Taxi.
আপনি কি ফুটবল খেলতে চান?
Would you like to play football?
বা বলতে পারেন-
Would you like to play cricket?
আপনি কি ক্রিকেট খেলবেন?
আপনার জন্য একটি আমন্ত্রণ কার্ড।
Here is an invitation card for you.
আপনার নিমন্ত্রণ গ্রহন করতে না পারার জন্য দুঃখিত।
Sorry for not being able to accept your invitation.
বা বলতে পারেন-
I regret my inability to accept your invitation.
আমাকে মনে করার জন্য ধন্যবাদ।
Thanks for your kind remembrance.
কিন্তু আমি মনে হয় আসতে পারব না।
But I think I can’t come.
কারন আমি ওইদিন ব্যাস্ত থাকব।
Because I will busy that day.
Meeting and parting (সাক্ষাত এবং বিদায়)
কারো সাথে দেখা হলে এই কথা গুলি বলুন
আপনি কেমন আছেন?
How are you?
এর উত্তরে সে বলতে পারে-
In response, he could say-
Very well, thank you. And you?
খুব ভালো, ধন্যবাদ। এবং তুমি?
এখানে “and you’ বলা মানে সে জানতে চাইছে – আপনি কেমন আছেন?
এর উত্তরে আপনিও বলতে পারেন-
I am fine.
I’m ok. Etc.
এছাড়াও আপনি বলতে পারেন-
আমি আপনাকে দেখে খুশি।
I am glad to see you.
অনেক দিন পর দেখা হল।
It is long time since we meet.
We met after a long time.
আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি।
I have heard a lot about you.
বা বলতে পারেন-
Are you surprised to see me?
আমাকে দেখে অবাক হলে নাকি?
ঠিক আছে, আবার দেখা হবে।
OK, see you again.
তোমাকে কি এখন যেতেই হবে?
Must you go now?
Do you have to go now?
যাত্রা শুভহোক।
Have a good journey.
ঈশ্বর আপনার মঙ্গল করুন!
God bless you.
ভাগ্য আপনার সহায় হোক।
May luck favor you.
আপনার প্রথম দিনে আপনি এইভাবেই ইংরেজি অভ্যাস করুন। ছোট ছোট বাক্য অভ্যাস করুন। যাতে আপনি মনে রাখতে পারেন। আপনাকে যে এই বাক্যগুলোই বলতে হবে তার কোন মানে নেই। এই ধরনের অনেক বাক্য আছে, সেগুলি আপনি ব্যবহার করতে পারেন। বাক্য আপনি নিজেও তৈরি করতে পারেন situation অনুযায়ী। তবে প্রথম অবস্থায় আপনার কিছু বাক্য শেখা উচিত। তাহলে ভুল হবার চান্স কম থাকে। যাই হোক চলুন আরও কিছু আপনাকে শেখাই যা আপনি প্রথম দিন থেকেই ব্যবহার করতে পারবেন।
Gratitude / ধন্যবাদ
কাউকে ধন্যবাদ দেবার সময় এই বাক্যগুলি ব্যবহার করুন-
আপনি খুব দয়ালু।
You are very kind.
আপনার আমন্ত্রণের জন্য ধন্যবাদ।
Thanks for your invitation.
অনেক ধন্যবাদ।
Many thanks.
উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।
Thanks for the gift.
আমি অনেক কৃতজ্ঞ।
I am much obliged to you.
না না, এটা আমার সৌভাগ্য।
Not at all – my pleasure.
আপনার পরামর্শের জন্য ধন্যবাদ।
Thanks for your advice.