Helping Verbs in Bengali

Helping Verbs in Bengali: আজকে আমরা শিখব Helping verb এর ব্যবহার। এগুলি ভালোভাবে না শিখলে ইংরেজিতে সারা জীবন সমস্যা থেকে যাবে। আপনি কখনোই ভালভাবে ইংরেজি বলতে বা লিখতে পারবেন না। তাই অবশ্যই এদের ব্যবহার গুলি মন দিয়ে শিখুন এবং মনে রাখুন। তবেই দ্রুত সঠিক ইংরেজি বলতে শিখবেন।

ইংরেজি শিখতে গেলে যেগুলি জানা অবশ্যই দরকারঃ

How to use Helping Verbs

Learn how to use Helping Verbs in Bengali

Do – কে আমরা সাহায্যকারী Verb হিসাবে ব্যবহার করে থাকি। তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে –
Subject: I, You, We, They
তুমি কি ধূমপান কর? Do you smoke?
আমি কি যাই? Do I go?
আমার এখন টাকার দরকার নেই। I don’t need money now.
আপনি কি গান পছন্দ করেন? Do you like music?

Does
Present Tense এ Subject যখন Third Person Singular Number থাকবে তখন Does কে ব্যবহার করা হয়। যেমন –
Subject: He, She, It, Name
সে কি এখানে থাকে? Does he live here?
# এখানে He হল Third Person Singular Number তাই Does কে ব্যবহার করা হল।
সে কি পড়াশোনা করে? Does he study?
তোমার কুকুর কি কামড়ায়? Does your dog bite?

Did – Do এর Past form হল Did
Subject: I, You, We, They, He, She, It, Name
তুমি কি কাজটি শেষ করেছিলে? Did you finish the job?
তুমি কি গিয়েছিলে? Did you go?
সে কি তোমাকে সত্য বলেছিল? Did he tell you the truth?
সে কিছু বলল না। He didn’t say anything.

আপনাকে খুব ভালভাবে মনে রাখতে হবে – Do, Does এবং Did কে বাক্যে যখন Helping Verb হিসাবে ব্যবহার করা হয় তখন এরা Negative এবং Interrogative Sentence গঠনে বিশেষ ভূমিকা পালন করে। Do, Does কে Present Tense এ ব্যবহার করা হয় আর Did কে Past Tense এ ব্যবহার করা হয়।

Helping Verb uses with examples

Am – I
আমি পড়ছি। I am reading. Helping verb
#এখানে am হল Helping verb কারণ এই বাক্যে main verb “read” যার সাথে “ing” কে যোগ করা হয়েছে। পরের বাক্যটি দেখা যাক –
আমি একজন শিক্ষক। I am a teacher. Main verb
#এই বাক্যে “am” হল Main verb, তার কারণ এই বাক্যে আর কোন Verb নেই।

Is
Subject: He, She, It, Name
Is কেও বাক্যে Main verb এবং Helping Verb হিসাবে ব্যবহার করা হয়। যেমন –
সে কাঁদছে। She is crying.
এখানে ‘is’ কে helping verb হিসাবে ব্যবহার করা হয়েছে। কারণ main verb হল ‘Cry’
সে খাচ্ছে। He is eating. Helping verb
বৃষ্টি হচ্ছে। It is raining.
এবার দেখা যাক ‘is’ কে কিভাবে Main verb হিসাবে ব্যবহার করা হয়। যেমন –
তিনি একজন ব্যবসায়ী। He is a business man. Main verb
এই বাক্যটিতে ‘is’ ছাড়া আর কোন verb নেই। তাই এখানে ‘is’ হল main verb.

Are –
Subject: You, We, They
তারা ছাত্র। They are students. Main verb
আমরা খাচ্ছি। We are eating. Helping verb

এখানে আপনাকে মনে রাখতে হবে am, is, are কে Present Tense এ ব্যবহার করা হয়। এবার চলুন এক এক করে শেখা যাক পরের helping verb গুলিকে

Was –
Subject: I, He, She, It, Name
প্রথমে আমরা দেখে নিই কিভাবে ‘was’ কে ‘Helping Verb’ হিসাবে ব্যবহার করা হয়।
আমি খেলছিলাম। I was playing.
সে চা বানাচ্ছিল। She was making tea.
এবার দেখা যাক কিভাবে ‘Main verb’ হিসাবে ব্যবহার করা হয়।
আমি একজন ডাক্তার ছিলাম। I was a doctor.

Were
Subject: You, We, They
তারা টিভি দেখছিল। They were watching TV.
তারা ঘাসের উপর শুয়ে ছিল। They were lying on the grass.
আমরা শিক্ষক ছিলাম। We were teacher.

Use of Helping Verbs - Have Has Had

Helping Verbs in Bengali for beginners

Have
Subject: I, You, We, They
আমি পড়াশোনা করেছি। I have studied. Helping verb
তুমি কি খেয়েছ? Have you eaten? Helping verb
আমার একটা ল্যাপটপ আছে। I have a laptop. Main verb
# কোন কিছু জিনিস অধিকারে আছে বোঝালে, সেই বাক্যে Have কে Main verb হিসাবে ব্যবহার করা হয়।

Has
Subject: He, She, It, Name
সে কেনাকাটা করতে গেছে। She has gone shopping. Helping verb
সে খেয়ে ফেলেছে। He has eaten. Helping verb
তার একটা বাইক আছে। He has a bike. Main verb
#বাংলা বাক্যে যখন “আছে” অর্থে Have/Has কে ব্যবহার করা হয়, তখন সেই বাক্যে Have/Has Main Verb হিসাবে কাজ করে।

Had – ছিল Past Tense
Past of Have, Has
Subject: I, You, We, They, He, She, It, Name
সে খেয়েছিল। He had eaten. Helping verb
তাদের একটি গাড়ি ছিল। They had a car. Main verb

Has to
Subject: He, She, It, Name
তাকে পড়তে হবে। He has to read.
তাকে যেতে হবে। He has to go.

Have to
I, You, We, They
আমাকে যেতে হবে। I have to go.
আমাকে পড়তে হবে। I have to read.

Had to
Subject: I, You, We, They, He, She, It, Name
আমাকে তাড়াতাড়ি উঠতে হয়েছিল। I had to get up early.
তাকে যেতে হয়েছিল। He had to go.

Will – Future Tense
Subject: I, You, We, They, He, She, It, Name
সে পড়ালেখা করবে। He will be studying.
সে খেলবে। He will play.
সে পড়াশোনা করে থাকবে। । He will have studied.