If you want to discover more about use of shall be, will be please check out this post.
Also try to cover the following subject:
–English Grammar in Bengali
-Basic English Grammar
–Learn Tense in Bangla
Something I saw when I was researching info on use of shall be, will be was the absence of appropriate information.
Use of shall be will be
আজকে আমরা শিখব এদের ব্যবহার। এদের ব্যবহার করতে গিয়ে অনেকেই confused হয়ে যান। এদের কে কোথায় ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন? আমি আজকে আপনাকে এদের ব্যবহার খুব সহজে শিখিয়ে দেব। আশা করি আজকের পর এদের ব্যবহার করতে আপনার ভুল হবে না।
How to use Shall be Will be?
ভবিষ্যতে কোন কাজ চলতে থাকবে বোঝাতে আমরা এদেরকে ব্যবহার করে থাকি। তবে এটা আপনার জানা উচিত এটা হল Future Continuous Tense.
যেমন –
▶ আমি করতে থাকব।
I shall be doing.
▶ সে পড়তে থাকবে।
He will be reading.
▶ তুমি লিখতে থাকবে।
You will be writing.
Future Continuous Tense এ বাক্য তৈরি করতে গেলে আপনাকে এই সহজ নিয়মটি অবশ্যই মনে রাখতে হবে,
S + shall/will-be + verb + ing +O
আর কয়েকটি উদাহরন দেখা যাক –
অনেক সময় Future Continuous Tense এ সময়ের উল্লেখ থাকে, যেমন –
▶ সে বারোটা পর্যন্ত পড়তে থাকবে।
He will be reading till 12 a.m.
▶ তারা সন্ধ্যে পর্যন্ত খেলতে থাকবে।
They will be Playing till evening.
How to make Negative Sentence?
এবার যদি আপনাকে বলা হয় Negative Sentence তৈরি করতে তখন কি করবেন?
একদম সহজ, দেখে নিন কিভাবে Negative Sentence তৈরি করা হয় –
▶ সে তখন খেলতে থাকবে না।
He will not be playing then.
▶ তারা তখন কাজ করতে থাকবে না।
They will not be working then.
#এখানে আপনাকে মনে রাখতে হবে –
S + shall/will + Not + be verb + Verb + ing + O
▶ আমরা রাত ১০টা পর্যন্ত টিভি দেখতে থাকব না।
We shall not be watching TV till 10 p.m.
How to make Interrogative Sentence?
এবার Interrogative Sentence দেখা যাক –
▶ তুমি কি গান গাইতে থাকবে?
Will you be singing?
▶ সে কি পড়তে থাকবে?
Will he be reading?
# এখানে আমরা কিভাবে Interrogative Sentence তৈরি করলাম?
Shall/Will + S + be verb + Verb + ing +O
▶ তুমি কি আমার জন্য অপেক্ষা করতে থাকবে?
Will you be waiting for me?
আশা করি আমি আপনাকে Shall be, Will be এর ব্যবহার শেখাতে পেরেছি।