Most Common questions in English
50 Spoken English Questions – আজকে আমরা শিখব ৫০টির ও বেশি ইংরেজি প্রশ্ন। কারন ইংরেজি বলতে গেলে আপনাকে অবশ্যই প্রশ্ন করা শিখতে হবে। তবেই আপনি fluently English বলতে শিখবেন। এই প্রশ্নগুলি খুব ছোট ছোট – এই প্রশ্নগুলি স্পোকেন ইংলিশে খুব বেশিভাবে ব্যবহার হয়। ইংরেজি বলতে গেলে যে প্রশ্নগুলি জানতেই হবে। এই প্রশ্নগুলি বাড়ি থেকে অফিস সব জায়গায় ব্যবহার করতে পারবেন। যারা নতুন ইংরেজি শিখতে শুরু করেছেন তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্ব পুর্ন।
ইংরেজি শিখতে গেলে যেগুলি জানা অবশ্যই দরকারঃ
Daily use Questions at home
50 Spoken English Questions
- ওটা কেমন? How’s that?
- তোমার সর্দি কেমন আছে? How’s your cold?
- এটা কেমন ছিল? How was it?
- তাহলে কখন? Then when?
- সে কাজটি কখন করবে? When will he do the work?
- ওটা কে? Who is that?
- এখন কে? Who now?
- কে জানে? Who knows?
- তারা কারা? Who are they?
- এটা কার? Whose is this?
- এটা কি? What’s this?
- কি খবর? What’s up?
- কখন থেকে? Since when?
- কখন আসতে হবে? When to come?
- কখন আসবেন? When will you come?
- কেন নয়? Why not?
- কেন যেতে হবে? Why to go?
- আমি কেন যাব? Why should I go?
- তাহলে কি হবে? What will happen then?
- তাতে কি? So what?
Spoken English Questions for daily use
50 Spoken English Questions
- কেন ব্যবহার করতে হবে? Why to use?
- তাকে কেন? Why him?
- কত বার? কত ঘনঘন? How often?
- ওটা কী? What’s that?
- এটা কি? What is it? What is this?
- কেন পড়াশুনা করতে হবে? Why to study?
- তুমি কেন? Why you?
- কে খেয়েছে? Who ate?
- আমরা কেন? Why us?
- কে এল? কে এসেছিলো? Who came?
- কেন যেতে হবে? Why to go?
- এমন কেন? Why so?
- কিভাবে যাব? How to go?
- আমি কেন? Why me? (Angry)
- এর পরে কে? Who is next?
- কত দূর? How far?
- কার জন্য? For whom?
- বয়স কত? How old? How old are you?
- তারপর কি? Then what?
- কি খবর? What’s up?
Basic Questions for Daily use
50 Spoken English Questions
- এখন কি? What now?
- কি হলো? What happened?
- কি জন্য? For what?
- কি বিরক্তিকর? How annoying?
- এখন কেন? Why now?
- কতগুলো? কয়টি? How many?
- কি সম্পর্কে? কি ব্যাপারে? What about?
- কতক্ষণ? কত লম্বা? How long?
- আর কিছু? Anything else?
- আরও কিছু লাগবে? Need something more?
- কে এটা করেছিল? Who did it?
- কে হাসছে? Who is laughing?
- ওটা কী? What’s that?
- আর কি? What else?
- কি পড়াশুনা করতে হবে? What to study?
- কে পাত্তা দেয়? Who cares?
- আমি কে? Who am I?
- কত? How much?
- তাদের কেন? Why them?
- সে কে? Who is he?
- এটা কে? Who is it?